
হ্যালো টেকটিউনস বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন এবং আপনাদের দিনগুলো সুন্দর কাটছে। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি Website-এর খবর, যেটা আপনাদের ছবি শেয়ারিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ, সুন্দর এবং আনন্দময় করে তুলবে। 😍 Picture শেয়ারিং এখন শুধু একটা ক্লিকের ব্যাপার! কোনো জটিল Account তৈরি করা, Email Verify করা, বা কঠিন Setting এর মধ্যে যাওয়ার দরকার নেই। শুধু Website-এ যান, ছবি আপলোড করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন!
আমি জানি, Picture শেয়ার করার জন্য বাজারে অনেক Website এবং App রয়েছে। কিন্তু আমি আপনাদের বলছি, Img Bee একবার ব্যবহার করে দেখলে, আপনি অন্য সব Website-এর কথা ভুলে যাবেন। তাহলে চলুন, আর দেরি না করে জেনে নেওয়া যাক, কী আছে এই Img Bee-তে! 😉

Img Bee হলো UK এর একটি Picture শেয়ারিং সার্ভিস। এখন হয়তো ভাবছেন, Picture শেয়ার করার জন্য তো কত Website আছে, তাহলে এটা আলাদা কেন? 🤔 আসলে, Img Bee অন্যান্য সাধারণ Picture শেয়ারিং Website থেকে একটু আলাদা। এটা Designer এবং তাদের জন্য যারা জীবনের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে রাখতে ভালোবাসেন। ধরুন, আপনি একজন Professional Photographer। আপনি হয়তো অসাধারণ কিছু Landscape এর ছবি তুলেছেন, অথবা Wildlife Photography করেছেন। এখন আপনি সেই ছবিগুলো সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে চান। কিন্তু Website-এ Account তৈরি করার ঝামেলা, ছবি Resize করার চিন্তা, কপিরাইট নিয়ে ভয় - এসব কারণে আপনি হয়তো পিছিয়ে যাচ্ছেন। অথবা ধরুন, আপনি বেড়াতে গিয়ে কিছু মজার মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন, আর সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে চান। কিন্তু Facebook বা Instagram এ ছবি আপলোড করলে ছবির Quality কমে যায়, আবার প্রাইভেসি নিয়েও চিন্তা থাকে।
এই সব সমস্যার সমাধান হলো Img Bee। এটা অনেকটা রেজিস্ট্রেশনবিহীন Online Album-এর মতো। এখানে আপনাকে কোনো Account তৈরি করতে হবে না, কোনো Personal Information দিতে হবে না। শুধু আপনার পছন্দের Picture File আপলোড করুন, আর Img Bee আপনাকে একটা URL দেবে। সেই URL ব্যবহার করে যে কেউ আপনার Photo গুলো Original Quality-তে দেখতে পারবে। আর সবচেয়ে মজার বিষয় হলো, আপনি আপনার Picture গুলোর Privacy ও Control করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Img Bee

আজকাল Picture শেয়ার করার জন্য অনেক Website এবং App পাওয়া যায়। তাহলে কেন আপনি Img Bee ব্যবহার করবেন? 🤔 এই প্রশ্নটা আসা স্বাভাবিক। তাই আমি আপনাদের Img Bee ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ কারণ জানাবো:

Img Bee ব্যবহার করা এতটাই সহজ যে, পাঁচ বছরের বাচ্চাও এটা ব্যবহার করতে পারবে। 😜 তবুও, যারা নতুন, তাদের সুবিধার জন্য আমি নিচে Step by Step গাইড দিয়ে দিলাম:
১. প্রথমে আপনার Device এর Browser এ গিয়ে Img Bee Website এ যান।

২. Website এর Home Page এর উপরের ডানদিকে "create Your Gallery Today — Free!" নামে একটা Button দেখতে পাবেন। সেখানে Click করুন।

৩. এবার আপনার কম্পিউটার থেকে পছন্দের Picture গুলো Drag and Drop করে Upload করুন।

🎉 Congratulation! আপনার কাজ শেষ। কোনো Registration বা Account তৈরি করার ঝামেলা ছাড়াই Picture আপলোড হয়ে গেছে।
⚠️ গুরুত্বপূর্ণ নোটিশ: ⚠️ একবার কোনো Picture আপলোড করার পর, সেটা Delete করার কোনো Option নেই। তাই আপলোড করার আগে ভালোভাবে দেখে নিন, আপনি কোন Picture Upload করছেন।
৪. Picture Upload হওয়ার সময় আপনি প্রতিটা Picture এর Name, Size এবং Uploading Progress দেখতে পারবেন।

৫. Picture Upload হয়ে গেলে, আপনি Album Page এর জন্য একটি সুন্দর Title এবং Description দিন। এর ফলে অন্যরা সহজেই বুঝতে পারবে Album টি কীসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আপনি চাইলে Picture গুলোর Position পরিবর্তন করতে পারবেন এবং Built-In Editor ব্যবহার করে Edit ও করতে পারবেন।

৬. সবশেষে, "share" Button এ Click করে Album শেয়ার করার Link তৈরি করুন। সেই Link আপনার পছন্দের Social Media Platform যেমন Facebook, Twitter, Instagram, Whats App অথবা Email এর মাধ্যমে আপনার বন্ধুদের সাথে Share করুন!



Img Bee এর Terms of Service অনুযায়ী, আপনার Picture কতদিন পর্যন্ত Website এ থাকবে, তা নির্দিষ্ট করে বলা নেই। তবে যদি আপনার Account এ কোনো সন্দেহজনক Activity দেখা যায়, অথবা আপনি যদি Service এর নিয়ম ভঙ্গ করেন, তাহলে আপনার Content সরিয়ে দেওয়া হতে পারে। এছাড়া, Adult Content Upload করার বিষয়ে Terms of Service এ পরিষ্কার করে কিছু বলা নেই, তাই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন।
আশাকরি, Img Bee ব্যবহারের মাধ্যমে আপনার Picture শেয়ারিংয়ের অভিজ্ঞতা আরও আনন্দময় হবে। যদি এই Website নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, অথবা কোনো মতামত জানাতে চান, তাহলে টিউমেন্ট এ লিখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই Picture শেয়ার করতে ভুলবেন না! 🤗
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 580 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 65 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)