দেখেন তো এটা কি গুগল ডুডল হতে পারে না??

আজকে যখন সকালে উঠে পোস্ট দেওয়ার কথা চিন্তা করলাম তখন সামুতে ঢুকেই দেখলাম ১৬ ডিসেম্বর গুগলের ডুডল দেওয়ার জন্য সবাই মেইল করার কথা বলছে। এখন বললে বেশি হবে আমিও এই পোস্ট দেওয়ার জন্য সামুতে আর টেকটিউনসে লগ ইন করলাম। নিজের দেশের বিজয়ের দিনে বিশ্ববাসী আমাদের দেখবে। আমাদের আত্নত্যাগ সম্পর্কে জানবে এটা ভাবতেই ভাল লাগে। যাক ভালই লাগল সবার প্রচেস্টা দেখে। সামুতে ব্লগার একজন ছেলে এর পোস্টে একটা ডুডল দেখলাম। ভালোই লাগল।

আমি নিজে ডিজাইনার না। তারপর ও হাল্কা একটু এডিট করলাম। দেখেন তো কেমন হইছে??

আর গুগলকে এখন মেইল করলে কিছু হবে কিনা জানি না তারপরও মেইল করলাম। আপনারাও মেইল করেন, চেষ্টা করতে দোষ কই?? খারাপ হইলেও বলতে পারেন। ডুডল সম্পরকে যেকোন মতামত গ্রহন করা হইবে।

আর ব্লগার একজন ছেলের মেইল এর SAMPLE টা দিয়া দিলাম-

To
Google Doodle Team

Subject: Request Google Doodle for 16 December - Victory Day of Bangladesh
Dear Sir / Madam,

Please give a Doodle for 16 December - Victory Day of Bangladesh.

Thanks
Your Name

গুগলরে মেইলে গুতা দেন- [email protected] এই ঠিকানায়। আশা করি সবাই মেইল করবেন। এই জন্য অগ্রীম ধন্যবাদ।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন।

সামুতেও প্রকাশিত।

Level 0

আমি ভূত রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিবেকের দংশনে মরে গিয়ে আজ ভূত আমি?? আপনি??


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যারা এনিমেশোনের কাজ পারেন, তাদের কাছে একটি এনিমেশোন নির্ভর ডুডল তৈরির আবেদন জানাচ্ছি।

Level 0

একটি এনিমেশোন নির্ভর ডুডল তৈরির আবেদন জানাচ্ছি।

mail korechi 🙂

আমি একটা করেছি

http://media.somewhereinblog.net/images/thumbs/hellboytonmoy7031_1323928821_1-doodle.jpg

দেখেনতো কি রকম হল?

@উন্মাদ তন্ময়: সহমত। মেইল করতে ভুলেন না যেন।

dilam pathaiaa……………

kinchu mone korbenna, rakib vai. apnar edit kora doodle er cheye ager tai mone hoy better chilo. ar, ummad tonmoy vai ke boli, ora eto dark, heavy doodle select korbe bole mone hoyna. simple is always the best, and I think Google likes simplicity…
please, don’t mind

বিষয়টি অবগত করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এডিট করা হলেও ডুডলটি সুন্দর হয়েছে। যদি পারেন তাহলে কষ্ট করে অরিজিনাল ডুডলের লিঙ্কটা দিয়েন।

মেইল পাঠিয়ে কমেন্ট দিলাম :)

ভাল থাকবেন। 😀

একজন গুগল থেকে রিপ্লাই পেয়েছে

▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓

গুগল এত স্বল্প সময়ের নোটিশে এটা করতে পারবে না। তাদের আগামি কয়েকমাসের প্রগ্রাম নির্ধারিত হয়ে আছে । তবে আমাদের মেইল সমুহ গুগল যথেষ্ঠ গুরুত্বের সাথে বিবেচনা করছে।

http://www.somewhereinblog.net/blog/Jeshan4u/29503245

▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓

এবার হচ্ছে না, কিন্তু আগামী বারের জন্য ঝাপিয়ে পড়তে হবে।

    @উন্মাদ তন্ময়: আমরা চেষ্টা তো করেছি। আগামী ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবসে একখানা ডুডলের জন্য চেষ্টা করা যেতে পারে!! কি বলেন আপনারা!!!

      @ভূত রাকিব:
      আমাদের আছে গৌরবময় ইতিহাস।
      আমাদের ভাষা দিবস, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে
      আমাদের স্বাধীনতা দিবস
      এবং বিজয় দিবস।

      আমরা যদি এখন থেকেই এ তিনটি দিবসের কথা গুগলকে জানিয়ে মেইল করি , তবে আশাকরা যায় আগামি ভাষা দিবস , স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে এটা হয়ত করা সম্ভব হবে। তাই এখনই সময় আমাদের ওনাদের মেইল করা। টার্গেট ২০১২ এর এই তিনটি দিবস । আসুন ঝাপিয়ে পরি আমাদের দেশকে পরিচিত করার যুদ্ধে। এটাই হোক এই বিজয় দিবসে আমাদের সামান্য প্রত্যয় ।