পিওরজটিল অলবাংলা রেডিও প্লেয়ার ১.৮

এবার এলো পিওরজটিল অলবাংলা রেডিও প্লেয়ার ১.৫। এই ভার্সনে নতুন আরো কিছু রেডিও শ্টেশন যোগ করা হয়েছে। এখন মোট শ্টেশন সংখ্যা ৩৩ টি।

রেডিও শ্টেশন সমূহ হল:

  • ১. রেডিও গুনগুন
  • ২. রেডিও টুডে (ঢাকা)
  • ৩. রেডিও টুডে (চট্রগ্রাম)
  • ৪. রেডিও ফুর্তি
  • ৫. রেডিও ঢাকা
  • ৬. রেডিও ২ফান
  • ৭. রেডিও মেট্রোবিডি
  • ৮. রেডিও ৭১ (নতুন)
  • ৯. রেডিও হিমছড়ি (নতুন)
  • ১০. ফ্যানটাসটিক বাঙালী (নতুন)
  • ১১. রেডিও বাংলা নেট (নতুন)
  • ১২. পাইওনিওর FM (নতুন)
  • ১৩. রেডিও জোস (নতুন)
  • ১৪. রেডিও টেকভিশন (নতুন)
  • ১৫. অনলাইন গান
  • ১৬. রেডিও ইনফিনিটি
  • ১৭. রেডিও আপন
  • ১৮. রেডিও বিজয়
  • ১৯. রেডিও আড্ডা
  • ২০. রেডিও অনিয়ম
  • ২১. রেডিও প্রতিতী
  • ২২. রেডিও লেমন২৪
  • ২৩. সাউটবিডি
  • ২৪. বাঙলা ওয়েডিও
  • ২৫. অনুভূতি রেডিও
  • ২৬. রেডিও নর্থস্টার
  • ২৭. রেডিও আর্তনাদ
  • ২৮. জাপান রেডিও
  • ২৯. ওয়াসিংটন বাংলা রেডিও
  • ৩০. বিবিসি বাংলা (প্রত্যুষা)
  • ৩১. বিবিসি বাংলা (প্রভাতী)
  • ৩২. বিবিসি বাংলা (প্রবাহ)
  • ৩৩. বিবিসি বাংলা (পরিক্রমা)
  • 34. রেডিও আন মিক্স

মোটামুটি সবগুলাই লাইভ সম্প্রচারিত হচ্ছে। রেডিও টেকভিশন রেকর্ড করা অনুষ্ঠান প্রচারিত করছে।

প্লেয়ারটি করা যাবে।এইখানে

Level 0

আমি mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Windows 7 এ চালাতে পারছিনা।
চমৎকার সফটওয়্যার, তবে বিজ্ঞাপনের বাড়াবাড়ি না করে ইন্টারফেসটা আরেকটু ছোট করা যায় কিনা দেখেন।

সাথে দেশী বাংলা টিভি চ্যানেলের স্ট্রীমিং লিঙ্ক ( বর্তমানে দেশ টিভি ছাড়া অন্য কোন দেশী চ্যানেল লাইভ স্ট্রীমিং করে কিনা জানিনা) জুড়ে দিতে পারেন। তাহলে যাদের হাই-স্পীড ইন্টারনেট কানেকশান আছে তারা একসাথে টিভিও দেখতে পারবেন। আমি নিজে এরকম আরেকটি রেডিওর সাথে পপুলার টিভি চ্যানেলগুলোর স্ট্রীমিং লিঙ্ক এমবীড করে দেখছি।

    Level 0

    কৌশিক ভাই, স্ট্রীমিং লিঙ্ক (এমবেড করার জন্য) কি ভাবে সংগ্রহ করতে পারি? (Desh.tv)

Level 0

আমারটার মইধ্যে বাজে না কেরে……

Level 0

ভাল কিন্তু—
আগের ইন্টারফ্যাস-টিই ভাল ছিল। বতর্মান যা অবস্থা তাতে অন্তত আমি এটি ব্যবহার করব না।
আগেরটিই ব্যবহার করব যদিও চ্যানেল কম আছে। একটু চেক করে দেখবেন।

desh tv (or tohers) এর লাইভ স্ট্রীমিং চালু করুন। Mediaplayer এর উপর ডান মাউস ক্লিক করে Properties এ যান। এখানে একেবারে নিচের লাইনে Location দেখতে পাবেন। কপি পেস্ট করে নিন আপনার রেডিওতে।
আর এ বিষয়টা আবারও অনুরোধ করছি, ইন্টারফেসটা যথাসম্ভব simple রাখেন, আর বিজ্ঞাপনের বাহারটা কমান।

“Simplicity Is the best”

ভাই আপনাদের মতামতের জন্য অশেষ ধন্যবাদ। মতামতের উপর ভিত্তি করে ইন্টারফেসটা যথাসম্ভব simple করার চেষ্টা করলাম বিজ্ঞাপনের বাড়াবাড়ি একেবারেই নাই মানে উঠিয়ে দিলাম। আর নতুন একটা রেডিও শ্টেশন যোগ করলাম রেডিও আনমিক্স। আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ।