পোর্টেবল সফটওয়ারের সম্রাজ্য তো এখানেই

আমরা অনেকেই অনেক সময় সফটওয়ার খুজে থাকি কিন্তু সফটওয়ার পেলেও সেটার সিরিয়াল পাওয়াটা খুবই কষ্টকর একটা ব্যপার যা অনেকেই পারেন না । নিন্মোক্ত একটি টিউন দেখে আমার টিউনটি করতে ইচ্ছে হল । যাইহোক এর ফলে অনেকেই উপকৃত হবেন । যারা পোর্টেবল সফটওয়ার ব্যবহার করেন তারা আশা করি নতন কিছু সাইট পাবেন তাদের কালেকশনে রাখার জন্য ।

portable-software

[thumb]http://free-portable-software.blogspot.com[/thumb]
http://free-portable-software.blogspot.com/

এই সাইটটা একবার ঘুরে দেখুন আশা করি চমকে যাবেন দেখে এত সফটওয়ার কালেকশনে রাখা হয়েছে ।

pendriveapps

[thumb]http://www.pendriveapps.com/software[/thumb]
http://www.pendriveapps.com/software

PortableApps.com এর গুদাম ঘর

[thumb]http://sourceforge.net[/thumb]
http://sourceforge.net/projects/portableapps/files/

digiwarez

[thumb]http://www.digiwarez.com/portables[/thumb]
http://www.digiwarez.com/portables/

famouswhy

[thumb]http://download.famouswhy.com[/thumb]
http://download.famouswhy.com/category/portable_software/

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাসিব মিয়া তুমি হইলা টেকটিউনস এর সফটওয়্যারের বিভাগের হেডমাস্টার ।হাহাহাহাহহা

খোচা লাগলে যে গাছের ভেতরের গোপনীয় রসও বের হয়ে যায়, তার একটা দারুন উদাহরন পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার আগের পোর্টেবল সফটগুলোর টিউনের সাথে এই লিংকগুলো দিয়ে দিলে আরোও বেশী ধন্যবাদ পেতেন।

    যদি লিংকগুলো দিয়ে দেয়া হয় তাহলে বলে যে ওই খান থেকে টিউনটি করা হয়েছে । এজন্য কিছু জিনিষ গোপন রাখতে হয় ।

    একদম ঠিক কথা বলছেন হাসিব ভাই টিউন করলেই শুনে এটা ঐখানে ছিল। তো সেইখানে ছিল এই সব।এখন টিউন করার উৎসাহ পাইনা।

    যাইহোক আপনি কিন্ত মিয়া একটা জটিল জিনিস দিছেন আমাদের।

    shohel islam প্যাচ লাগাইতে তো খুব ভালই লাগে । কমেন্টের ভাষা আপনি এখনও শিখেন নাই । নাহলে সাধারন একটি কথায় টেকটিউনসকে উস্কিয়ে দিতে পারতেন না । এজন্যই কয়েকজন ছাড়া কারও টিউনে কমেন্ট করি না । করলেই শুধু ক্ষুত টা বের করে ভাল কি আছে তা একবারও ভেবে দেখে না বা চিন্তাও করে না যে কমেন্টটিতে কি বলা হয়েছে ।

Level 0

hasib ভাই আপনি একটা জিনিস। বলার কিছু নাই.

    suva ভাই অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য ।

    Level 0

    JINIS Na Menis
    Jinis= Jontro, Menis= Manus

হাসিব,
তোমাকে অশেষ ধন্যবাদ । আমি পোর্টেবল সফটওয়্যারে রূপান্তর করে ব্যবহার করি কিন্তু উহা রান হতে একটু বেশী সময় নেয় । উক্ত সাইট হতে ডাউনলোডকৃত পোর্টেবল সফটওয়্যারের অবস্থা কি ?

    রুহুল আমীনঅনেকদিন পরে আপনার কমেন্ট পেয়ে ভাল লাগল । আমার তো এই সফটওয়ার গুলো তে এই রকম মনে হয় না । আর এই সবগুলো সাইট পুরোটা দেখার মত মানুষ টেকটিউনসে নাই । আমি নিজেও এখন পর্যন্ত ২-৩ সাইট দেখে শেষ করতে পারছি কিন্তু অনেক সফটওয়ার তো তাই আর ইচ্ছে করে না ।

এত সফটওয়ারের সন্ধান আর সফটওয়ার নিয়ে বেশী বেশী বিস্তারিত টিউন করতে কাউকে দেখিনি। সফটওয়ারের রাজা!