
ভাই, তুমি কি কখনও ভেবেছো—ঘরে বসেই সারা পৃথিবী ঘুরিয়ে আনা যায়?
না, মজা করছি না! সত্যিই এখন এমন একটা ইউনিক ইনকাম আইডিয়া আছে যেটা বাংলাদেশে খুব কম মানুষই করছে। নাম হলো 👉 Virtual Tour Guide।
মানে কী জানো? তুমি ঘরে বসে শুধু মোবাইল আর ইন্টারনেট দিয়ে মানুষকে ট্যুর দেখাবে। আর সেই ট্যুর দেখার জন্য মানুষ তোমাকে টাকা দিবে।
ধরো তুমি কক্সবাজারে গেছো。
তুমি সমুদ্রের ঢেউ, সৈকতের দৃশ্য আর চারপাশের পরিবেশ ভিডিও করে রাখলে।
তারপর তুমি সেটা এডিট করে ইউটিউব প্রিমিয়াম, ফেসবুক পেইড গ্রুপ, বা জুম লাইভে দেখালে।
👉 বিদেশে বসে কোনো লোক ১০ ডলার দিয়ে সেই ট্যুর কিনে নিলো।
সে ঘরে বসেই কক্সবাজার "ঘুরে ফেলল" তোমার ভিডিওর মাধ্যমে। আর তুমি ঘরে বসেই ডলার ইনকাম করলে।
শুনতে কি দারুণ লাগছে না? 😍
মানে—চাহিদা আছে, শুধু যোগান নেই!
একেবারে ফ্রেন্ডলি গাইড দিলাম 👇
ধরো তুমি একটা "Dhaka City Virtual Tour" বানালে।
টিকিট মূল্য রাখলে মাত্র ৫ ডলার
যদি ১, ০০০ জন কেনে = ৫, ০০০ ডলার!
👉 বাংলাদেশি টাকায় প্রায় ৫, ৫০, ০০০ টাকা!
এবার কল্পনা করো, তুমি যদি ১০টা ট্যুর বানাও? 😮
এইভাবে এটা হয়ে যাবে তোমার Passive Income Machine।
👉 শুরুতে নিখুঁত ভিডিও না হলেও সমস্যা নেই, শুরু করাটাই বড় ব্যাপার।
👉 ফ্রি কনটেন্ট দিয়ে ফলোয়ার বানাও, তারপর পেইড অফার দাও।
👉 ভিন্ন ভিন্ন লোকেশনের ট্যুর বানাও যাতে বেশি কাস্টমার আসে।
🔥 তাই ভাই, যদি সত্যিই ২০২৫ সালে একটা ইউনিক, ভিন্নরকম ইনকাম সোর্স বানাতে চাও, তাহলে “Virtual Tour Guide” হতে পারে তোমার লাইফ চেঞ্জিং সুযোগ।
আমি টিএইচ রিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 মাস 3 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।