“তৈরী করুন আপনার নিজের সার্চ ইঞ্জিন”

হ্যা,আসলেই কথাটা সত্যি।পানির মত সহজে আপনি তৈরী করবেন আপনার সার্চ ইঞ্জিন।আর সেই সার্চ ইঞ্জিনের ডোমেইন হবে আপনার নিজের নামে।শুধু তাই নয়।সার্চ ইঞ্জিনটির লোগো প্রতি ঘন্টায় এমনকি আপনি যদি চান তাহলে আপনার প্রতি ব্রাউজেই এটি তার লোগো পরিবর্তন করবে।কি? অবাক হচ্ছেন? তাহলে আসুন মূল প্রসঙ্গে যাই। সার্চ ইঞ্জিনটি দুটি অংশে বিভক্ত।

*প্রথমে আপনাকে তৈরী করতে হবে আপনার সার্চ ইঞ্জিনের জন্য ডিজাইন।

*দ্বিতীয় অংশ হচ্ছে আপনার ডোমেইন নিয়ে।এটাতে মুলত আপনাকে একটা ডোমেই পরিবর্তন করে তা আপনার নিজের নামের সার্চ ইঞ্জিনে ফরওয়ার্ড করতে হবে।

তাহলে শুরু করছি।প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন।এই পেজটি দিয়ে আপনাকে আপনার সার্চ ইঞ্জিনের জন্য ডিজাইন ও ডোমেইন কালেক্ট করতে হবে।নিচে বাম পাশে লাল অংশ দেখানোর জায়গায় আপনার সার্চ ইঞ্জিনের লোগোটির ডিজাইন সিলেক্ট করতে হবে।আর ডান দিকে দেখানো অংশে আপনার সার্চইঞ্জিনের নাম লিখতে হবে।

iloveubangladesh.blogspot.com

যাদি আপনি চান যে আপনার সার্চইঞ্জিনের লোগো প্রতি ঘন্টায় বা প্রতি ব্রাউজ়ে পরিবর্তন হবে তাহলে স্টাইলে সিলেক্ট অংশে সবার নিচের দিকে Random logo সিলেক্ট করুন।তারপর নাম সিলেক্ট করে এন্টার কী বা “Create Custom search Homepage” বাটনে ক্লিক করুন।তারপর দেখবেন আপনার সার্চ ইঞ্জিন ডিজাইন হয়ে গিয়েছে।এবার ডোমেইন কালেক্ট করার পালা।আপনি যদি চান তাহলে আপনি Set as Home Page বাটনে ক্লিক করে আপনার ব্রাউজারে এটি সেট করতে পারেন।অথবা এড্রেস বার থেকে এড্রেসটি কপি করে Tools বাটনের Options সিলেক্ট করে Home Page এর পাশের বক্সে পেস্ট করে এটি সেট করে নিতে পারেন।আসলে এটি একটি হোমপেজ।তবে এর মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন।মূলত এটি ব্রাউজারের শোভা বারানোর জন্য করা হয়।

এবার হচ্ছে মূল কাজের অংশ।আপনি ডিজাইন করার পর যে এড্রেসটি পাবেন তা সংগ্রহ করুন।তারপর http://www.dot.tk এই সাইটে গিয়ে আপনার সংগ্রহ করা ডোমেইনটি Rename করুন ও সব কাজ শেষ করে Confirm বাটনে ক্লিক করুন।ব্যস,কাজ শেষ।আপনার ডোমেইনে এবার আপনার নামের সার্চ ইঞ্জিন তৈরী।যদি ডোমেইন rename কিভাবে করে তা জানতে চান তাহলে আমার অনেক আগে করা এই টিউনটি একটু দেখতে পারেন।

আর একটা কথা,এটা কোন তেলেসমাতি কারবার না।এটা যে কেউ করতে পারে।শুধু সার্চ ইঞ্জিন বানানোর ঘোল মেটাতে এটি বানাতে পারেন।এর জন্য আবার সাংবাদিক সম্মেলন বা মিডিয়াতে প্রচার চালাবেন না। ভালো লাগলে মন্তব্য করবেন।খারাপ লাগলে দয়া করে হেয় করবেন না।

লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

[iloveubangladesh.blogspot.com]

Level 0

আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো কিছু দিতে চাই সব সময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এখানে সাংবাদিক সম্মেলন করার কি হল কিছু বুঝলাম না !!!

একটু বুঝিয়ে বলবেন।

আমি একমই খোজছিলাম।