পিটিসি প্রতারণাঃ কিছু ফ্রি উপদেশ

ডোল্যান্সার নামের একটি ক্লিক ক্লিক ডলার কোম্পানিসহ একাধিক কোম্পানীর আসল রূপ সবার সামনে উন্মোচিত হয়েছে। বাংলাদেশে প্রতারণার এ কোনো নতুন অধ্যায় নয় (আমাদের ফেসবুক ফ্যান পেজ এ বেশ কিছু আপডেট পাবেন)। লোভ, অলসতা, শর্টকাট এসব আমাদের জাতিগত গুণাবলীতে পরিনত হয়েছে – এ কথা অস্বীকার করার কোন উপায় নেই। আমরা হুজুগে মাতাল প্রচন্ড লোভী একটা জাতি।

বাংলাদেশে কথায় কথায় পদক দেয়া হয় (ডোল্যান্সার এর রোকন কে ও পদক দেয়া হয়েছে)। পদক দেয়ার ও নেয়ার মানুষের অভাব কোনকালেই ছিলো বলে মনে হয় না। পাড়ায় পাড়ায় ট্রেনিং সেন্টার, ৫০০ টাকায় সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এ গুরু বানানোর বিজ্ঞাপন দেখে খুব হাসি লাগে।

অনলাইনে আয় করার হুজুগ এমন মাত্রায় বাংলাদেশে বিস্তার লাভ করেছিল যে, কিছু রিক্সাচালকও নাকি তাদের নিজের রিক্সা বিক্রি করে পুরাতন কম্পিউটার কিনে ডলারের পিছনে ছুটাছুটি শুরু করেছিল। ডলার…কি অদ্ভুত এক মোহ।

অনেক ব্লগ, অনেক ফোরামে ডোল্যান্সার ও অন্যান্য ক্লিক ক্লিক ডলার কোম্পানি নিয়ে অনেক লেখালেখি হয়েছে। সত্যি কথা গুলো লোভের সামনে পরাজিত হয়েছে বার বার। সবাইকে যারা বার বার সাবধান করার চেষ্টা করে, অনেকেই বিরূপ মন্তব্যের সম্মুখীন হয়েছেন। আজকে কিন্তু, সত্যের জয় হয়েছে………………………আর যারা লোভে পড়েছিলেন তারা ডোল্যান্সার এর এমডি রোকন এর শ্বশুর বাড়ির সামনে নতুন ডিউটিতে ভীষণ ব্যস্ত।

শর্টকাট বলে কিছু নেই

অনলাইনে বা অফলাইনে টাকা আয় করার কোন শর্টকাট নাই। শর্টকাট যদি থাকে তাহলে সেটা প্রতারণা। অনলাইনে আয় করতে চাইলে, কাজ জেনে, কাজ করেই করতে হবে। ক্লিক করলেই ডলার, এই চিন্তা বাদ না দিতে পারলে… শেষে রোকন এর শ্বশুরবাড়ি পাহাড়া দেয়া ছাড়া কোন উপায় নাই।

ডোল্যান্সার বা অন্য কোম্পানি দ্বারা প্রতারিতদের বেশীরভাগই কিন্তু ছাত্রছাত্রী। ছাত্রজীবন শেখার সময়, লোভ বা প্রতারণা করার সময় নয়।

আমি কাজ জানি না বা আমাকে দিয়ে হবে না

অসম্ভব বলে কোন শব্দ নেই। একটা কাঁচের পাত্রে পানি রাখলে বাইরে থেকে কিন্তু পাত্রটা ফাঁকাই মনে হয়। সেই পাত্রের পানিতে আপনি প্রতিদিন একফোঁটা করে যদি রং মেশানো শুরু করেন, তাহলে একদিন ঐ পাত্রের পানি কিন্তু আপনার মেশানো রঙেই রঙিন হবে। একদিনে বা একমাসে হাল ছেড়ে দিলে, সারা জীবন আমাকে দিয়ে হবে না বলেই কাটাতে হবে।

কাজ শিখুন, টাকা আপনার পিছনে ছুটবে

ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এ বাংলাদেশের সম্ভাবনা অনেক। তথ্যপ্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ ও ফোরাম গুলোতে অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে। শুধু ফেসবুক নিয়ে ব্যস্ত না থেকে একটু একটু করে কাজ শিখুন। নষ্ট সময়ের হিসাব মেলানো অনেক কঠিন। প্রতি মিনিটে কত নতুন নতুন কাজের জন্য মানুষ নামকরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে বিজ্ঞাপন দেয়, জানেন?? Freelancing Jobs Portal ওয়েবসাইটটিতে গিয়ে একটু সময় নিয়ে দেখুন, কিছুটা ধারনা পেলেও পেতে পারেন।

এফিলিয়েট মার্কেটিং

ফ্রিল্যান্সিং না করতে চাইলে এফিলিয়েট মার্কেটিং করে ভালো আয় করা সম্ভব। কিন্তু কত?? নীচে একটি প্রাইভেট এফিলিয়েট নেটওয়ার্ক থেকে ২০১১ সালে আমার সেরা মাসের একটি স্ক্রিনশট দিলাম। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে ও এফিলিয়েট নেটওয়ার্ক এর শর্তের কারনে স্ক্রিনশর্টটির কিছু অংশ ঢেকে দিলাম। নিজের ঢোল নিজে বাজানোর জন্য এটি দিলাম না…শুধু আপনাদেরকে উৎসাহ দেয়ার জন্য (একটু লোভ দেখানোর জন্য :) ) দিলাম।

Md. Rahman 2011 Commission As Affiliate

লোভ করবেন না, করলে রোকনদের শ্বশুরবাড়ি পাহাড়া দিতে হবে বার বার।

লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

আর অনলাইনে আয় করতে সঠিক পদ্ধতি অনুসরন করতে ভিজিট করতে পারেন earn money online from bangladesh

Level New

আমি ভিলেজ বয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিউন করার জন্য ধন্যবাদ। কিন্তু আপনার সাইটের নামটা আরেকটু বড় হইলে ভাল হত।
দেখেন তো আরেকটু বড় করা যায় কিনা ?

😛 😀

অনেক সুন্দর লিখছেন ভাই ।
কিন্তু কি বলব লজ্জার কথা আমি নিজেই পিটিসি থেকে আয় করি ।

ami {theimpel.com} sopporke jante chai plz. janle amake janan