বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০১] :: এইচটিএমএল কি, কেন প্রয়োজন ও এর ইতিহাস

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভাল ! আমিও মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ভাল আছি । আজ থেকে শুরু করতে যাচ্ছি বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল, আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের কাছে দু’য়া চাই যেন টিউটোরিয়াল এর পর্ব গুলো শেষ করতে পারি ।

HTML (এইচটিএমএল )কিঃ

HTML (এইচটিএমএল) এর মাধ্যমে একটি ওয়েব পেজ এর মূল কাঠামো গঠন করা হয় । এটি একটি মার্ক-আপ ল্যাংগুয়েজ । যার পূর্ণরূপ হচ্ছে Hyper Text Markup Language (হাইপার টেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ), এটি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় । এটিকে Markup Language (মার্কআপ ল্যাংগুয়েজ) বলার কারণ হলঃ এটি কত গুলো Markup (মার্কআপ) ট্যাগের সমন্বয়ে গঠিত, আর Markup (মার্কআপ) ট্যাগের কাজ হল ওয়েব পেজে বিভিন্ন ধরনের এলিমেন্ট কীভাবে প্রদর্শিত হবে তা নির্দেশ করা, একটি ওয়েব পেজের এলিমেন্ট হল যথাক্রমেঃ ইমেজ, টেক্সট, ভিডিও, অডিও ইত্যাদি ।

HTML (এইচটিএমএল ) কেন প্রয়োজনঃ

যেহেতু HTML (এইচটিএমএল ) একটি ওয়েব পেজ এর মূল কাঠামো গঠন করে । সেহেতু ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখতে HTML (এইচটিএমএল ) এর বিকল্প নেই ।

HTML (এইচটিএমএল ) এর ইতিহাসঃ

ইউরোপীয় বিজ্ঞানী টিম বারনাস-লী ১৯৮৯ সালে ইউরোপের পাটিক্যাল ফিজিক্স ল্যাবরেটরির একজন কম্পিউটার বিশেষজ্ঞ থাকাকালীন ওয়েব নিয়ে গবেষণা করে ওয়েব তৈরি করেন ।

এর পর ১৯৯০ সালের দিকে তিনি HTML(এইচটিএমএল) নিয়ে গবেষণা শুরু করেন, HTML (এইচটিএমএল) তৈরির প্রাথমিক উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক গবেষণার তথ্য-উপাত্তগুলো দ্রুত সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে আদান-প্রদান করা এবং এই সনের মধ্যেই তিনি HTML(এইচটিএমএল)  ল্যাংগুয়েজ তৈরির কাজ সম্পন্ন করেন ।

একই সালে NCSA কর্তৃক ডেভেলপকৃত মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML(এইচটিএমএল) এর পরিচিতি লাভ করে ।

তাছাড়া তিনি, অলাভজনক জনসেবামূলক প্রতিষ্ঠান ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের তত্ত্বাবধায়ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোটিয়াম (W3C) এর ডিরেক্টর । W3C (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোটিয়াম) কর্তৃক প্রথম ডেভেলপকৃত HTML3.2 প্রকাশিত হয় ১৯৯৭ সালের জানয়ারিতে ও একই সনের শেষের দিকে প্রকাশ হয় HTML4.2 এবং W3C (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোটিয়াম) কর্তৃক  HTML(এইচটিএমএল) এর সর্বশেষ ভার্সন HTML5 প্রকাশিত হয় ২০১০ সালে।

ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট সম্পর্কিত যেকোন আলোচনা করতে ময়মনসিংহসোর্স(অফিসিয়াল গ্রুপ) এ জয়েন করতে পারেন ।

সময় পেলে আমার ইসলামিক ব্লগ সাইট “আমাদেরব্লগ.নেট” থেকে ঘুরে আসতে পারেন ।

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আগামী পর্ব দেখার আমন্ত্রন জানিয়ে এখানেই শেষ করছি ।

#ফেইসবুকে আমি

Level New

আমি মোঃ আরাফাত রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেকে আসেন আবার ২/১ টি পর্ব লিখেই চীরতরে হারিয়ে যান, আপনার ক্ষেত্রে অবশ্য এটা হবে না – এ বিশ্বাস আমার আছে। পরবর্ত্তী টিউনের অপেক্ষায়…………………………………………।

আমাদের সাথেই থাকুন, অল্প কিছু দিনের মধ্যে শেষ করে দিব । -ধন্যবাদ