আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে এইচটিএমএল শিখানোর জন্য ১০ টি পর্ব তৈরি করব। আপনি আমাকে ফলো করেন তাহলে ১০ টি পর্বে শিখতে পারবেন। আর কথা বেশি না বলে কাজের কথায় আসি।
২/হেডিং লেখার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। এইচটিএমএল ফাইলে হেডিং গুলো <h1> থেকে <h6> পর্যন্ত ট্যাগ নির্ধারণ করা হয়ে থাকে। হেডিং ট্যাগের align এট্রিবিউট এ-র সাথে হেডিং বাম, ডান, সেন্টার বা জাস্টিফাই করা যায়। <h1> দ্বারা সবচেয়ে বড় এবং <h6> দ্বারা সবচেয়ে ছোট হেডিং বুঝায়। প্রথমে আপনি হেডিং নাম্বার দিবেন যেমনঃ 1234. তারপর আপনি নাম্বার এ-র সাথে (</) এই চিন্হ ব্যবহার করবেন তারপর আপনার h এর সাথে হেডিং নাম্বার দিবেন এবং শেষে (>) এটি ব্যবহার করবেন যেমনঃ নাম্বার</hনম্বার>। হেডিং কিভাবে ব্যবহার করবেন উদাহরণগুলো লক্ষ করেন।
আপনি এই এইচটিএমএল ব্যবহার করে হেডিং যুক্ত করতে পারেন। আর আপনি ভালোভাবে এইচটিএমএল শিখতে চাইলে আমার সাথে থাকুন ধন্যবাদ।
আমি মুরাদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।