যেভাবে H.S.C. 2012 রেজাল্ট সংগ্রহ করবেন

আপনার সকলেই জানি যে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (H.S.C) ও সমমানের পরীক্ষার ফল আগামি ১৮ জুলাই ২০১২ তারিখে একযোগে প্রকাশ করা হবে ।

ইন্টারনেটে http://www.educationboardresults.gov.bd/ এই সাইটে প্রকাশ করা হবে । আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপকফাহিমা খাতুন এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, “ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনারকাছে পরীক্ষার ফল হস্তান্তর করা হবে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদসম্মেলনে ফলাফলের সার্বিক বিষয় তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।”
গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে তা ২২ মে শেষ হয়। ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।এবার মোট ৯ লাখ ২৬ হাজার ৮১৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৪ লাখ ৯৬ হাজার ৩৯৫ জন ছাত্র এবং ৪ লাখ ৩০ হাজার ৪১৯ জন ছাত্রী।

রেজাল্ট সংগ্রহ :

http://www.educationboardresults.gov.bd/ সাইটেরেজাল্ট প্রকাশ করা হলেও ঐ সাইটের ব্যান্ডউইথ অনেক কম থাকার কারনে অনেকেরই রেজাল্ট দেখতে প্রচুর সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে যাদের নেটের স্পীড কম  এই জন্য ফেসবুক  ফান পেজ Bangla SMS সাহায্যই মূলমন্ত্রএর কতৃপক্ষ গতবারের মত এবারও ফেসবুকেই আপনারা রেজাল্ট সংগ্রহ করতে পারবেন ! আপনারা ফেসবুক এই গ্রুপে সদস্য হয়ে, কমেন্ট করে আপনার রোল নং এবং বোর্ডের নাম লিখে দিন। গ্রুপের কিছু মেম্বারদের হাইস্পীড নেট আছে তারা আপনার রেজাল্ট জানাতে সহযোগিতা করবে।

মোবাইল এসএমএস-

এর মাধ্যমে যেভাবে রেজাল্ট নিবেনঃ হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে প্রথমে HSC টাইপ করে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম ৩ অক্ষর লিখুন (যেমন- ঢাকা হলে DHA)। এবার রোল নম্বর লিখে আরেকটি স্পেস দিয়ে বছরটি (২০১২) লিখুন। তারপর পাঠিয়ে দিন 16222 নম্বরে। ফিরতি মেসেজে পেয়ে যাবেন রেজাল্ট! প্রতি এসএমএস চার্জ মাত্র ২টাকা + ১৫% ভ্যাট

https://www.facebook.com/bangla4sms

Level 0

আমি Eros Dé Ashik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Level 0

tnx vi

ঐই সাইডের বিকপ্ল কিছু নাই।

আব্দুর রব এর সাথে সহমত।