ফ্রী ভিপিএন (VPN) সার্ভিস। PdProxy ব্যবহার করে নিজের আইপি কে সম্পূর্ণ লুকিয়ে ফেলুন। পাশাপাশি নিন আইএসপির ফুল স্পিড।

আসসালামু আলাইকুম

আজকে আপনাদের কে একটি ফ্রী ভিপিএন সার্ভিস এর সাথে পরিচয় করিয়ে দিব। ভিপিএন ব্যাবহার করার সুবিধাঃ

" টেম্পোরারি ইমেইল এড্রেস দিয়ে আর সাইন আপ করা যায় না । আপনার জেনুইন ইমেইল দিয়ে 'সাইন আপ' করুন "

১) আজকাল অনেকেই হ্যাকারদের কবলে পরছেন। এটি দিয়ে নিজের আইপি সম্পূর্ণভাবে লুকাতে পারবেন। এতে হ্যাকারদের হাত থেকে বাচা যায়। 😀

২) আইএসপি এর কাছ থেকে নেট এর ফুল স্পীড পাবেন।

৩) ব্লক করা সাইট ভিজিট করতে পারবেন। বিশেষ করে চায়না / জাপান এ। অথবা বিশ্ববিদ্যালয় এ।

৪) এই সার্ভিস এ কোনো প্রকার এড নেই।

৫) সম্পূর্ণ ফ্রী সার্ভিস।

৬) ডিস্কানেকড হয় না। এবং এটি বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকান আইপি ব্যবহার করে। 😀 তাই মাইক্রওয়ারকারস এর মত সাইট গুলো নিশ্চিন্তে ব্যবহার করুন । 😀

অসুবিধাঃ এটি দিয়ে আপনি টরেন্ট ডাউনলোড করতে পারবেন না।

এবার আসা যাক কিভাবে ব্যবহার করবেন। এই সার্ভিস টি প্রদান করছে PdProxy । এটির একটি ফ্রী অ্যাকাউন্ট এ প্রতিদিন ১০০ মেগাবাইট করে ৩০ দিন ব্যবহার করতে পারবেন। অর্থাৎ প্রায় ৩ গিগা। একাধিক একাউন্ট করে নিলে যতখুশি ব্যবহার করতে পারবেন।  🙂

১) প্রথমে PdProxy এর সফটওয়্যার টি নামিয়ে নিন। এটি পোর্টেবল , তাই পেনড্রাইভ এ করে সাইবার ক্যাফে তে বসে ব্যবহার করতে পারবেন।

PdProxy
Click here to download

২) এরপর ফ্রী অ্যাকাউন্ট বানিয়ে নিন। অ্যাকাউন্ট করতে এখানে ক্লিক করুন

৩) একাধিক অ্যাকাউন্ট এর জন্য ইউসারনেম ধারাবাহিক অর্থাৎ Name001/Name002/Name003… হলে ভাল। মনে রাখা সহজ। পাসওয়ার্ড ভিন্ন ভিন্ন দিবেন। ইউসারনেম এবং পাসওয়ার্ড একটি নোটপ্যাড এ লিখে সেভ করে রাখবেন।

Sign Up process

৪) এবার আমরা Temporary ইমেইল ব্যবহার করব। এইখানে যান। www dot 10minutemail dot org . সাইট এ এন্টার করলেই একটি ইমাইল পাবেন। এটি কপি করে ফরম এ পেস্ট করুন কিন্তু 10minutemail এর পেজ টি ক্লোজ করবেন না। মেইল কনফার্ম করার জন্য লাগবে। সাইন আপ শেষ করুন ।

৫) এরপর 10minutemail এর পেজ টি রিফ্রেশ করুন এবং ইনবক্সে আসা মেইল টি কনফার্ম করুন।

ফিনিশ!! 😀 আপনার ফ্রী অ্যাকাউন্ট হয়ে গেল। এভাবে ১০/২০ টি একাউন্ট করে নিন। প্রতিটি আইডি  ১০০ এমবি করে নেট পাবেন।

৬) এবার কিভাবে কানেক্ট করবেন দেখা যাক। প্রথমে ডাউনলোড করা ফাইল টি এক্সট্রাক্ট করুন।

৭) এরপর PdProxy.exe ফাইল এ ডাবল ক্লিক করুন। হার্ডওয়্যার ইন্সটলের জন্য Continue Anyway / Allow / Yes চাপুন।

৮) এবার ইউসারনেম ও পাসওয়ার্ড দিয়ে ‘’Connect’’ এ ক্লিক করুন। ব্যাস !! আপনি কানেক্টেড। 😀 😀 😀

৯) আপনার অ্যাকাউন্ট এর বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করে লগিন করুন।

Usage

১০) সার্ভার ডিটেইলস । বেশিরভাগ ইউএস সার্ভার। 🙂

 

ধন্যবাদ। 🙂

Level 0

আমি মোঃ নাজমুস সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 409 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের টিউন তবে আমার কাছে Hotspot Shield টা অনেক ভাল লাগে, ধন্যবাদ

Level 0

ভাই প্রক্সি ব্যাবহার করলে মাইক্র তে তো ব্যান করে দেয়।

Unique Gifts

    @sharif1234: এটাতে প্রক্সি ডিটেকশন এর প্রবনতা কম। সম্ভাবনাও কম। তবে একেবারে যে ব্যান করবে না তা বলা যাচ্ছে না। সাবধানতা রাখলে ব্যান হোয়ার কথা না।

Level 0

eta korle to speed onek kome jacche, ki kora jay?

Level 0

Invalid Email Address boltese 10minutemail er jonno

Level 2

invalid dakhye email

connect hoy na..ai massage:
Initializing Engine…
PD-Proxy VPN, Inc
Tunnel Engine v2.1.9 Build Date 04/19/2012
Connecting to UDP Server…
Scanning open ports…
Open port 9200 found…
Authenticating…
Your account is currently in trial mode.
You can only login to our DEMO SERVER!
Please upgrade your account to premium to use our premium servers!
Tunnel sucesfully terminated!

Click the connect button to start again…

    @nabilmusfiqur: আপনি ”Server & Protocol” অপশন থেকে ”Demo Server” নির্বাচন করুন। তাহলে কানেক্ট হবে। অন্যান্য সার্ভার দিয়ে কানেক্ট করতে হলে টাকা লাগে।

কানেক্ট হয় এবং DU meter এ স্পিড ডাবল দেখায় কিন্তু ডাউনলোড স্পিড আগে যা ছিল তাই আছে ।

    @রানা: আপনার যে ব্যান্ডঊইথ চালান সেই ব্যান্ডউইথ এ সরবোচ্চ স্পীড পাবেন। ব্যান্ডউইথ থেকে বেশি স্পীড পাবেন না।

Level 0

ভালো টিউন। তবে আমার কাছে প্রক্সির জন্য টরটাই সবচেয়ে সহজ ও কার্যকর মনে হয়।

    @Ashik72: টর আমিও ব্যবহার করি। ভাল কিন্তু স্পীড কমে যায়। এটি ব্যবহার করলে স্পীড ভাল থাকে। সব ব্রাউসার ব্যবহার করা যায়। সমস্যা হয় না।

Level 0

Vai ami mail comfarm kortasi nt bar bar e invalid activation code show kortase.

    @Rashik: মেইল এর URL এ লক্ষ করে দেখবেন Trial শব্দ টা আছে। ওটা মুছে দিয়ে এন্টার চাপুন। কনফার্ম হবে শিওর।
    ধন্যবাদ।

Level 0

ভাই একটা ই-মেইল আইডি কি শুধু ৩০ দিন use করতে পারব………

@Raমেইল এর URL এ লক্ষ করে দেখবেন Trial শব্দ টা আছে। ওটা মুছে দিয়ে এন্টার চাপুন। কনফার্ম হবে শিওর।
ধন্যবাদ।

aita Pore To Kichui Bhujha Jacchena……
Kon Shobdota Muche Dite Hobe??

Level 0

ami qubee 128 die full speed pacchi na. Ami pt proxy te premium account kinle full speed pabo???

Level 2

superb!!

Level 0

এখন ত আর কাজ ই করে না, Invalid Email Address দেখায়। অন্য কোন উপায় আছে?

Level 0

vai link a problem ase.404 not found dekhay

Level 0

ai likha ase:
Not Found

The requested URL /PD-Proxy_2.1.9.zip was not found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.
Apache Server at downloads.pdproxy.com Port 80

Level 0

ai likha ase down hoy na:
Not Found

The requested URL /PD-Proxy_2.1.9.zip was not found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.
Apache Server at downloads.pdproxy.com Port 80

এটা ব্যবহার করলে কি নিজের ইমেইল সহ অন্যান্য পাসওয়ার্ড হ্যাক হওয়ার কোন সম্ভাবনা আছে ? জানাবেন আশা করি …।। ( মানে pd-proxy কি নিজেই এ ধরনের কাজ করতে পারে ?)

না পাসওয়ার্ড হ্যাক হইলে PD-Proxy এর এতো নাম হইতো না। এটি সিকিওর HTTPS কানেকশন ব্যবহার করে। তাই এটা হ্যাক করা সম্ভব না। হ্যাক হইলেও ডাটা গুলি Encrypt করা থাকবে। অর্থাৎ ডাটা হ্যাকারের কোনো কাজে আসবে না।
সুতরাং আপনি সম্পূর্ণ সেফ।

Level 0

tor abar ki??eta die free chalano jay?

Level New

vai thanks kaj hoise.
kintu sathe problem o ache. IDM diya download korte parchi na. kivabe setting ta korbo aktu janaben plz….

arekta kotha 1ta account to 30 din bebohar kora jabe. 30 din pore ki amake notun kore account khulte hobe naki agertai use korte parbo?

Level New

ভাই এখন দেখি স্পিড একে বারে লো কি করা যায়?

pd proxy premium voucher generator ase karo kase?
abong fileice.net er premium account generator Thakle awaj diyen.

Level 0

ভাই ভাল আছেন
আমার প্রোব্লেম টা হল সব ঠিক কিন্তু ডিস্কানেক্ট করার পর দেখি এম বি কেটে নিছে
আমি সিটিসেল use kori