গুগল মামার ভয়েস সার্চ সেবা।জানেন কি?

আস-সালামু-আলাইকুম।

গুগল মামা দিন দিন নতুন নতুন সেবা চালু করছে।নতুন সেবা হিসেবে চালু করেছে ভয়েস সার্চ।জিনিস টা খুব মজার।।এজন্য আপনার গুগল ক্রোম থাকতে হবে।মযিলা থেকে এখনো পাইনি।

আসুন দেখে নিই কিভাবে কি করতে হবে

  • মাইক্রোফন এর প্লাগ টা পিসি/ল্যাপ্টপ এর মাইক্রোফন পোর্ট এ লাগিয়ে নিন।
  •  এবার google.com এ যান।
  • ছবি তে খেয়াল করুন।
  • ডান পাশে যে মাইক্রোফন এর ছবি দেয়া আছে সেখানে ক্লিক করুন।
  • এবার মাইক্রোফন এ পরিষ্কার ভাবে যেকোনো শব্দ বলুন (শব্দ গুলো অবশ্যই ইংরেজি তে হতে হবে)
  • প্রথমে শব্দ গুলো আপলোড হবে।একটু অপেক্ষা করুন।
  • এবার মজা দেখুন।
  • আপনি যা বলেছেন সেটা অটোমেটিক ভাবে গুগল এর সার্চ এ লেখা হয়ে যাবে এবং ENTER  বাটন প্রেস করা ছাড়াই সার্চ এর ফলাফল এসে পরবে।
  • এটা এখনো বেটা ভার্সন এ আছে।তাই মাঝে মাঝে সমস্যা হতে পারে।
  • এই সার্ভিস এন্ড্রয়েড মোবাইল এর জন্যেও রয়েছে।
  •  কথা বলে সার্চ দেয়ার এই সুবিধা চালু করার জন্য গুগল ২৩০ বিলিয়ন শব্দ অ্যাড করেছে গত আড়াই বছর যাবত ।

    বিঃদ্রঃজদি এই লেখা আগে প্রকাশিত হয়ে থাকে তবে আন্তরিক ভাবে দুঃখিত।

    আমার ব্লগ

    আল্লাহ হাফেজ।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

not effective for slow internet connection though..your tune imformative.

Level 0

darun….

HMM. VALO JINIS.