
IP মানে ইন্টারনেট প্রটোকল,এটি একটি ইউনিক নাম্বার ,যা ইন্টারনেট ব্যাবহারকারির স্বতন্ত্র পরিচয় প্রদান করে।এই IP দিয়ে আপনি নিজে এবং যে কারো অবস্থান খুজে বের করতে পারবেন খুব সহজে শুধু তাই নয় জিওগ্রফিকাল অবস্থান বেড় করতে পারবেন নিমেসের মদ্দে।

ইন্টারনেট মানেই অবাদে বিচরণ কাজে অকাজে আমরা বিভিন্ন সময় নানান ওয়েব সাইট এ রেজিস্ট্রেশান করে থাকি আসলে এরকম হাজারও ওয়েব সাইট এর মদ্দে কেও আপনার IP ব্যান করলো কিনা আপনি জানেন না......!তাই একদম নিশ্চিন্তে চলেয় যান নিচের এ ওয়েব সাইট......Checking my IP
কোন সাইট আপনাকে ব্যান করে দিলে তাও থামাতে পারেন!!!!IP সহ ব্যান করে দিলে IP বদলেও নিতে পারেন। গোপন করে রাখতে পারবেন আপনার IP দেকতে পারবেন আপনি কোন কোম্পানির নেট চালাছেন তারা আপনাকে ঠকাসে কি না অর্থাৎ আপলোড এবং ডাওনলোড স্পীড কি আপনি পুরুটাই পাসসেন .....!

ভাল থাকবেন সবসময় । কিছু বুঝতে না পারলে মতামত দেবেন আসাকরি।
ঘুরে আসতে পারেন আমার ব্লগ হতেঃটে ক ন ল জী রি ভি উ 24
আমি মঞ্জুর প্রযুক্তিপ্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
yet nothing special something to tell.
vai ami facebook ar akta group thake ban kaice.akon ai system ar madomya ke ami ai ban dur korte parbo.