নিত্য নতুন ধোঁকাবাজি

আজ হটাৎ এক ফ্রেন্ড আমাকে চ্যাটে একটা ওয়েবসাইটের এ্যাড্রেস দিয়ে বলল এখানে নাকি কিছু অল্প কাজ করে দিলেই মোবাইলে ৩০০ টাকা ফ্লেক্সি করা হয়।অবাক হলাম।আচ্ছা চেখে দেখি। সাইটের লিঙ্কঃ http://bdearn.xtgem.com/

দেখুন সাইটে কি বলছেঃ

রহস্য উদ্ধারে নেমে আমি নিজের পেঁচিয়ে গেলাম।মার্ক করা পয়েন্ট গুলো খেয়াল করবেন।অতঃপর আমি নামলাম সাইটের সোর্স কোড নিয়ে গবেষনায়।

সেখানে পেলাম কিছু মজার জিনিসঃ

যে দুইটা পেজের লাইক বাটন দেয়া হয়েছে সেই দুইটা পেজ এর খোঁজ।

https://www.facebook.com/pages/Night-club/231303330273714

http://www.facebook.com/grotesque.fun.fuss

সেখানে গিয়ে আরো এক দফা অবাক হবার পালা

পেজের নাম নাইট ক্লাব।পেজের নামের নিচে তিনটা ছবি দেখা যাচ্ছে।তিন নম্বরটা দেখেই বুঝলাম কি পেজ এটা

অপর পেজ টা নিছক হাস্যরস বলে মনে হলো।

খুঁজে বের করলাম অ্যাডমিন মহাদয় কে

নাইট ক্লাবের মালিকঃ সানি বয়(???) সুলতান

ফান পেজের মালিকঃ কুমার কুন্ডু

দুইজনেই বগুড়া ক্যান্ট পাবলিকে পড়ে।একজন আরেকজনের বন্ধু।

আমি মোবাইল রিচার্জের রহস্য খূঁজতে গিয়েছিলাম।কিন্তু সেখানে কেঁচো খূড়তে গিয়ে সাপ বেড়িয়ে গেলো।নাইট ক্লাব যে আসলেও নাইট ক্লাব তখন বুঝলাম।পেজে এমন কিছু ছবি পেলাম যেটাকে অশ্লীলতার শেষ ধাপ বলা যায়।লিঙ্কটা দেয়া ঠিক হবে কিনা জানি না।তাই দিলাম না।তবে আমি সেটার স্ক্রিনশট রেখেছি।

দেখলাম নাইট ক্লাবে কিছু মেয়ের ছবি অনুমোদন ছাড়াই দেয়া হয়েছে।ছিলাম কোথায় এলাম কোথায়।

ফিরে আসি মূল কথায়।আমি টাকার রহস্য জানার চেষ্টা করতে গিয়ে মূল সাইটের সোর্স কোডে অন্য একটা সাইটের লিঙ্ক পেলাম http://scsoft.tk/

মূল পেজের নিচের দিকে একটা লোডিং বার দেয়া আছে।সেখানে বলা হচ্ছে সব টাস্ক কমপ্লিট করা হলে টাকা দেয়া হবে।লোডিং বার এর চলমান অবস্থা বোঝাচ্ছে কাজ হয়নি।কিন্তু বারটা যে কখনোই থামবে না সেটা অনেকেই জানেন না কারন এটা ডায়নামিক ইমেজ নয়।সাধারন একটা ইমেজ ফাইল।এটা এভাবেই থাকবে সারাজীবন।

সাইট টা ফ্রী সাইট বিল্ডার থেকে বানানো হয়েছে বলে তেমন কোন ইনফো পাওয়া গেলো না।মজার কাহিনি হলো মেইন সাইটের দুই কর্তাব্যাক্তি মানে দুই পেজের মালিকের একজন যিনি নাইট ক্লাবের মালিক উনি উনার ফেসবুকে ষ্ট্যাটাস দিয়েছেন

উনি লিখেছেন উনি ৬২০ টাকা উপার্জন করেছেন।কথা হলো সাইটে লেখা আছে ৩০০ টাকা দেয়া হবে।আমি যতো টুকু অংক জানি তাতে ৩০০ র দ্বিগুন ৬০০ এবং তিনগুন ৯০০।মাঝখানে ৬২০ কোথা থেকে আসলো জানি না।বোঝা বড় দায়।সাইটের কোথাও লেখা নেই সর্বোচ্চ্ ৩০০ টাকা কিংবা সর্বনিম্ন ৩০০ টাকা।তাহলে সেটার এমন ভগ্নাংশ কিংবা বলা যায় ভগ্ন দশা হলো কিভাবে?কঠিন প্রশ্ন।

 

আরো কিছু জিনিস পেলাম এদের মাদার সাইট অর্থাৎ http://scsoft.tk/ তে গিয়ে।তাদের ফোরামে একজন লিখেছে

তিনি আনন্দের সহিত কথা গুলো বলেছেন বলে অন্তত আমার মনে হয়না।

আমি এখনো পর্যন্ত একজন ও পেলাম না যিনি বললেন আমি টাকা পেয়েছি।সবাই এ্যাড দিয়ে যাচ্ছেন।কিন্তু কেই টাকা পাননি।আমার ফ্রেন্ডলিষ্টের মধ্যেও বেশ কয়েকজনকে পেলাম যারা অ্যাড দিয়ে যাচ্ছে এই সেইম টাইপের কিছু সাইটের।সব গুলোর ডিজাইন এবং কাজের থিম একই।কিন্তু পেজ এবং মালিক আলাদা।

এরকম করে মানুষ কে বোকা বানানোর কোন দরকার আছে?সত্যিই অবাক হয়েছি এদের নিত্য নতুন পলিসি দেখে।

a

আমার নিজের ব্লগে এই লেখাটিঃ http://blog.oritro.com/148/

Level 0

আমি asas xcxc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এসব (কুত্তাদের) পোলাপাইন দের জুতাপেটা করলেও গায়ের রাগ থামবেন না।
(সরি ফর ইউজ ব্যাড ল্যাংগুইজ)

Level 0

৩০০ টাকা কি গাছে ধরে?

Level 0

kick these 2 boy’s

আমার ফেসবুক ওয়ালেরও সেইম অবস্থা।
চুতিয়াদের কে বোঝাবে যে টাকা বলদের……দিয়া আসেনা!!!

মজা লাগল। ফেসবুকে রিপোর্ট করা দরকার।

Level 0

eder vaggo valo je 300 dollar bole na.

Level 0

superlike post!!
টেকটিউনস এর মডারেটর দের কাছে অনুরোধ আপনারা দয়া করে এই জাতীয় পোস্ট নিষিদ্ধ করুন………….
মানুষের লোভের সীমা নেই…যতই বোঝানো হোক…এটা চলতেই থাকবে…….

    @RJ Sourav: ভালো করে উল্লেখ করে দেন কোণ ধরনের পোষ্ট,নাইলে আবার আমারটাই উরায়ে দিতে পারে

Level 0

অনেক ধন্যবাদ। এদের এবং এরকম প্রতারকদের চিনে রাখুন। প্রতিরোধ করুন। সর্বত্র প্রচার করে দিন।

রিপোর্ট করে দিলাম।

Level 0

এই মাত্র একটা পাইলাম দেখেন তো http://scsoft.tk/site_free_recharge.html

Level 0

scsoft এর ওনার কে আমি ভালো মতো চিনি… অনলাইন এ দান্ধাবাজী করাই ওর কাজ…

Level 0

চেইন টিউন করে ফেলুন ।

    @sbn5233: উবুন্টূ নিইয়ে চেইন টিউন করবো।মানুষের বোকামী ধরিয়ে দিতে ভালো লাগে না।তবূও দিতে হয় কারন নিরিহ মানুষ না বুঝেই এদের খপ্পরে পরে

Level 0

moja pailam. and thanks for ur info.

Night Club এর ছবি সব সরিয়ে ফেলেছে…………………

Sherlock Holmes

Level 0

প্রিয় বন্ধু, আমিও ইন্টারনেট থেকে রোজগার করতে চাই…….কিন্তু ধোঁকাবাজী ……..আপনার টিউন থেকে নতুন কিছু শিখলাম…. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ..

    @kedar2222ঃ নেট থেকে রোজগারের জন্য ভালো হয় যদি পিটিসি টাইপের কিছুতে না গিয়ে ইন্টারনেট এর কোন একটা বিষয়ে,যেমন ওয়েব ডিজাইন,ওয়েব ডেভোলপমেন্ট,গ্রাফিক্স ডিজাইন,এস ই ও,ওয়ার্ডপ্রেস এক্সপার্ট,জুমলা এক্সপার্ট <এ সবের কোন একটা তে এক্সপার্ট হন,বাকি গুলোতে ভালো ধারনা রাখুন।সলিড ভাবে ইনকাম করতে পারবেন

অনেকেকেই না জেনে তাদের কথামতো লাইক বাটনে প্রেস করছে, আর ব্যপারটা সব জাগায় শেয়ার করছে… ফেসবুকের ফ্যান পেইজ বেচা-কেনা জমানোর লক্ষে কতটা অধপতন হতে পারের মানুষের মন-মানসিকতার, ভেবে অবাক হতে হয়…

    @ডিজে আরিফ: আরে আরিফ ভাই,অনেক দিন পর? সত্যই পোষ্ট টা লিখতে গিয়ে খারাপ লেগেছে।নিজের জাতীকে বোকা বানাতে এদের এক বার ও বাধে নাই।

vai apnar onusondhan dakha mugdho. “onlineaddclick.net” bola akta ptc site asa. ai company bola Australiar. Kintu amr sondaho asa. apne jode doea kore ai site tar somporka khoj khobor nea amake janaten. tahole upokrito hotam. english a lakhar jonno dukkhito. apnar contact no. ta paila valo hoto. Thanks.

Level 0

I am scsoft. I am the woner of http://www.scsoft.tk. Now tell me what’s the problem? Have you any problem?

Level 0

Where is tune writer?

চরম লেখছেন রে ভাই