ওয়ার্ডপ্রেস ওস্তাদরা এগিয়ে আসুন…..

টিটি তে পাওয়া টিউনার তাওহিদুল ইসলাম এবং ফাহিম রেজা বাঁধন এর ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল দেখে আমি নিজের একটা ব্লগ বানিয়েছি মাসখানেক আগে। পরে আরো একটা বানিয়েছি, আমাদের স্কুল-কলেজের সাবেক ছাত্রদের স্মৃতিচারণ করার ব্লগ। বাইটহোস্টে হোস্ট করেছি। এমনিতে ঠিকই ছিল কিন্তু বিপত্তি হয় মেম্বার সাইন-আপ করতে গেলে। Anyone can register চেক করে রাখলাম। যারা সাইন-আপের চেষ্টা করেছে তারা পরে ফেসবুকে আমাকে জানালো যে ইমেইলে পাসওয়ার্ড যাচ্ছে না। কাজেই সাইন-আপ করতে পারেনি। আমি নিজেও ব্যাপারটা খেয়াল করে দেখলাম। ইনবক্স/স্প্যাম কোথাও কোন মেইল আসেনা ওয়ার্ডপ্রেস থেকে। কিছু প্লাগ-ইন ট্রাই করে দেখলাম, বিশেষ করে WP-Members. শেষ পর্যন্ত কাহিনী একইঃ পাসওয়ার্ড এর মেইল আসে না। আমি বুঝতে পারলাম না সমস্যা কোথায়। যেহেতু মাত্রই self-hosted ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে শিখেছি, ভুল হয়ত আমারই কোথাও হয়েছে। উদ্ধার করতে না পেরে শেষে wordpress.com এ একটা ব্লগ খুললাম, প্রক্সি দেয়ার জন্য আরকি!

এর বেশ কিছুদিন পর মনে হল, হোস্টিং এর গোলমাল নয়ত? অন্য হোস্টিং সার্ভিসে রাখা আমার ফটোগ্রাফি সাইটে সাইন-আপ করার চেষ্টা করলাম অন্য ইমেইল অ্যাড্রেস দিয়ে। কিন্তু, নাথিং! সাইন-আপ সম্বন্ধীয় কোন মেইলই আসে না। বুঝলাম, আমাকে টিটি'র ওস্তাদদের শরণাপন্ন হতে হবে। কিন্তু সেই চেষ্টা করতে এসে দেখলাম টিটি'ই গায়েব! পুরা থ হয়ে গেলাম। কাহিনী কি? নাকি শুধু আমিই দেখতে পারছি না? একবার এক টিউনে পড়েছিলাম যে বাংলালায়ন/কিউবি তে ব্লগস্পট সাইট দেখতে ডিস্টার্ব হয়। DNS পরিবর্তন করে নাকি চেষ্টা করতে হয়। আমি ভাবতে লাগলাম 'সিটিসেল জুম' কি টিটি'কে আটকে দিল? কিন্তু তা হয় কিভাবে? আমার এক ভারতীয় (কলকাতার) বন্ধুও আমাকে বলল যে সে টিটি দেখতে পারছে না। কিছুদিন আগে হঠাৎ করেই দেখি আবার হাজির! যেন "ব্রেকের পর ফিরে এলাম..."  😆

যাহোক, আমার সমস্যাটার কি সমাধান? এখানে যেভাবে ইউজার সাইন-আপ করা যায়, সেভাবে আমার ফটোগ্রাফি/কলেজের ব্লগে করতে চাইলে কি পদ্ধতি অনুসরণ করতে হবে? কেউ কি সুন্দর করে বুঝিয়ে দেবেন? + সাইন-আপ/সাইন-ইন পেজে ফর্মের ওপরে wordpress.org এর পরিবর্তে আমার সাইটের নাম/লোগো/ইমেজ কিভাবে ব্যবহার করতে পারি?

Level 0

আমি Tech-পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ওই PC, Internet হামাক পাগলা করিছে... কত জবর জবর চমক দিয়্যা জিউডা কাড়িছে...!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সমস্যাটা বাইট হোস্টে। মুলত mass mailing থেকে সার্ভারকে রক্ষা করার জন্য এই ব্যবস্থা নিয়েছে। পেইড হোস্টিং এ এ ধরণের সমস্যা হবে না।

    সব ফ্রী হোস্টিং এ একই সমস্যা হবে? আমার ফটোগ্রাফি সাইট x10hosting.com এ রেখেছি। ওতেও একই সমস্যা। পেইড হোস্টিং নেয়ার মত অবস্থা এখনো হয়নি আরকি। আর খরচের ব্যাপারটা ভালভাবে জানিনা। কার সার্ভিস ভাল, তাও জানিনা।

      ফ্রি হোস্টিং এর জন্য এই সমস্যা হচ্ছে এবং সবগুলো ফ্রি হস্টিং এ এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশী।হোস্টিং কিনে বানালে এই সমস্যা হবে।কম দামে হস্টিং এর জন্য সোচিপহোস্ট (www.socheaphost.com/) দেখতে পারেন।

      Level 0

      http://www.000webhost.com/ এই সাইট টা ফ্রি। চেষ্টা করে দেখেত পারেন। আমি ব্যবহার করছি। পাসওয়ার্ড রিসেট বা নতুন ইউজার লগইন এ কোন সমস্যা হয় না আমার।

ধন্যবাদ, নাইম ভাই। সাইটটা দেখলাম কিন্তু বাংলাদেশী টাকায় pay করব কিভাবে? আর ডোমেইন রেজি. করতে কত লাগবে? আমি ওখানে এখনো সাইন-আপ করিনি তাই এসব জানতে পারিনি। যদি একটু জানাতেন…

    বাবু ভাই, ধন্যবাদ। আমি ওই সাইটের হোমপেজটা শুধু দেখেছি, কোন সাইট হোস্ট করা হয়নি। আসলে কোন আইডিয়া পাচ্ছিলাম না যে কোন হোস্টিং এ আমার সমস্যার সমাধান হবে। বাইরে থেকে দেখে তো আর বোঝা যায় না।
    জানিয়ে উপকার করলেন।

Level 0

ভাই, একটা পথ আছে। ডিফল্টভাবে, নিবন্ধন করার পর ইউজার এর ইমেইল এ পাসওয়ার্ড পাঠানো হয়। কিন্তু আমরা যদি এই নিনন্ধন করার পদ্ধতি টা পালটে দেয় তাহলে কেমন হয়? মানে নিবন্ধন করার সময় ইউজার কে নাম এর সাথে পাসওয়ার্ড ও সিলেক্ট করতে হবে। তাহলে ইউজার এর ইমেইল এ অটোম্যাটিক পাসওয়ার্ড না গেলেও আপনার সাইট এর জন্য কমপ্লেইন আসবেনা। এটা করার জন্য একটা প্লাগিং ইন্সটল করে নিন। Register Plus Redux .এটা ইন্সটল করে অ্যাক্টিভ করে নিন। তার পর সেটিং এ গিয়ে একটা অপসন পাবেন-Require new users enter a password during registration… এটাতে টিক চিহ্ন দিয়ে দিন। আসা করি দেখলেই সব বুজবেন। এটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন পেজ আর প্রোফাইল পেজ কেমন হবে তাও সাজাতে পারবেন। হেল্প করার চেষ্টা করবো। সফল হলে জানাবেন।

ডাউনলোড করলাম। ধন্যবাদ।
আমি কতরকম ভাবে যে প্লাগিন সার্চ করেছি, ভাই! কোনটা দিয়েই জুত করতে পারিনি। এখন দেখি এইটা দিয়ে..। কাজ হলে জানাব।