আসুন আপনি, আমি এবং আমরা সবাই আমাদের প্রিয় বাংলাদেশকে জানি (part-৩)

চট্টগ্রাম সমুদ্র বন্দর:

চট্টগ্রাম বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর। এটি কণফুলী নদীর মোহনা থেকে প্রায় ১৩ কি.মি. অভ্যন্তরে অবস্থিত। বঙ্গোপসাগরের ১৪ নটিক্যাল মাইল উপকূল এলাকা নিয়ে এই বন্দর গঠিত। ১৯৪৭ সালে ভারত বিভক্ত হবার পর থেকে এই বন্দরের বাণিজ্যিক কাযক্রম শুরু হয়। যদি ও খ্রীস্টপূব ৪০০ বছর আগে চট্টগ্রাম বন্দরের কাযক্রম সম্পকে কিছু তথ্য জানা যায়।  সপ্তম শতাব্দীতে  আরব  বণিকদের  কাছে  সামুন্দা এবং সেটগাং এবং পরবতীতে ষোড়শ শতকে  পতুগীজ বণিকদের কাছে পোট গ্রান্ডি  নামে পরিচিত ছিল। ১৫৭১৭ সালে পতুগীজ নাবিক ক্যাপ্টেন জোয়াদা সিলভারিয়া তার লোপুসুয়ানা জাহাজ নিয়ে এ বন্দরে সবপ্রথম আসেন। উনবিংশ শতাব্দীতে ইংরেজ নাবিকদের ব্যাপক বাণিজ্যিক ব্যবহারের কারণে চট্টগ্রাম বন্দরের  প্রাতিষ্ঠানিক কাযক্রম  শুরুর প্রয়োজনীয়তা দেখা দেয়। স্বাধীন দেশের উপযোগী করে ১৯৭৬ সালে গঠিত হয় চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ।

মংলা সমুদ্র বন্দর:

মংলা সমুদ্র বন্দর স্থাপিত হয় ১ ডিসেম্বর, ১৯৫০ সালে। এটি বাগেরহাট জেলার পশুর এবং মংলা লুনা নদীর সংগমস্থলে অবস্থিত। এই বন্দরে আগত প্রথম জাহাজ সিটি অব লিয়ন্স, ১১ ডিসেম্বর, ১৯৫০ সালে। এই বন্দরে মোট জাহাজ ভিড়ানোর সুবিধা ৩৪টি এবং ৫টি জেটি রয়েছে। এখানে চ্যানেলের গভীরতা ৭-৮ মিটার। এর কন্টিনার ইয়াড রয়েছে ৩টি।

মাধবকুন্ড ঝরণা:

বাংলাদেশের প্রধান নৈসগিক জলপ্রপাত হল মাধবকুন্ড জলপ্রপাত। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা সদর থেকে ১২ কি.মি. দূরে মাধবকুন্ড নামক স্থানে অবস্থিত। পাথারিয়া পাহাড় থেকে এ জলপ্রপাতটির উৎপত্তি। প্রায় ২৫০ ফুট উঁচু পাহাড় থেকে খাড়াভাবে পানি অবিরাম নিচে পড়ে। মাধবকুন্ড জলপ্রপাত শুধু যে পযটকদের আকষণীয় স্থান তাই নয়, হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি তীথস্থান।

হিমছড়ি ঝরণা:

কক্সবাজারের অদূরে অবস্থিত হিমছড়ি পাহাড়ে হিমছড়ি ঝরণা অবস্থিত। এ ঝরণাটি নৈসগিক সৌন্দযের লীলাভূমি। পাহাড় বেষ্টিত সমুদ্রতট এবং একটি মিনি জলপ্রপাত এর সৌন্দযকে আরো বাড়িয়ে দিয়েছে। এখানে বসেই বঙ্গোপসাগরের সূযাস্ত অবলোকন করা যায়। সম্প্রতি এখানে সিলিকন নামক মূল্যবান খনিজ পদাথ পাওয়া গিয়েছে। এখানে হিমছড়ি ঝরনা ব্যতীত হিমছড়ির অনেকগুলো ছবি দেওয়া হয়েছে।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন পোস্ট।
আপনার প্রচেষ্ট সফল হোক।
অনেক অনেক ধন্যবাদ।

asolei nice. Bangladesh ke janar jonno ai rokom post ar pai ni . next tar jonno wait korci . many many thanks rokibul vai…………………………….