ফায়ারফক্স এর জন্য মঝার মঝার Funny Tricks.

সবাইকে সালাম এবং শুভেচ্ছা। সকল ভাইবোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং ভাল থাকবেন এই কামনা করি। আজ আপনাদের জন্য কিছু ফায়ারফক্স এর Funny Tricks নিয়ে এসেছি। যাহা আপনাদের অনেকের কাজে, এবং ভাল লাগতে পারে। আর ভাল লাগার জন্য ফায়ারফক্স আপনাদের জন্য ফায়ারফক্স এর কিছু Fuuny Tricks করে রেখেছে। তাই আজ আপনাদের মাঝে এই Funny Tricks গুলো দিয়ে আমার আজকের অবসর অতিবাহিত করলাম। চলুন দেখি ফায়ারফক্স এর কি কি funnyTricks আপনাদের জন্য ।

১। আপনার ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করেন। তার পার নিচের লিংকটা Copy করে ফায়ারফক্স এর অ্যাড্রেস বারে Past করে Enter এ ক্লিক করুন। তারপর আপনি নিজেই তার লাইভ দেখতে পারবেন, আপনার ফায়ারফক্সটি Automatic ভাবে Screen টি কোথাও popup হবে।
লিঙ্কঃ- chrome://global/content/alerts/alert.xul

২। আপনাকে ফায়ারফক্স এর মধ্যে নতুন একটি Teb খুলতে হবে। আপনি ইচ্ছা করলে একই Screen এ একাধিক Teb খুলতে পারবেন। নিচের চিত্রে দেখুন।

সাধারণত আমার যেভাবে New Teb ওপেন করি।

আর যখন Funny trick ব্যবহার করেন তাহলে Result হবে এরকম।

লিঙ্কঃ- chrome://browser/content/browser.xul

৩। আমরা অনেক সময় ফায়ারফক্স এর Cookis,Temporaryfile Delete,ProxySetting, Defult page,Security Setting,Advanced Setting ব্যবহার করার জন্য ফায়ারফক্স এর Tools>Option এ গিয়ে যেতে হয়। এটা সহজ নিয়ম। তবে আপনি নিচের Fuuny লিঙ্কতি ব্যবহার করে উপরের কাজগুলো করতে পারবেন। নীচের লিংকটি Copy করে Address বারে Passt করে Enter করুন। তাহলে নীচের ছবির মত অপশন বার আসবে।


লিঙ্কঃ- chrome://browser/content/preferences/preferences.xul

৪। আমরা যখন কিছু কিছু ওয়েব সাইট প্রতিদিন বা মাঝে মাঝে ব্রাউজ করি তখন সেগুলোকে Favorites এর রাখি যাতে প্রবর্তিতে অ্যাড্রেস বারে Type করতে না হয়। যখন আপনার দৈনন্দিন কাজের বা Visit করার জন্য যে অয়েব সাইটটি Favorites এ রেখেছেন,সেখান থেকে সরাসরি ক্লিক করে ঐ ওয়েব সাইটে প্রবেশ করতে পারবেন। Favorites কে ফায়ারফক্স এর ভাষায় Bookmarks বলা হয়। আপনি নীচের লিঙ্কটি ফায়ারফক্স এর অ্যাড্রেস বারে Passt করে Enter করে সরাসরি ফায়ারফক্স এর Bookmarks এ প্রবেশ করতে পারবনে। তবে আমার মতে ম্যানুয়ালি অনেক সহজ। যেহেতু আমি টিউনের শিরনামেই বলেছি (ফায়ারফক্স এর জন্য কিছু Funny Tricks)। ফায়ারফক্স এর কোন ওয়েব সাইট Bookmarks করার জন্য শর্টকাট কী হচ্ছে ( Ctrl+D).

লিঙ্কঃ- chrome://browser/content/bookmarks/bookmarksPanel.xul

৫ । এই Funny tricks টি আমার খুবি প্রিয়। আপনি যে যে ওয়েব সাইটে Visit করেছেন তা এখানে History হয়ে থাকে। ব্যবহার করে দেখেন। আশা করি ভাল লাগবে আপনাদের।

লিঙ্কঃ- chrome://browser/content/history/history-panel.xul

৬। আপনি ভাবছেন আপনার ফায়ারফক্স এর Cookies গুলো কিভাবে Delete করবেন। নীচের Funny Tricks ব্যবহার করে দেখুন। কিভাবে আপনাকে এই Funny Tricks কিভাবে Cookies কে Delete করার সুবিধা দিবে।

লিঙ্কঃ- chrome://browser/content/preferences/cookies.xul

৭। আপনি নিজে এই Funny link টি ব্যবহার করে দেখুন। পরে আপনাকে কি করতে হবে, তা নিজেই যেনে যাবেন।

লিংক- chrome://browser/content/preferences/sanitize.xul

৮। আর যত খুশি মঝার মঝার ফায়ারফক্স এর Get Add-ons, Extensions, Appearance, Plugins নিয়ে নেন এখান থেকে।

টেকটিউনের সম্মানিত পাঠকেরা আজ এই পর্যন্ত। ভাল থাকবেন ফায়ারফক্স এর Funny Tricks এর সাথে। জানি না এই টিউনটি আপনাদের ভাল লাগবে কি না। ভাল-মন্ধ যাই হোক সব দায় আমার। কম সময়ে যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করার ।

সবার মঙ্গল কামনা করছি , নতুন বছর সবার জন্য হোক সুন্দর শুভ। খোদা হাফেজ।

যদি সময় থাকে আমার ব্লগে একবার ডু মেরে আসবেন। আমার ব্লগে Visit করতে এখানে ক্লিক করুন।

Level New

আমি মোঃ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 783 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i have not interested to give my biographical information.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুগল ক্রোম এর কিছু ট্রিক দিন প্লিজ

আপনার সাইটে গেলাম কিছু বুঝিনা ইংরেজীতো তাই।
তাবে এটা বুঝলাম যে এটি একটি ভারী সাইট যা কিনা লিমিটেড নেটের জন্য ফ্রেনডলী না।
তবে ট্রিকস গুলা জটিল।

    @abdus salam 120: ধন্যবাদ, টেকটিউনের মাধ্যমে আমার সাইটে Visit করার জন্য। আমার সাইটটা হালকার করার চেষ্টা করতাছি। আবারও ধন্যবাদ Comment করা জন্য।

দারুন…

    @rasel japan: ভাই ধন্যবাদ Comment করার জন্য। রাসেল ভাই জানতে পারি আপনি কথায় থাকেন।

Level 0

ভাই জটিল হয়েছে …………ধন্যবাদ.

আমার সাইটটা কেমন হয়েছে http://www.alormela.org

প্রথমে ধন্যবাদ Comment করার জন্য। আপনার সাইটটা ও খুব সুন্দর হয়েছে। চালিয়ে জান।

Level 0

ধন্যবাদ মামুন ভাই।

খুব সুন্দর!!!
@মোঃ আল মামুন: আপনার ব্লগে উপরের মেনুবারটা কিভাবে করলেন? কোডটা পেলে খুব ভাল হয়। অনেকদিন ধরে এমন একটা মেনুবার খুজছি।

    @শিমুল: ধন্যবাদ Comment করার জন্য। আপনার যদি ব্লগস্পট এর সহযোগিতা আমাকে SKype তে ঙ্ক করুন। আমার Skype এর ইউজার name হচ্ছে almamun337.

Level 0

চমৎকার হয়েছে। চালিয়ে জান pls…

অসাধারণ। আপনার ব্লগটা আরো অসাধারণ 🙂
আপনার কিছু হেল্প দরকার, যদি সমস্যা না থাকে FB আইডি টা দিয়েন প্লীজ।

ভালই “মঝা” পাইলাম…