AdSense এর টাকা Check করার জন্য Google Chrome এর একটি ধারুন Extension.

যে যেখানেই থাকুন সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকল পাঠক ও প্রিয় টিউনার ভাই সবাই ভাল আছেন। ভাল থাকেন সুস্থ থাকে এটাই সবার কাম্য। আজ আপনাদের জন্য ছোট একটি পোস্ট নিয়ে আবারও হাজির হলাম Comment না পাওয়ার উপযোগী আপনাদের ছোট ভাই মোঃ আল মামুন । আশা করি যাদের AdSense অ্যাকাউন্ট আছে তাদের কাজে লাগবে আমার এই পোস্টটি। আর যাদের Ad Sense এর Account নাই তাদেরও কাজে লাগবে ভবিষ্যৎ এর জন্য।

Ad Sense এই Extension টি ব্যবহার করে আপনি গতমাস, চলতিমাস, গতকাল এবং আজ AdSense থেকে কত টাকা Earning করেছেন তা এই Google Chrome এর Extension এর মাধ্যমে চেক করতে পারবেন। এটি আপনার AdSense আকাউন্টে কত টাকা আছে তা দেখাবে Life Time Revenue Data থেকে।

এখন থেকে আপনার উপার্জিত AdSense এর টাকা চেক করতে পারবেন একবার লগইন করার পর। এই জন্য বারবার লগইন করার দরকার নেই।
১. প্রথমে এখান থেকে Ad Sense Extension টি ইন্সটল করে নেন Google Chrome এর জন্য।
২. এক্সটেন্সানটি ইন্সটল করার পর এরকম একটি আইকন দেখতে পাবেন। এখানে Allow বাটনে ক্লিক করুন।

3. এখন আপনার Ad Sense Account লগইন করুন ( যদি Ad Sense এর Account লগইন না থাকে)
তারপর Grant Access এ ক্লিক করুন।

 

 

 

 

৪. এখানে আপনার Ad Sense এর মাধ্যমে কত টাকা রোজগার করলেন তার একটি সারাংশ এই Toolbar icon এর মাধ্যমে দেখতে পারবনে।

সর্বশেষে আপনাদের একটি বিষয়ে যানাতেই চাই যেঃ যেহেতু এটি একটি গুগল এর অফিসিয়াল এক্সটেনশন, তাই আপনার অ্যাকাউন্ট নিরাপত্তা বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারুন নাই। ভাল হোক মন্দ হোক Comment করে জানালে খুশি হব।

বিঃদ্রঃ- (ঢাকা সিটির বাহিরে নারায়ণগঞ্জ, সোনারগাঁয় internet ব্যবহার করার জন্য কোন Company এর মডেম ভাল এবং speed বেশি । জানা থাকলে আওয়াজ দিবেন Please.)
আমার সাইটে visit করার জন্য এখানে একটি ক্লিকই যথেষ্ট।

Level New

আমি মোঃ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 783 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i have not interested to give my biographical information.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

BandLuxw modem ta valo ami use korche mamun vai

আপনার ব্লগ সাইটটি ভিজিট করলাম। আপনি এখনও ডিফল্ট Slider পরিবর্তন করেননি এবং ক্যাটাগরিগুলো ডিফল্ট রেখেছেন। HTML এডিটিং অপশন থেকে পরিবর্তন করে নিন। Template টি হয়তো btemplate থেকে ডাউনলোড করেছেন, পোস্ট ভালমানের হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

    @Prodip Chandra Sutradhar: প্রথমে ধন্যবাদ Comment করার জন্য প্রদিপ ভাই। ঠিক বলেছেন আমি এখনও Slider গুলো ঠিক করিনি। তবে অতি তারাতারিই পরিবর্তন করে ফেলব।/

ধন্যবাদ খালিদ ভাই , আপনার ফোন নাম্বার দেওয়ার জন্য। এবং রাতে বিরক্ত করার জন্য দুঃখিত ।

kamer jinish! thanks! 😀