চায়না মোবাইল (Micromax Q7) দিয়ে PC/Laptop এ GPRS/EDGE কানেকশান দিন খুব সহজে।

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
এখানে আপনাদের জন্য ছোট কিছু উপকারি software নিয়ে post করেছি।
আপনাদের অনেকের কাছে হয়ত Micromax Q7 Mobile phone আছে, এবং এটি দিয়ে EDGE Modem হিসেবে Computer এর সাথে যুক্ত করে ইন্টারনেট ব্যাবহার করতে চান। অনেক চেষ্টা করেও যারা পারেন নি। তাদের post টা উপকারে আসবে।

১। প্রথমে Micromax Q7 Mobile modem driver টি ইন্সটল করুন।

২। Control Panel\Phone and Modem Options এ গিয়ে sure হয়ে নিন আপনার মোবাইলটি মডেম হিসেবে পেয়েছে কিনা। না পেলে আবার চেষ্টা করুন।

৩। এবার Micromax Q7 Phone suit টি ডাউনলোড করুন এখান থেকে
Micromax Q7 phone suit

৪। ডাউনলোড করার পর ফোল্ডার টি unzip করুন এবং তার ভিতরে PhoneSuite.exe নামক ফাইল টি তে ডাবল ক্লিক করুন।

৫। PhoneSuite.exe টি run হলে প্রথমে Settings>General tab এ গিয়ে COM port টি select করুন।

৬। Settings> Create Connection tab এ গিয়ে আপনার SIM Operator এর GPRS Settings টি Set করুন (তার জন্য Operators: List থেকে একটি Name রেখে বাকি সব Delete করে দিন এবং New/Modify করে আপনার Settings টি Set করুন)।

৭। Create বাটনে Click করুন। GPRS/EDGE Connection তৈরি হয়ে যাবে।
৮। এখন Dial Up tab এ গিয়ে আপনার তৈরি করা Dial up Connection টি দেখতে পাবেন। এখানে Dial up বাটনে Click করুন। ইন্টারনেট কানেকশান হয়ে যাবে।

আপনাদের উপকারে আসে আমন আরো কিছু Software Share করলাম।

0১. Age Calculator

0২. Deleted File Recovery

0৩. 7-Zip All in one file compressor/Extractor

আমার পোস্ট টি ভালো লাগলে Comments করবেন।

ইচ্ছা করলে এই সাইটে একটু ঘুরে আসতে পারেন।
http://www.techshare.biz.nf

Level 0

আমি ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ভালো জিনিস দিলেন। উপকৃত হলাম। Micromax Q7 নিয়ে আরো টিউন করুন।

ভারতীয় মোবাইল নিয়ে টিউন করা উচিৎ হয় নাই।