গুগল স্যান্ডবক্স কী? এর প্রয়োজনীয়তা..

হয়ত নতুন টিউনাররা আমাকে চেনে না।কিন্তু পুরানো টিউনাররা অবশ্যই চেনে।আমার নাম ডিজিটাল ম্যান।টেকটিউনস আমার খুবই প্রিয় সাইট।আমার প্রায় সব টিউন গুলোই জিঞ্জাসা মূলক হয়।তবে এবার কিছু দিতে এসেছি।

গুগল স্যান্ডবক্স কী?

এটা মূলত একটা গুগল সার্ভিস।নতুন সাইটের জন্য এটা খুবই প্রয়োজন।গুগল রেজাল্ট দেখায় ইন্ডেক্সিং করে।সব সার্চ ইন্জিনই এটা করে থাকে।যখন সার্চ ইন্জিন রেজাল্ট দেখায়,তখন নতুন সাইটের প্রথমে দেখায়।আর সেইটার জন্যই কাজ করে গুগল স্যান্ডবক্স।গুগল এটার মাধ্যমে নতুন সাইটকে আগে দেখায়।

প্রয়োজনীয়তা

এটা একটা খুবই ছোট টিউন।এখানে আমার চেয়ে বেশি জানে অনেক মানুষ আছে।গুগল তাদের স্যান্ডবক্স কে ব্যবহার করে নতুন সাইট কে ইনডেক্সিং করার জন্য।এর জন্য নতুন সাইট আগে দেখা যায়।এটার প্রয়োজনীয়তা নতুন সাইট তৈরি কারকদের কাছে অতুলনীয়।এটা আমার জানা মতে কোন অ্যাডসেন্স টুল না।গুগল অ্যাডসিন্স কোন নতুন সাইট তৈরি কারক দের জন্য না।এডসিন্স থেকে টাকা আয় করতে হলে ধর্য থাকা লাগবে।অ্যাডসিন্সে গেলাম আর টাকা বেধে গেল এমন জায়গা অ্যাডসিন্স না।তাই বলা যায় এটা অ্যাডসিন্সের কোন টুল না।এটা ব্যবহারিত হয় সবার জন্য।

আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে উইকপিডিয়াতে যান।স্যান্ডবক্স ইফেক্ট সম্পর্কে জেনে আসুন
স্যান্ডবক্স সম্পর্কে সবকিছু জানতে এই সাইট থেকে ঘুরে আসুন।ধন্যবাদ সবাইকে।ভাল থাকুন।

Level 0

আমি Shanto sid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 239 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ডিজিটাল ম্যান বিডি or Shanto Datta । আমি একজন ছাত্র । এখন কিছু টুকটাক ওয়েব ডিজাইন শিখছি । নিজের ব্যবহারের জন্য যে টুকু দরকার। আর সেই অল্প ঞ্জান আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব । (ধন্যবাদ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস