যারা নিয়মিত সোস্যাল মিডিয়ায় ঢু মারেন তাদের কাছে হয়তো 'ওয়েব সিরিজ' শব্দটি অচেনা নয়। ওয়েব সিরিজ নিয়ে মাতামাতি কমবেশি সবারই হয়তো চোখে পড়েছে। ওয়েব সিরিজ রিভিউ, ওয়েব সিরিজ দেখার উপায়, ফ্রি ওয়েব সিরিজ সাইট খুঁজে পাওয়ার উপায় সম্পর্কে অনেকেই সোস্যাল মিডিয়ায় নানান কনটেন্ট দেখতে পান। কিন্তু হয়তো অনেকেই এখন পর্যন্ত জানেন না আসলে ওয়েব সিরিজ বিষয়টা কী। ওয়েব সিরিজ দেখার উপায়ও হয়তো জানেন না কেউ কেউ।
বিনোদন জগতে এক নতুন মাত্রা নিয়ে এসেছে ওয়েব সিরিজ। চিরাচরিত একঘেয়ে টিভি শো দেখতে দেখতে যারা বিরক্ত তাদের জন্য ওয়েব সিরিজ এক অনবদ্য বিনোদনের উপায়। আজকের টিউনের মাধ্যমে আপনাদেরকে বিনোদনের এই নতুন অধ্যায়ের সাথে পরিচয় করিয়ে দেব। জানতে পারবেন ওয়েব সিরিজ সম্পর্কে সকল তথ্য ও ওয়েব সিরিজ দেখার উপায়।
ওয়েব সিরিজ হলো একটি ধারাবাহিক ভিডিও কনটেন্ট এর সমষ্টি যা ইন্টারনেট এর মাধ্যমে দর্শকদের মাঝে ছড়িয়ে দেয়া হয়। টেলিভিশনে যেমন ধারাবাহিক ভাবে সিরিয়াল সম্প্রচার করা হয় ওয়েব সিরিজ ঠিক একই রকম। একটি ঘটনা কয়েকটি এপিসোডে ভাগ করে ধারাবাহিক ভাবে ভিডিও কনটেন্ট এর মাধ্যমে বিভিন্ন ওভার দ্যা টপ প্লাটফর্মে ছেড়ে দেয়া হয়। ইন্টারনেট ব্রাউজিং করে দর্শক এই এপিসোড গুলো উপভোগ করে কিংবা ডাউনলোড করে অফলাইনে দেখতে পারে।
বর্তমান সময়ে বাংলাদেশের ছোট পর্দার বেশিরভাগ তারকা টিভি শো এর পাশাপাশি ওয়েব সিরিজ গুলোতে কাজ করছে৷ কেননা টেলিভিশন প্রোগ্রাম গুলোর থেকে এখন ওয়েব সিরিজের দিকে দর্শক ঝুঁকছে বেশি। পাশাপাশি বিদেশী তারকাদের এবং সাধারণ অভিনেতা অভিনেত্রীদের অনেক অনেক ওয়েব সিরিজ একটার পর একটা পাবলিশ হচ্ছে। মর্ডান জেনারেশন এর বিনোদন এর প্রথম পছন্দের মধ্যে এখন ওয়েব সিরিজ নিজের রাজত্ব করছে।
প্রশ্ন হতে পারে যে ওয়েব সিরিজ কেন এতো জনপ্রিয়তা পেয়েছে? কী আছে ওয়েব সিরিজে? ওয়েব সিরিজের কনটেন্ট এর মধ্যে কিশোর ক্লাসিক কনটেন্ট থেকে শুরু করে যুবক যুবতীদের পছন্দের কনটেন্ট, শিশুতোষ কনটেন্ট, ঐতিহাসিক কনটেন্ট, থ্রিলার, হরর ইত্যাদি কনটেন্ট রয়েছে। তাই শিশু থেকে বৃদ্ধ সকলেই এই ধারাবাহিক বিনোদন এপিসোড গুলো উপভোগ করতে পারবে। তবে নিজের জন্য একটি উপযুক্ত ওয়েব সিরিজ খুঁজে পেতে আগে বেশ কয়েকটি ওয়েব সিরিজ এর রিভিউ দেখে নিতে পারেন।
আবার বর্তমান সময়ে একটা ধারণা সবার মধ্যে ঢুকে গেছে যে ওয়েব সিরিজ মানেই সব নেগেটিভ কনটেন্ট। এটা পুরোপুরি একটি ভুল ধারণা বা ভুল চিন্তাভাবনা। এখানে নেগেটিভ কনটেন্ট আছে ঠিকই তবে বেশিরভাগই পজিটিভ ও শিক্ষনীয় কনটেন্ট। রুচিশীল বিনোদনের জন্য আপনি অনেক চমৎকার সব গল্পের ওয়েব সিরিজ খুঁজে পাবেন। বিশেষ করে বর্তমানে বাংলাদেশী যে ওয়েব সিরিজ গুলো রিলিজ হচ্ছে তার প্রতিটি কনটেন্ট বেশ মানসম্মত।
এছাড়াও শিশুদের জন্য উপযোগী নানান কার্টুন সিরিজ, শিক্ষা মূলক ওয়েব সিরিজ-ও সাইটগুলোতে রয়েছে৷ তবে বিদেশী ওয়েব সিরিজ গুলোর মধ্যে কিছু কিছু এপিসোডে এডাল্ট কনটেন্ট রয়েছে। এখন আপনার উপরে নির্ভর করবে আপনি কী দেখবেন। খারাপের মধ্যে থেকে ভালো বিষয় খুঁজে বের করাটাও কিন্তু একটা বিশেষ গুন।
সোস্যাল মিডিয়ায় প্রবেশ করলেই এখন দেখতে পাওয়া যায় ওয়েব সিরিজ নিয়ে মাতামাতি। এটা আসলে বর্তমানে একটা ট্রেন্ড হিসেবে ধরা যায়। ওয়েব সিরিজ দেখে তার রিভিউ করাটা এখন একটা ট্রেন্ডে পরিনত হয়েছে। তাইতো ওয়েব সিরিজ নিয়ে এতো মাতামাতি। আর এই ট্রেন্ড ধরে রাখতে বিশেষ প্রচেষ্টা দেখা যাচ্ছে ওয়েব সিরিজ নির্মাতাদের মধ্যে।
টেলিভিশন প্রোগ্রাম থেকে দূরে সরে এসে ওয়েব সিরিজের দিকে ঝুঁকে পড়ার আরও কিছু কারণ রয়েছে। টেলিভিশনে একটা নাটক, সিনোমা বা সিরিয়াল দেখার জন্য ১ ঘন্টার বদলে ২ ঘন্টা পার হয়ে যায়। কেননা মাঝখানে চলে আসে বিজ্ঞাপণ, সংবাদ শিরোনাম সহ আরো কতো কি। ওয়েব সিরিজ দেখার সময় এই ধারনের কোনো বিরক্তিকর অবস্থায় পড়তে হয় না। বিরতিহীন ভাবে একবারে একটি পুরো কনটেন্ট দেখে শেষ করা যায়।
আর তাছাড়া ওয়েব সিরিজ গুলো আপনি আপনার মোবাইল, ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার কিংবা স্মার্ট টিভিতে যখন খুশি তখন দেখতে পারবেন। অন্যদিকে টিভি শো দেখার জন্য আপনাকে টেলিভিশনের ধারাবাহিক সময়ের সাথে তাল মিলিয়ে দেখতে হবে। তাই নিজের ইচ্ছা, সময় ও সুযোগ মতো অবসরে বিনোদনের জন্য বর্তমান জেনারেশন ওয়েব সিরিজের প্রতিই বেশি ঝুঁকছে। আর জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে ওয়েব সিরিজে খুব ভালো ভালো কনটেন্ট নিয়ে আসছেন তারকারা।
অনেকেই হয়তো ওয়েব সিরিজ দেখার সিদ্ধান্ত নিলেও ওয়েব সিরিজ খুঁজে পাচ্ছেন না। কীভাবে ওয়েব সিরিজ দেখতে হয় তা-ও হয়তো জানেন না। ওয়েব সিরিজ ভিডিও দেখার উপায় সম্পর্কে চলুন জেনে নেয়া যাক।
ওয়েব সিরিজ গুলো মূলত বিভিন্ন ভিডিও স্ট্রিমিং সাইট গুলোতে পাবলিশ করা হয়। এই সাইটের সাথে সংযুক্ত হয়ে আপনি ওয়েব সিরিজ এর প্রতিটি এপিসোড দেখতে পারবেন৷ কিন্তু বেশিরভাগ সময় আপনাকে টাকা দিয়ে মেম্বারশিপ বা সাবস্ক্রিপশন কিনে ওয়েব সিরিজ দেখতে হবে৷ তবে কিছু কিছু সাইট আছে যেখানে আপনি ফ্রি ওয়েব সিরিজ দেখতে পারবেন৷
যেহেতু ওভার দ্যা টপ বা OTT প্লাটফর্মে ওয়েব সিরিজ গুলো রিলিজ করা হয় তাই আপনাকে প্রথমে যে কোনো একটি OTT প্লাটফর্ম ডাইনলোড করে নিতে হবে। এখানে কয়েকটি জনপ্রিয় প্লাটফর্ম এর নাম দেয়া হলো যেখান থেকে আপনি ওয়েব সিরিজ দেখতে পারবেন।
আপনার কম্পিউটার, ল্যাপটপ কিংবা স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ করে এখান থেকে যে কোনো একটি OTT প্লাটফর্ম ডাইনলোড করে নিন। প্লেস্টোরে ঢুকে সার্চ করলেই আপনি প্রতিটি প্লাটফর্ম এর জন্য আলাদা আলাদা App পেয়ে যাবেন। এরপর রেজিষ্ট্রেশন করে পেমেন্ট করলেই কাজ শেষ। আপনি একদিন, সাতদিন, একমাস কিংবা এক বছরের জন্য সাবস্ক্রিপশন কিনতে পারবেন। এরপর আপনি উক্ত প্লাটফর্ম এর সকল ওয়েব সিরিজ, নাটক, মুভি, গান কিংবা যে কোনো কিছু নিজের ইচ্ছামতো দেখতে পারবেন।
আপনি যদি চান ফ্রি তে ওয়েব সিরিজ দেখবেন তা-ও সম্ভব। এক্ষেত্রে আপনাকে এমএক্স প্লেয়ার কিংবা উল্লু ওয়েবসাইট এর সাথে সংযুক্ত হতে হবে। এই সাইটে থাকা সকল ওয়েব সিরিজ ও অন্যান্য কনটেন্ট আপনি পুরোপুরি ফ্রি তে দেখতে পারবেন। তবে এই সকল সাইটে আপনি জনপ্রিয় সব ওয়েব সিরিজ খুঁজে না-ও পেতে পারেন।
আনন্দের বিষয় হলো বাংলাদেশে বর্তমানে মানসম্মত অনেক ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। টেলিভিশনের ছোট পর্দা এবং বড় পর্দার অনেক শিল্পি এখন ওয়েব সিরিজের কাজের সাথে যুক্ত। তাই দিন দিন বাংলাদেশী ওয়েব সিরিজ এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।
বাংলাদেশী ওয়েব সিরিজ দেখার জন্য আপনাকে বাংলাদেশী প্লাটফর্ম এর সাথে সংযুক্ত হতে হবে। প্লে স্টোর থেকে যে কোনো একটি ভিডিও স্ট্রিমিং সাইট এর অ্যাপ ডাউনলোড করে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। এরপর সাবস্ক্রিপশন এর প্রয়োজন হলে নির্দিষ্ট ফি দিয়ে সাবস্ক্রিপশন নিয়ে নিলেই আপনি আপনার পছন্দ মতো বাংলা ওয়েব সিরিজ দেখতে পারবেন। বাংলা ওয়েব সিরিজ দেখার জন্য কয়েকটি উপযুক্ত প্লাটফর্ম এর নাম জেনে নিন।
এসকল প্লাটফর্ম এর যে কোনো একটি ডাউনলোড করে আপনি বাংলা ওয়েব সিরিজ এর প্রতিটি এপিসোড উপভোগ করতে পারবেন।
নিজের অবসর সময়ের বিনোদনের মাধ্যম হতে পারে ওয়েব সিরিজ। ধারাবাহিক এপিসোড এর মাধ্যমে ঘটনার প্রবাহ ঘটানো হয় বলে এটি যেন একটু বেশিই আকর্ষনীয়। তাই এখন আর টেলিভিশন এর সামনে বসে বোরিং হওয়ার সুযোগ নেই। ইন্টারনেট সংযোগ করে হারিয়ে যান ওয়েব সিরিজ এর দুনিয়ায়।
আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।