পিয়ানোতে মধুর সুর তুলুন :: অসম্ভব সহজ!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

"আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

আমার কথার সুর গো, আমার গানের মালা গো

কুড়িয়ে তুমি নিয়ো।"

(নজরুল গীতি)

ইন্সট্রুমেন্ট যদি না থাকতো তাহল গানের দশা কেমন হতো? আজকাল ছোট্ট বয়স থেকেই  হারমোনিয়াম  শেখার ধুম পড়েছে। সবই সময়ের প্রয়োজন। কিন্ডার গার্টেনে মিউজিক সাবজেক্ট যোগ হয়েছে। তারপরও আমি বলছি গান ও সুর এক ঐশ্বরীক জিনিস। সবাই তানসেন, এ.আর. রহমান, নজরুল, রবীন্দ্র, লালোন, হাসন কিংবা এলপিস প্রেসলি না। একটু তাল লয় শেখার চেষ্টা করলে দোষ কি।

আমার এই টিউনটি উৎসর্গ করছি অকাল প্রয়াত শীল্পি "হ্যাপি আকন্দ" কে। যার "আজ কেনো মন উদাসী হয়ে................ গানটি মাত্র দুই কর্ডের, যা যে কোনো নতুন ভোকাল ও কিবোর্ড বাদকের জন্য বেশ সহজ।

পিয়ানো বাজাতে হলে এখানে ক্লিক করুন।  

ওয়েবসাইটে পিয়ানো টি দেখা যাচ্ছে। মাউস ক্লিক করুন।

ব্যস A,S,D,F,G,H,J,K,R,T,Y,U কী গুলো দিয়ে কিবোর্ডে সুরের ঝংকার শুনতে পারবেন।

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই চমৎকার, ডাউনলোড লিঙ্ক দিলে ভাল হত। ধন্যবাদ।

Level 0

ভাই চমৎকার, ডাউনলোড লিঙ্ক দিলে ভাল হত। ধন্যবাদ।

ডালো করা যায়না ছোট নবাব?

ভাই চমৎকার, ডাউনলোড লিঙ্ক দিলে ভাল হত। ধন্যবাদ

হ্যাপি আখন্দ এর গান মনে হয় শুনেছি কিছু,ভালো গান।আপনার সাইটটাও সুন্দর

    @Ochena Balok: আমি যখন প্রাইমারি তে পড়ি তখন হ্যাপি মারা গিয়েছেন। তাকে চিনেছি এইট নাইনে পড়ার সময়। অনেক রঙিন ছিলো দিনগুলো। হ্যাপি আকন্দ লকী আকন্দের ছোট ভাই। ঐ সময় জুয়েল (যদি তোমায় আমি চাঁদ বলি, ভুল হবে আমার। তুমি চাঁদের চেয়েও সুন্দর) ও হ্যাপি অল্প ক’দিনের ব্যবধানে মারা যান। তখন মিডিয়া এত স্ট্রং ছিলো না। ভিসিআর ভারা দেয়া হতো। যিনি ভিসিআরের অপারেটর তাকে মুরগী জবাই করে আপ্যায়ন করা হত। একটা ওয়াকম্যান দেখলে মানুষ যতটা অবাক হতো এখন হেলিকাপ্টার দেখলেও হয় না। ধন্যবাদ!!!!

Level 0

ভালো লাগলো !

দারুন

গান-টান শুনা হয় না, তবে পিয়ানোটা বাজিয়ে দেখলাম 😀

    @নিওফাইটের রাজ্যে: ভাই!!! বয়সের সাথে সাথে হাসি আনন্দ পালিয়ে যায়। আগের ঈদের আগে কতো স্বপ্ন আনন্দ থাকতো আর এখন?
    “এতদিন কোথায় ছিলেন,
    পথ ভুলে তবে কি এলেন”

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: ব্যস্ত থাকায় নেটওয়ার্কের বাইরে ছিলাম কিছুদিন। 😀
      আপনাদের মিস্কর্সি 😆

        @নিওফাইটের রাজ্যে: কাছের একজন চোখের আড়াল হলে বোঝা যায় সে কত প্রয়োজনীয়। টিউন লিখেই অপেক্ষা করেছি কখন আপনার টিউমেন্ট পাবো। বিশেষ করে বাংলা বানানে আপনার মেধা দেখে আমি মুগ্ধ হয়েছি। বন্ধুর সংঙ্গাই হল “কাউকে মিস করা”। এরপর কোথাও গেলে আমাকে জানিয়ে যাবেন নইলে দুঃচিন্তায় থাকবো।