গুগল ক্রম ব্রাউজার এর অফিসিয়াল অফলাইন ডাউনলোড লিঙ্ক!!!

আসসালামুয়ালাইকুম

আমি আজ আপনাদের কাছে একটি মাইক্রো টিউন নিয়ে হাজির হলাম।

গুগল ক্রম ব্রাউজার এর সাথে আপনাদের নতুন করে পরিচয় করিয়ে দেবনা। এবং আমি জানি অনেকে এটিকে হাড়ে হাড়ে চিনেন। এর পারফরমেঞ্চ এবং এক্সটেনশন এক কথায় অতুলনীয়। আমি লাইফে ১৫-২০টা ব্রওজার টেস্ট করেছি বাট গুগল ক্রম ব্রাউজার এর মত পারফরমেঞ্চ একটাতেও পাইনি 😀 । যাস্ট রেফারেঞ্চ হিসেবে বলতে চাই পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিন (ইউ.এস.এ) এপ্রিল ২০১২ তে এটিকে বেস্ট ব্রাউজার মননিত করেছে এবং রেটিং দিয়েছে Superior!!!

কিন্তু আমাদের শখের ব্রাউজারটির ইন্সটলেশন ফাইল অনলাইন হওয়ার কারনে প্রতিবার ইন্সটল করার সময় বারবার ডাউনলোড করতে হয়। আপনারা অনেকেই হয়তো এই প্রবলেম ফেস করেছেন। কিন্তু আমরা অনেকেই হয়তো জানিনা যে আমাদের প্রিয় ব্রাউজারটির অফলাইন ভার্সনও কিন্তু গুগল এর অফিসিয়াল রিলিজ আকারেও পাওয়া যায়। যাস্ট, এই লিঙ্কটিতে ক্লিক করুন (গুগল অফিসিয়াল লিঙ্ক) গুগল ক্রম ব্রাউজার অফলাইন ভার্সন ডাউনলোড করুন, নিজে ব্যাবহার করুন বন্ধুদের সাথে শেয়ার করুন, ভবিষ্যতে আবার ইন্সটল করতে চাইলে ঝামেলা মুক্ত ব্যাকআপ রাখুন। আজ এই পর্যন্তই, ভবিষ্যতে এরকম আরও মাইক্রো টিউন নিয়ে হাজির হব আপনাদের সামনে সেই প্রত্যাশায় রইলাম।

আল্লাহ হাফেজ।

গুগল ক্রম ব্রাউজার টিপস: আপনি ইচ্ছা করলে অটোমেটিকলি আপনার গুগল ক্রম ব্রাউজার এর বুকমার্ক ও এক্সটেনশন অনলাইন ব্যাকআপ রাখতে পারেন সেটিংস থেকে যাস্ট আপনার জি মেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে।

Level 0

আমি iamnayem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vaia, anek dhonnobad. besh koydin dhorei ami eta khujcilam.

আমি ফাইলহিপো থেকে নামাতাম। এই লিঙ্কটি পেয়ে ভালই হল