ফেসবুক মেসেঞ্জারের ভেতরে ই- কমার্সের যাবতীয় সুবিধা

টিউন বিভাগ কী কেন কীভাবে
প্রকাশিত
জোসস করেছেন

যারা অনলাইনে পণ্য ও সেবা বিক্রয় করেন বা করতে চান তাদের জন্য সুখবর!

ইন্টারনেটের মাধ্যমে যে কোন ধরনের পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় করার মাধ্যম হল ই-কমার্স। এই ই-কমার্সের মাধ্যমে এইসব লেনদেন সম্পন্ন করার জন্য টাকা-পয়সা বা যে কোন ধরনের তথ্য-উপাত্তও খুব সহজে আদান-প্রদান করা যায়।

বর্তমান বিশ্বে অনলাইনে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়ের মাধ্যম হিসেবে ই-কমার্স ব্যবস্থা অনেক বেশী জনপ্রিয়তা লাভ করেছে।

বাংলাদেশ ভিত্তিক অন্যতম প্রধান সফটওয়ার তৈরিকারী প্রতিষ্ঠান জেরন আইটির সর্বোচ্চ বিক্রীত সফটওয়ার জিরোচ্যাট এর অন্যান্য গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ফিচারের সাথে এবার যুক্ত হল ফেসবুক মেসেঞ্জারের ভেতরে ব্যবহারের জন্য একটা স্বয়ংসম্পূর্ণ ই-কমার্স ব্যবস্থা।

-কমার্স চ্যাটবট কি?

এই -কমার্স চ্যাটবটের মাধ্যমে আপনি মেসেঞ্জারের ভেতরেই পণ্য বিক্রয় করার সম্পূর্ণ সুবিধা পাবেন। এর জন্য আপনাকে আলাদা কোন ই-কমার্স সাইট ব্যবহার করার প্রয়োজন হবে না। মেসেঞ্জারের ভেতরেই যুক্ত হবে আপনার ভার্চুয়াল আউটলেট। একটি পূর্ণাঙ্গ ই-কমার্স সাইটে যে সমস্ত ফিচার থাকে তার প্রায় সব কিছুই এই ই-কমার্স চ্যাটবটের মধ্যে পাওয়া যাবে। তার মানে একটি ই-কমার্স সাইট ব্যবহার করে যে সমস্ত কাজ করা যায় তার প্রায় সবকিছুই জিরোচ্যাট এ নতুন যুক্ত হওয়া এই ই-কমার্স চ্যাটবটের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

-কমার্স চ্যাটবটের সুবিধা:

এই ই-কমার্স চ্যাটবটের মাধ্যমে যে কোন ধরনের পণ্য বা সেবা ক্রয় করার সময় ক্রেতার কাছে মনে হবে সে যেন কোন একটি আউটলেটের বিক্রয়কর্মীর সাথে সরাসরি কথা বলছে। সাধারণ ই-কমার্স সাইটের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় করার সময় বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনদের সাথে পরামর্শ করার দরকার হলে ক্রেতাকে বারবার মেসেঞ্জার ও ই-কমার্স সাইটের মধ্যে যাতায়াত করার বিড়ম্বনা পোহাতে হয়। তবে জিরোচ্যাটের এই ই-কমার্স চ্যাটবটের ফলে মেসেঞ্জারের মধ্যেই কেনাকাটা করার সকল সুবিধা পাওয়া যায় বলে ক্রেতাকে আর এই অহেতুক বিড়ম্বনা পোহাতে হবে না- মেসেঞ্জারের মধ্যে থেকেই পন্য বাছাইয়ের ব্যাপারে প্রিয়জনের সাথে পরামর্শ করে নিতে পারবে।

একজন ক্রেতা যখন মেসেঞ্জারের ভেতরেই পন্য বা সেবা ক্রয়ের সকল সুবিধা পাবে তখন তাকে একই কাজের জন্য আলাদা কোন ই-কমার্স সাইটে যাওয়ার প্রয়োজন হবে না। আর বর্তমানে মানুষজন সাধারণত মেসেঞ্জারের ভেতরেই বেশীরভাগ সময় কাটায়। ফলে আপনি যদি পণ্য বা সেবা বিক্রয়ের জন্য জিরোচ্যাট এর এই ই-কমার্স চ্যাটবটটি ব্যবহার করেন তাহলে আপনার বিক্রি আগের তুলনায় অনেক গুন বৃদ্ধি পাবে এবং পরিনামে আপনার ব্যবসায়িক সাফল্যও যাবে অনেক বেড়ে।

কিভাবে কাজ করে ই-কমার্স চ্যাটবট?

ফিচারটি কিভাবে কাজ করে তা পরীক্ষা করে দেখতে নিম্নোক্ত লিংকে ক্লিক করুন। লিংকটি আপনাকে ফিচারটির ফেসবুক পেজের মেসেজ অপশনে নিয়ে যাবে। সেখানে মেসেজ পাঠানোর মাধ্যমে আপনি ফিচারটি পরীক্ষা করে দেখতে পারবেন।

http://m.me/xerochatecommerce

বিস্তারিত জানতে দেখে আসতে পারেন নিম্নোক্ত ভিডিওটি:

https://www.youtube.com/watch?v=BwdRf8lSCP8

-কমার্স চ্যাটবটের মাধ্যমে পেমেন্ট:

এর মাধ্যমে আপনি চারটি পদ্ধতি ব্যবহার করে টাকা-পয়সা লেনদেন করতে পারবেন। পদ্ধতিগুলো হল: স্ট্রাইপ, পেপ্যাল, ম্যানুয়াল ব্যাংক পেমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারি। চেকআউট পরীক্ষা করে দেখার সময় আপনি "Pay with Card" অপশনটি নির্বাচন করুন। 4242 4242 4242 4242 এই পরীক্ষামূলক কার্ড নাম্বারটি এবং মেয়াদ শেষের তারিখ হিসেবে সামনের যে কোন একটা তারিখ এবং কোড হিসেবে CVC এর মত যে কোন তিনটি অক্ষর ব্যবহার করুন।

কিভাবে কিনবেন জিরোচ্যাট:

ইনভাটোর কোডক্যানিয়ন থেকে জেরন আইটির সর্বোচ্চ বিক্রিত সফটওয়ার জিরোচ্যাট কিনতে নিম্নোক্ত লিংকে যান।

https://1.envato.market/9P0oy

কিভাবে যুক্ত করবেন এই ই-কমার্স চ্যাটবট:

এই ই-কমার্স চ্যাটবট জিরোচ্যাট এর মাধ্যমে কিভাবে যুক্ত করতে হয় তা বিস্তারিত জানতে নীচের লিংকে যান।

https://xeroneit.net/blog/how-to-create-ecommerce-store-in-facebook-messenger-with-xerochat

 

 

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রয়োজনীয় তথ্যের জন্য ধন্যবাদ।

অসাধারণ সফটওয়্যার, আমি আজই কিনবো। ধন্যবাদ