গুগুল মামার সুপ্ত ফিচার : এবার বাদ যাবে না কোন পরিক্ষা,ক্লাস,জরিনা-সখিনার জন্মদিন……… মোবাইলে “remainder” আসবে ফ্রি ফ্রি !

** এই বিষয়ে পুর্বে কোন টিউন হয়ে থাকলে দুঃখিত ! এবং-

** কোন ভুল হয়ে থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

গুগুল ক্যালেন্ডার-এ কোন গুরুত্বপুর্ন বা ফালতু যে কোন ঘটনা ( যেমনঃ ক্লাস , পরিক্ষা , কারও জন্মদিন ...... ইত্যাদি,ইত্যাদি ) যেমন নিবন্ধন করে রাখতে পারবেন , তেমনি আপনি ইচ্ছে করলেই ইভেন্ট গুলোর "remainder" নির্দিষ্ট সময়ে মোবাইলে কিংবা ই-মেইলে পাঠাতে পারবেন।

সে জন্য আপানাকে-

  • গুগুল ক্যালেন্ডার ব্যাবহার করতে হবে যা জি-মেইলে একটা আইডি থাকলেই হয় ।
  • এবং মোবাইলে "remainder" পেতে আপনার মোবাইলটি নিবন্ধিত করতে হবে ।

গুগুল ক্যালেন্ডার ক্লাসের মনিটর / ক্লাস ক্যাপ্টেনদের জন্য উপকারী হতে পারে । কোন গুগুল গ্রুপে ক্লাসের সবাই জয়েন থাকলে , গুগুল ক্যালেন্ডারের মাধ্যমে সবাইকে যে কোন তথ্য জানানো সম্ভব । এ ক্ষেত্রে সময় এবং অর্থ দুইয়ের ই সাশ্রয় ।

আসুন এবার দেখি সম্পুর্ন পদ্বতিটি _

  • ধাপ-১: জি-মেইলে লগইন করে "calender" বাটনে ক্লিক করুন বা "www.google.com/calender/render" এ প্রবেশ করুন ।

  • ধাপ-২: "location এবং timezone" নির্বাচন করে "Continue" তে ক্লিক করুন।

  • ধাপ-৩: তীর চিহ্নটিতে ক্লিক করুন ।
  • ধাপ-৪: "settings" -এ ক্লিক করুন ।

  • ধাপ-৫: তারপর "Mobile Setup" ।

  • ধাপ-৬:আপনার মোবাইল নম্বরটি লিখুন ।
  • ধাপ-৭: "Send Verification Code" -এ ক্লিক করুন । সাথে সাথে আপনার মোবাইলে একটি কোড পৌঁছে যাবে , কিন্তু মাঝে-মাঝে কিছুটা দেরি হতে পারে।
  • ধাপ-৮: আপনার মোবাইলে আসা কোডটি প্রবেশ করুন ।
  • ধাপ-৯: "Finish Setup" -এ ক্লিক করুন ।

  • ধাপ-১০: তীর চিহ্নটিতে ক্লিক করুন ।
  • ধাপ-১১: নিচের তালিকা থেকে "SMS" নির্বাচন করুন
  • ধাপ-১২: e-mail এর বক্স গুলো আনচেক করে দিতে পারেন , এ ক্ষেত্রে "remainder" গুলো ই-মেইলে আসবে না ।
  • ধাপ-১৩: বক্স গুলো চেক করে দিন , এ ক্ষেত্রে "remainder" গুলো আপনার মোবাইলে SMS আকারে আসবে ।

  • ধাপ-১৪: চেহারাটা অনেকটা এ রকমই হবে
  • ধাপ-১৫: "save" -এ ক্লিক করুন

  • ধাপ-১৬: সবকিছু ঠিক-ঠাক মত হলে এ রকম ব্যানার দেখা যাবে ।

  • ধাপ-১৭: এখন ধরুন আপনি ০৫/০৩/১২ তারিখে বিকাল ৫:৩০ থেকে ৬:৩০ এই সময়ে কোন গুরুত্বপূর্ণ ঘটনা,যেমনঃ ক্লাস,পরিক্ষা,জন্মদিন........., "reminder" হিসেবে দিতে চান তাহলে , ঐ দিন (১৭) ,ঐ সময় (১৮) এর উপর ক্লিক করুন ।
  • ধাপ-১৯: "edit" এ ক্লিক করুন ।

  • ধাপ-২০: আপনার ঐ গুরুত্বপূর্ণ ঘটনার সংক্ষিপ্ত বর্ননা বা শিরোনাম উল্লেখ করতে পারেন ।
  • ধাপ-২১: কোথায় অনুষ্ঠিত হবে তা উল্লেখ করতে পারেন ।
  • ধাপ-২২: "remainder"আপনার মোবাইলে SMS আকারে কখন আসবে তা নির্ধারন করে দিন ।
  • ধাপ-২৩: যদি কোন অথিতিকে নিমন্ত্রন জানাতে চান তাহলে এখানে তার জি-মেইল এর ঠিকানা বসিয়ে "add" করে দিলেই তার মেইল এ আপনার নিমন্ত্রন মেইল চলে যাবে ।** এক্ষেত্রে আপনার নিমন্ত্রতি অতিথির গুগুল ক্যালেন্ডার-এ নিবন্ধিত থাকতে হবে এবং যদি গুগুল ক্যালেন্ডার-এর সাথে মোবাইল ফোনটিও নিবন্ধিত থাকলে অথিতির মোবাইলে নিমন্ত্রন sms চলে যাবে ।
  • ধাপ-২৪: "save" করে বেরিয়ে আসুন ।

  • ধাপ-:২৫: কোন গুগুল গ্রুপের ই-মেইল add করে দিলে ঐ গ্রুপের সব সদস্যদের কাছে নিমন্ত্রন চলে যাবে ।***এক্ষেত্রেও আপনার নিমন্ত্রতি গ্রুপের যাদের-যাদের গুগুল ক্যালেন্ডার-এ এবং গুগুল ক্যালেন্ডার-এর সাথে মোবাইল ফোনটিও নিবন্ধিত আছে তাদের মোবাইলে নিমন্ত্রন sms চলে যাবে।
  • ধাপ-২৬: ঐ গ্রুপের যাকে নিমন্ত্রন পাঠাতে না চান তার ই-মেইলটা করে কেটে দেন।

  • গুগুলে গ্রুপ খোলা না থাকলে জলদি "groups.google.com"-এ গিয়ে নতুন গ্রুপ খুলে ফেলুন !!

Level 0

আমি nowsher tanim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জটিল টিউন শেয়ার করার জন্য ধন্যবাদ।

    @Abir: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

ধন্যবাদ। প্রিয়তে রাখলাম

ধন্যবাদ
আপনার উপস্থাপনা সত্যি সুন্দর
কিন্তু এই একই বিষয়ে আগে টিউন হয়েছে

Level 0

valo

দরকারি পোস্ট

সর্ভিসটা ভালো তবে সুপ্ত বলতে আমি নারাজ !!

কারন এটা নিয়ে বিভিন্ন লেখা-লেখি দেখেছি আর আমি নিজেও ইউজ করেছি , সার্ভিস টি ভালো তবে সমস্যা হলো আপনি চাইুলে কারো মোবাইল বা ফোনে রিমান্ডার দিতে পারবেন না যদি না ঐ ফোন অথবা মেইল ফেরিফিকেশন করতে না পারেন আর অন্যের মেইল/ফোন ভেরিফিকেশন করা সত্যিই কষ্টকর 🙁

ধন্যবাদ আপনাকে।।

    @প্রিন্স মাহমুদ: @প্রিন্স মাহমুদ: এই জিনিস অনেকের কাছেই ” সুপ্ত ” !! অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে ।

    আপনার সমস্যাটার একটা ভাল দিক হল -এর কারনে অনাকাঙ্ক্ষিত রিমাইন্ডার থেকে বাচা যায় ।

    স্বাগতম আপনাকে ,সাথে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

Jottttiiiiiilllllll guro! keep it up.

“এই বিষয়ে পুর্বে কোন টিউন হয়ে থাকলে দুঃখিত” আপনার এই কথার প্রেক্ষিতে বলছি যে একটা বিষয় নিয়ে কখনো টিউন হলেই যে সেটা নিয়ে আর টিউন করা যাবেনা এমন কোন কথা নেই। এই বিষয় টি নিয়ে আমি টিউন করেছিলাম ১ বছর আগে। সেটা ছিল টেকটিউনস-এ আমার প্রথম টিউন।

আমার টিউন টি পাবেন নিচের লিঙ্ক-এ…
https://www.techtunes.io/internet/tune-id/65409

আপনার উপস্থাপনা সুন্দর হয়েছে। ধন্যবাদ।

    @জাহিদ হাসান: ভাই কষ্ট করে টেকটিউনস-এর নীতিমালা পড়ি নাই , কতগুলো টিউনে এই কাহিনি দেখে ধরেই নেয়েছিলাম ইহা,মানে একই বিষয়ে পুনরায় টিউন, মহা পাপ।

    চিমটি, এটাও আমার টেকটিউনস এবং কোন ব্লগে প্রথম লেখা ।

    মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আমি অনেকদিন যাবত ব্যবহার করছি। দারুন সার্ভিস

vaia onek thank you. erokom post korar jonno. vaia google er servis niye aro kichu post koren amader onek upokar hobe.. please … korbento?