অনলাইনে আয় করতে চান… কেউ আপনাকে রুখবে না, তবে সবকিছু বিবেচনা করে সঠিক পথে এগিয়ে যাওয়াটাই কি বাঞ্ছনীয় নয়?

আসসালামুয়ালাইকুম,

আজ বেশ অনেক দিন পর টিউন করছি, পড়ালেখা নিয়ে বেশ ব্যস্ত তাই তেমন টিউন করা হয়ে ওঠে না...

অন্যান্য দেশের খবর তেমন একটা না জানলেও নিজের দেশের শতকরা ৭০ ভাগ (ধারণার উপর বললাম) ইন্টারনেট ইউজারই যে কোন না কোন ভাবে নিজের সময়ের মূল্যবান অংশ ব্যয় করছেন ইন্টারনেটে আয় করার পিছনে এটুকু সিউর। অনেকেই হয়তো সফল হয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই, তবে সিংহভাগই যে ব্যর্থ সেটা মুখ ফুটে বলার প্রয়োজন হয়না... যারা টেকনলজী বিষয়ে সাধারণ জ্ঞান রাখেন মাত্র তারাও আপাদ-মস্তক চিন্তা-ভাবনা না করেই ছুটছেন আয়ের পিছে, অতঃপর নিজের মূল্যবান সময় অপচয় করে অনলাইনে আয় সম্পর্কে ভুল ধারণা লাভ করছেন।

আয় করা সাধারণ বিষয় না, দুনিয়ার সকল প্রকার মানুষ কাজ করে কিছু টাকা আয়ের জন্যই। হোক সেটা অনলাইনে আর হোক সেটা ব্যবসা বা চাকরির মাধ্যমে, যেভাবেই আপনি আয় করতে চান না কেন আপনাকে কষ্ট করতেই হবে, বিনা কষ্টে কেউ আপনাকে টাকা দেবে না। ইন্টারনেট ব্যবহারে যারা নতুন তারা কোনভাবে কারও কাছে ইন্টারনেটে আয় সম্পর্কে শুনেই নেমে পড়েন আয়ের উদ্দেশ্যে, কিন্তু সেটা যদি এতোই সহজ হত তবে কোন মানুষই আর গরীব থাকতো না।

টেকটিউন্স আগের তুলনায় এখন অনেক সমৃদ্ধ হয়েছে তবুও আগের অনেক ভালো মানের টিউনারকে এখন আমরা আমাদের মাঝে পাচ্ছি না, এর পিছনে বেশ কিছু কারণ থাকলেই যে কারণটি মুখ্য সেটি হল আজে বাজে টিউন, আমি এখানে পুরোপুরি উল্লেখ না করলেই এ বিষয়ে একটা প্রতিবাদ টিউন করেছিলাম, সকলকেই পড়ে দেখার অনুরোধ রইল।

সকলের প্রতি অনুরোধ থাকবে অনলাইনে আয় করার আগে একটু ভাবুন আপনি কোন পথে আয় করতে সাচ্ছন্দবোধ করবেন... অনলাইনে আয়ের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন পদ্ধতি হল ব্লগিং। সহজ বলার কারণ হল - আপনি যদি নিয়মকানুন মেনে অন্য কোন দিকে মনোযোগ না দিয়ে আয়ের জন্য ব্লগিং এর দিকেই মনোযোগ দেন তবে ব্লগিং থেকে আয় মোটেই কঠিক কিছু না, তবে আপনি যদি অল্প কয়েকদিন ব্লগিং করেন, নিয়ম-কানুন না মানেন, ব্লগিং এর প্রতি আস্থা না রাখেন, আয়ের জন্য একদিকে প্রতিষ্ঠিত না হয়ে একাধিক দিকে এক সাথে মনোযোগ দেন তবে এই ব্লগিং থেকেই আয় করা সব চেয়ে কঠিন হয়ে পড়বে যে কারও জন্য।

ব্লগিং থেকে আয় করতে হলে আগে এই বিষয়ে সঠিক ধারণা লাভ করুন, সকল দিক বিবেচনা করুন অতঃপর নিজেকে এর যোগ্য মনে করলে শুরু করে দিন ব্লগিং, আর যদি মনে করেন যে না আমার দ্বারা এসব হবে না, তো ব্লগিং থেকে দুরেই থাকুন। হতাশা বড় খারাপ জিনিস, তাই সবকিছু বুঝে শুনেই করতে চেষ্টা করুন, কোন কাজে একবার হতাশ হলে আপনার আত্যবিশ্বাস কমে যেতে পারে।

(ব্লগিং বলতে অন্যের লেখা চুরি করে নিজের ব্লগে বসিয়ে দেয়াকে বোঝায় না, নিজে কষ্ট করে লিখতে হবে)

ব্লগিং-এ আপনি নিজেকে যোগ্য মনে না করলে আপনি ফ্রিল্যান্সিং করুন। আবারও মনে করিয়ে দিতে চাই, মানুষ আপনাকে এমনি টাকা দিবে না, আপনাকে এর জন্য কষ্ট করতে হবে। ফ্রিল্যান্সিং এ কাজ করতে নামার আগে ভালোভাবে জেনে নিন কিভাবে এগিয়ে যাবেন, কোন বিষয়ে আপনি কাজ করলে সফলতা লাভ করতে পারবেন ইত্যাদি। ফ্রিল্যান্স জব গুলো কেন দেয়া হয় অনেকে সেটাই জানেন না কিন্তু দেখা যাচ্ছে তিনি ফ্রিল্যান্সিং এ উঠে পড়ে লেগেছেন, কোন কাজে নামার আগে তার নারি-নক্ষত্র সম্পর্কে সঠিক ধারণা লাভ করুন তার পরই মাঠে নামুন। উদাহরণ হিসেবে বলতে পারি- ধরুন আপনি ক্রিকেট সম্পর্কে নূন্যতম জ্ঞানটাও রাখেন না, কিভাবে ব্যাত ধরতে হয়, কোন পজিশনে দাড়াতে হয়, কোন বল কিভাবে ফেস করতে হয় অথবা বল কিভাবে করতে হয়, কত স্পিডে বল করার জন্য কতটুকু রান-আপ নিতে হয়, পপিং ক্রিজে কিভাবে লাফ দিতে হয় ইত্যাদি ইত্যাদি নানা নিয়ম-কানুন যদি আপনি না জানেন তবে কখনোই আপনি ভালো ক্রিকেটার হতে পারবেন না... অনলাইনে আয়টাও ঠিক সেরকম, সঠিকভাবে সকল খুটি-নাটি বিষয়ে জানুন-বুঝুন অতঃপর সব কিছু নিজের আয়ত্তে এসে গেলে তখন না হয় আপনি ফ্রিল্যান্সিং এ নামুন, এতে করে আপনি সফল হবেন এটাই স্বাভাবিক...

ফ্রিল্যান্সিং করতে গেলে নানারকম কাজ পাওয়া যেতে পারে, সবগুলোর দিকে আগ্রহী হওয়ার প্রয়োজন নেই, আপনি  নিজে ইউনিকভাবে যে কাজগুলো করতে পারবেন শুধু সেগুলোতেই বিড করুন, ধৈর্য হারেবেন না, আস্থা রাখুন কাজ পাবেনি, তবে এক্ষেত্রে যারা অল্প শিক্ষিত, তাদের জন্য কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে, তাই তাদের প্রতি অনুরোধ আপনারা আগে ইংরেজীতে নিজেদের ঝালিয়ে নিন তারপর কাজ শুরু করুন।

ইন্টারনেটে আয় করার অনেকগুলো পথ থাকলেও সবচেয়ে খারাপ এবং ফালতু পথগুলোর মধ্যে পি.টি.সি থেকে আয় অন্যতম। যারা পি.টি.সি থেকে আয় করেন তাদের আমি মোটেও হেয় করছি না, তাদের প্রতি অনুরোধ একটু ভেবে দেখুন যতটুকু সময় আপনি পি.টি.সি থেকে আয় করার জন্য ব্যয় করছেন তার এক তৃতীয়াংশ যদি আপনি ব্লগিং বা ফ্রিল্যান্সিং এর ওপর সঠিকভাবে ব্যয় করেন তবে আপনি অনেক বেশি সফল হতে পারবেন। তবে আপনি যদি পি.টি.সি  থেকে আয় নিয়ে সন্তুষ্ট থাকেন তবে কারোই আপত্তি নেই, তবে বেশ কয়েক মাস কষ্ট করে যখন বলেন যে আমি টাকা পাইনি, তখন আপনার যতটা খারাপ লাগে, আমরা ঠিক ততটাই ব্যথিত হই, পি.টি.সি  থেকে টাকা হয়তো পাওয়া সম্ভব তবে তা দিয়ে যে আয় হয়, সে সময় যদি কেউ কাউকে প্রাইভেট পড়ায় তার কয়েকগুণ বেশি আয় হবে।

অনেককেই দেখা যায় অনলাইনে আয়ের জন্য অতিরিক্ত উৎসাহী হয়ে পড়েন! এতে সমস্যা নেই, তবে অতিরিক্ত উৎসাহী হয়ে নিজের সব কিছু বাদ দিয়ে শুধু অনলাইনে আয় নিয়ে মাথা ঘামাবেন না, প্রথমে ধৈর্যের সাথে কাজ করুন, যখন সফলতা আসতে শুরু করবে তখন ধীরে ধীরে আপনি এই দিকে বেশি করে মাথা ঘামান...

আমি উপরে তিনটি আয়ের উপায় নিয়ে আলোচনা করলেও আরো অনেক পদ্ধতি আছে, তবে বাংলাদেশীদের জন্য এগুলোই প্রযোজ্য...

ফ্রিল্যান্সিং, ব্লগিং যাই করুন সঠিকভাবে সঠিক পথে করুন, এতে সফল হওয়ার সম্ভাবনাই বেশি... সবসময় উন্নতির জন্যে কাউকে নিজের গুরু হিসেবে গ্রহণ করুন, তাকে অনুসরণ করতে চেষ্টা করুন সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। সহজভাবে আয়ের জন্যে আমি নিজে ব্লগিংকেই এগিয়ে রাখবো... যারা ব্লগিং থেকে আয় করতে চান তারা-

সহ নানান সফল মানুষকে অনুসরণ করতে পারেন, তাদের লেখা নিয়মিত পড়ুন, নিজেই বুঝে যাবেন কাকে আপনার অনুসরণ করা উচিৎ আর কোন পথে গেলে আপনি সফল হবেন... যারা ফ্রিল্যান্স থেকে আয় করতে চান তারাও ফ্রিল্যান্স নিয়ে বিভিন্ন ব্লগ আছে, সেগুলো নিয়মিত পড়তে পারেন, এতে আপনার ধারণা ক্লিয়্যার হবে পাশাপাশি নানারকম দিক নির্দেশনা পাবেন, ফ্রিল্যান্সাররা যেসব ব্লগ অনুসরণ করতে পারেন -

তো আশা করি সকলেই অনলাইনে আয় করতে নামার আগে ভাববেন, সঠিক পথ বেছে নিতে সমর্থ হবেন অতঃপর সফল হবেন এবং সফল হওয়ার পর অবশ্যই টেকটিউনস কে মনে রাখবেন + টেকটিউনস এ আপনার সাফল্যগাথা লিখবেন। (অবশ্যই ২-৩ ডলার আয়ের সাফল্যগাথা না!!)

টেকটিনস এর মডারেটর প্যানেল আগের তুলনায় এখন অনেক একটিভ, মডারেটরদের এমন দায়িত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হওয়ায় আমি অনেক খুশি... আশা করছি এমনটিই থাকবে... জয়তু টেকটিউনস, জয়তু মডারেটরস, জয়তু মেহেদী ভাই, জয়তু জালাল ভাই, জয়তু ক্রিয়েটিভিটি উইদিন...

আরো যে পোস্টগুলো পড়তে পারেন-

__̴ı̴̴̡̡̡ ̡͌l̡̡̡ ̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡ ̡͌l̡̡̡̡.__যেভাবে আপনার মোবাইলের ক্যামেরা দিয়েই তুলবেন ভালো মানের ছবি__̴ı̴̴̡̡̡ ̡͌l̡̡̡ ̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡ ̡͌l̡̡̡̡.__By DJ ΛЯIF

আসসালামুয়ালাইকুম,

আজ বেশ অনেক দিন পর টিউন করছি, পড়ালেখা নিয়ে বেশ ব্যস্ত তাই তেমন টিউন করা হয়ে ওঠে না...

অন্যান্য দেশের খবর তেমন একটা না জানলেও নিজের দেশের শতকরা ৭০ ভাগ (ধারণার উপর বললাম) ইন্টারনেট ইউজারই যে কোন না কোন ভাবে

নিজের সময়ের মূল্যবান অংশ ব্যয় করছেন ইন্টারনেটে আয় করার পিছনে এটুকু সিউর। অনেকেই হয়তো সফল হয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই, তবে

সিংহভাগই যে ব্যর্থ সেটা মুখ ফুটে বলার প্রয়োজন হয়না... যারা টেকনলজী বিষয়ে সাধারণ জ্ঞান রাখেন মাত্র তারাও আপাদ-মস্তক চিন্তা-ভাবনা না করেই

ছুটছেন আয়ের পিছে, অতঃপর নিজের মূল্যবান সময় অপচয় করে অনলাইনে আয় সম্পর্কে ভুল ধারণা লাভ করছেন।

আয় করা সাধারণ বিষয় না, দুনিয়ার সকল প্রকার মানুষ কাজ করে কিছু টাকা আয়ের জন্যই। হোক সেটা অনলাইনে আর হোক সেটা ব্যবসা বা চাকরির

মাধ্যমে, যেভাবেই আপনি আয় করতে চান না কেন আপনাকে কষ্ট করতেই হবে, বিনা কষ্টে কেউ আপনাকে টাকা দেবে না। ইন্টারনেট ব্যবহারে যারা নতুন

তারা কোনভাবে কারও কাছে ইন্টারনেটে আয় সম্পর্কে শুনেই নেমে পড়েন আয়ের উদ্দেশ্যে, কিন্তু সেটা যদি এতোই সহজ হত তবে কোন মানুষই আর গরীব

থাকতো না।

টেকটিউন্স আগের তুলনায় এখন অনেক সমৃদ্ধ হয়েছে তবুও আগের অনেক ভালো মানের টিউনারকে এখন আমরা আমাদের মাঝে পাচ্ছি না, এর পিছনে

বেশ কিছু কারণ থাকলেই যে কারণটি মুখ্য সেটি হল আজে বাজে টিউন, আমি এখানে পুরোপুরি উল্লেখ না করলেই এ বিষয়ে একটা প্রতিবাদ টিউন

করেছিলাম, সকলকেই পড়ে দেখার অনুরোধ রইল।

সকলের প্রতি অনুরোধ থাকবে অনলাইনে আয় করার আগে একটু ভাবুন আপনি কোন পথে আয় করতে সাচ্ছন্দবোধ করবেন... অনলাইনে আয়ের সবচেয়ে

সহজ এবং সবচেয়ে কঠিন পদ্ধতি হল ব্লগিং। সহজ বলার কারণ হল - আপনি যদি নিয়মকানুন মেনে অন্য কোন দিকে মনোযোগ না দিয়ে আয়ের জন্য ব্লগিং

এর দিকেই মনোযোগ দেন তবে ব্লগিং থেকে আয় মোটেই কঠিক কিছু না, তবে আপনি যদি অল্প কয়েকদিন ব্লগিং করেন, নিয়ম-কানুন না মানেন, ব্লগিং এর

প্রতি আস্থা না রাখেন, আয়ের জন্য একদিকে প্রতিষ্ঠিত না হয়ে একাধিক দিকে এক সাথে মনোযোগ দেন তবে এই ব্লগিং থেকেই আয় করা সব চেয়ে কঠিন হয়ে

পড়বে যে কারও জন্য।

ব্লগিং থেকে আয় করতে হলে আগে এই বিষয়ে সঠিক ধারণা লাভ করুন, সকল দিক বিবেচনা করুন অতঃপর নিজেকে এর যোগ্য মনে করলে শুরু করে দিন

ব্লগিং, আর যদি মনে করেন যে না আমার দ্বারা এসব হবে না, তো ব্লগিং থেকে দুরেই থাকুন। হতাশা বড় খারাপ জিনিস, তাই সবকিছু বুঝে শুনেই করতে চেষ্টা

করুন, কোন কাজে একবার হতাশ হলে আপনার আত্যবিশ্বাস কমে যেতে পারে।

(ব্লগিং বলতে অন্যের লেখা চুরি করে নিজের ব্লগে বসিয়ে দেয়াকে বোঝায় না, নিজে কষ্ট করে লিখতে হবে)

ব্লগিং-এ আপনি নিজেকে যোগ্য মনে না করলে আপনি ফ্রিল্যান্সিং করুন। আবারও মনে করিয়ে দিতে চাই, মানুষ আপনাকে এমনি টাকা দিবে না, আপনাকে

এর জন্য কষ্ট করতে হবে। ফ্রিল্যান্সিং এ কাজ করতে নামার আগে ভালোভাবে জেনে নিন কিভাবে এগিয়ে যাবেন, কোন বিষয়ে আপনি কাজ করলে সফলতা

লাভ করতে পারবেন ইত্যাদি। ফ্রিল্যান্স জব গুলো কেন দেয়া হয় অনেকে সেটাই জানেন না কিন্তু দেখা যাচ্ছে তিনি ফ্রিল্যান্সিং এ উঠে পড়ে লেগেছেন,

কোন কাজে নামার আগে তার নারি-নক্ষত্র সম্পর্কে সঠিক ধারণা লাভ করুন তার পরই মাঠে নামুন। উদাহরণ হিসেবে বলতে পারি- ধরুন আপনি ক্রিকেট

সম্পর্কে নূন্যতম জ্ঞানটাও রাখেন না, কিভাবে ব্যাত ধরতে হয়, কোন পজিশনে দাড়াতে হয়, কোন বল কিভাবে ফেস করতে হয় অথবা বল কিভাবে করতে হয়,

কত স্পিডে বল করার জন্য কতটুকু রান-আপ নিতে হয়, পপিং ক্রিজে কিভাবে লাফ দিতে হয় ইত্যাদি ইত্যাদি নানা নিয়ম-কানুন যদি আপনি না জানেন তবে

কখনোই আপনি ভালো ক্রিকেটার হতে পারবেন না... অনলাইনে আয়টাও ঠিক সেরকম, সঠিকভাবে সকল খুটি-নাটি বিষয়ে জানুন-বুঝুন অতঃপর সব কিছু

নিজের আয়ত্তে এসে গেলে তখন না হয় আপনি ফ্রিল্যান্সিং এ নামুন, এতে করে আপনি সফল হবেন এটাই স্বাভাবিক...

ফ্রিল্যান্সিং করতে গেলে নানারকম কাজ পাওয়া যেতে পারে, সবগুলোর দিকে আগ্রহী হওয়ার প্রয়োজন নেই, আপনি  নিজে ইউনিকভাবে যে কাজগুলো

করতে পারবেন শুধু সেগুলোতেই বিড করুন, ধৈর্য হারেবেন না, আস্থা রাখুন কাজ পাবেনি, তবে এক্ষেত্রে যারা অল্প শিক্ষিত, তাদের জন্য কিছুটা সমস্যার

সৃষ্টি হতে পারে, তাই তাদের প্রতি অনুরোধ আপনারা আগে ইংরেজীতে নিজেদের ঝালিয়ে নিন তারপর কাজ শুরু করুন।

ইন্টারনেটে আয় করার অনেকগুলো পথ থাকলেও সবচেয়ে খারাপ এবং ফালতু পথগুলোর মধ্যে পি.টি.সি থেকে আয় অন্যতম। যারা পি.টি.সি থেকে আয়

করেন তাদের আমি মোটেও হেয় করছি না, তাদের প্রতি অনুরোধ একটু ভেবে দেখুন যতটুকু সময় আপনি পি.টি.সি থেকে আয় করার জন্য ব্যয় করছেন তার

এক তৃতীয়াংশ যদি আপনি ব্লগিং বা ফ্রিল্যান্সিং এর ওপর সঠিকভাবে ব্যয় করেন তবে আপনি অনেক বেশি সফল হতে পারবেন। তবে আপনি যদি পি.টি.সি

থেকে আয় নিয়ে সন্তুষ্ট থাকেন তবে কারোই আপত্তি নেই, তবে বেশ কয়েক মাস কষ্ট করে যখন বলেন যে আমি টাকা পাইনি, তখন আপনার যতটা খারাপ

লাগে, আমরা ঠিক ততটাই ব্যথিত হই, পি.টি.সি  থেকে টাকা হয়তো পাওয়া সম্ভব তবে তা দিয়ে যে আয় হয়, সে সময় যদি কেউ কাউকে প্রাইভেট পড়ায়

তার কয়েকগুণ বেশি আয় হবে।

অনেককেই দেখা যায় অনলাইনে আয়ের জন্য অতিরিক্ত উৎসাহী হয়ে পড়েন! এতে সমস্যা নেই, তবে অতিরিক্ত উৎসাহী হয়ে নিজের সব কিছু বাদ দিয়ে শুধু

অনলাইনে আয় নিয়ে মাথা ঘামাবেন না, প্রথমে ধৈর্যের সাথে কাজ করুন, যখন সফলতা আসতে শুরু করবে তখন ধীরে ধীরে আপনি এই দিকে বেশি করে

মাথা ঘামান...

আমি উপরে তিনটি আয়ের উপায় নিয়ে আলোচনা করলেও আরো অনেক পদ্ধতি আছে, তবে বাংলাদেশীদের জন্য এগুলোই প্রযোজ্য...

ফ্রিল্যান্সিং, ব্লগিং যাই করুন সঠিকভাবে সঠিক পথে করুন, এতে সফল হওয়ার সম্ভাবনাই বেশি... সবসময় উন্নতির জন্যে কাউকে নিজের গুরু হিসেবে গ্রহণ

করুন, তাকে অনুসরণ করতে চেষ্টা করুন সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। সহজভাবে আয়ের জন্যে আমি নিজে ব্লগিংকেই এগিয়ে রাখবো...

যারা ব্লগিং থেকে আয় করতে চান তারা-
জন চাও,
ইয়ারো স্ট্যারক,
হারশ আগারওয়াল,
জিন্নাত ভাই
সহ নানান সফল মানুষকে অনুসরণ করতে পারেন, তাদের লেখা নিয়মিত পড়ুন, নিজেই বুঝে যাবেন কাকে আপনার অনুসরণ করা উচিৎ আর কোন পথে

গেলে আপনি সফল হবেন... যারা ফ্রিল্যান্স থেকে আয় করতে চান তারাও ফ্রিল্যান্স নিয়ে বিভিন্ন ব্লগ আছে, সেগুলো নিয়মিত পড়তে পারেন, এতে

আপনার ধারণা ক্লিয়্যার হবে পাশাপাশি নানারকম দিক নির্দেশনা পাবেন, ফ্রিল্যান্সাররা যেসব ব্লগ অনুসরণ করতে পারেন -
ফ্রিল্যান্স সুইচ
ফ্রিল্যান্স ফোল্ডার
ফ্রিল্যান্স ভেন্যু

তো আশা করি সকলেই অনলাইনে আয় করতে নামার আগে ভাববেন, সঠিক পথ বেছে নিতে সমর্থ হবেন অতঃপর সফল হবেন এবং সফল হওয়ার পর

অবশ্যই টেকটিউনস কে মনে রাখবেন + টেকটিউনস এ আপনার সাফল্যগাথা লিখবেন। (অবশ্যই ২-৩ ডলার আয়ের সাফল্যগাথা না!!)

টেকটিনস এর মডারেটর প্যানেল আগের তুলনায় এখন অনেক একটিভ, মডারেটরদের এমন দায়িত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হওয়ায় আমি অনেক খুশি... আশা

করছি এমনটিই থাকবে... জয়তু টেকটিউনস, জয়তু মডারেটরস, জয়তু মেহেদী ভাই, জয়তু জালাল ভাই, জয়তু ক্রিয়েটিভিটি উদিন...

Freelance Writer

আসসালামুয়ালাইকুম, "ফ্রিল্যান্সিং"  ইদানিং কালের ইন্টারনেট ইউজারদের জন্য একটা হট টপিক, বিশেষ করে এশিয়ার দেশগুলোর জন্য। গত কিছুদিন যাবৎ ফ্রিল্যান্সিং বিষয়ক বিভিন্ন জরিপে আমাদের দেশ - এর বেশ অগ্রগতি দেখা যাচ্ছে। আমাদের দেশের মানুষের জন্যে...

যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই…[স্ক্রিনশটসহ]

DVD_Shrink

আসসালামুয়ালাইকুম, আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। টেকটিউনস মিট-আপের পর আজই প্রথম টিউন করছি... মিট-আপে কি হয়েছে না হয়েছে, তা জাকির ভাই, মারুফ ভাই সহ অনেকেই এ প্রসঙ্গে তাদের মতামত এবং...

টেকটিউনসের টাইম মেশিনে চড়ে ঘুরে এলাম অতীত!

time-machine

আসসালামুয়ালাইকুম, আজ শুক্রবার, তাই পড়ার চাপ কম। হঠাতই মনে হলো যে টেকটিউনসে তো টিউন আর্কাইভ যুক্ত করা হয়েছে তাই এর যাদুর গালিচায় চড়ে চলে যাই অতীতের টেকটিউনসে, আর ঘুরতে ঘুরতেই কথাটা মাথায় এলো;...

আপনার ওয়্যার্ডপ্রেস ব্লগে/ওয়েবসটে ফেসবুক, টুইটার, স্টাম্বল আপন এবং ডিগের ভাসমান শেয়ারিং বাটন যোগ করে ব্লগের ট্রাফিক বাড়াবেন যেভাবে!

twitter share button

আসসালামুয়ালাইকুম। আশা করি সকলে সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আজ বেশ অনেক দিন পর টিউন করতে বসলাম। আজকে টিউন করবো ওয়্যার্ডপ্রেসে কিভাবে ফেসবুক, টুইটার, স্টাম্বল আপন এবং ডিগের ভাসমান শেয়ারিং বাটন বানাতে হয়। বাটনটি...

২০১০ এর সেরা যত সিস্টেম ইউটিলিটি ফ্রিওয়্যার – রিভিউ এবং ডাউনলোড লিঙ্ক

Flickr

বাংলাদেশের প্রেক্ষাপটটা এমনযে এখানে ভালো মানে কোন সফটওয়্যার সেবা দাতা কোম্পানী তাদের ব্যবসার শুরু করলে খুব একটা লাভবান হতে পারবেনা, এই বিষয়টা শুধু বাংলাদেশ না, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার প্রায় সকল দেশেই, এখানকার...

মাত্র এক ক্লিকেই আপনার ফায়ারফক্সকে সুপারস্পিডি করে তুলুন!

fast_fox

আসসালামুয়ালাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমার আজকের এই টিউনটি ফায়ারফক্সকে স্পিডি করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার নিয়ে। তো শুরু করা যাক। মোজিলা ফায়ারফক্স এযাবৎ কালের সেরা ব্রাউসার যা সর্বাধিক ফিচারসমৃদ্ধ এবং স্পিডি। যদিও গুগোল...

ফিশিং(Phishing) আসলে কি এবং কিভাবে হয়, অতঃপর বাঁচার কতিপয় উপায়!

devil-on-computer1

আসসালামুয়ালাইকুম, বেশ অনেক দিন পরে আজ টিউন করলাম, আশা করি টেকটিউনসের সকলেই ভালো আছেন। পরীক্ষার প্রবল চাপে গত ১৫ দিন টিউন করা হয়নি। আজ একটু সুযোগ পেলাম কারণ কাল পরীক্ষা নেই, পরশুও নেই, একেবারে...

মহাগ্রন্থ আল-কুরআন সংরক্ষিত হয়েছিল যেভাবে!

Quran

আসসালামুয়ালাইকুম, বেশ কয়েকদিন পর আজ টিটি তে লিখলাম। কুরআন মাজীদ আল্লাহর বাণী। সমগ্র মানব জাতির হেদায়াতের জন্য আল্লাহর নিকট থেকে অবতীর্ণ আসমানী গ্রন্থসমূহের মধ্যে কুরআন মাজীদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এটি আরবি ভাষায় নাজিল...

ইসলামিক ব্লগের জন্য ওয়ার্ডপ্রেস থিম প্রয়োজন!

ইসলামিক ব্লগের জন্য ওয়ার্ডপ্রেস থিম প্রয়োজন!

আসসালামুয়ালাইকুম, আজ একটি ইসলামিক ব্লগ তৈ্রী করলাম। ব্লগটি ওয়ার্ডপ্রেসে করা। ব্লগটির এড্রেস হলঃ http://islaminsidetheheart.com/blog এখন মূল কথা হল, এই সাইটটির জন্য আমার একটি সুন্দর ওয়ারডপ্রেস থিম দরকার, ভালো থিম আমি খুজে পাচ্ছিনা, আপনারা যদি...

মাল্টি পাসওয়ার্ড রিকভারি ১.২.২ দিয়ে রিকভার{হ্যাক}করুন ১১০ রকমের পাসওয়ার্ড!!!সত্যি!!

multi password recovery

আসসালামুয়ালাইকুম! আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভাল আছেন। আজ কয়েকদিন পরে টিউন কতে বসলাম! তো যাই হোক আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব এমন একটি সফটওয়্যারের সাথে যা দিয়ে আপনি ১১০ রকমের পাসওয়ারড ররিকভার...

আপনার কম্পিউটারের ফাইলগুলোও এখন সার্চ করুন গুগল সার্চের মত!

আপনার কম্পিউটারের ফাইলগুলোও এখন সার্চ করুন গুগল সার্চের মত!

আসসালামুয়ালাইকুম, আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আপনি আপনার কম্পিউটারে কোন ফাইল বা কোন গান বা যে কোন কিছুই যদি হারিয়ে ফেলেন তাহলে আপনি কি করেন? আপনি উইন্ডোজের ডিফল্ট সার্চ ব্যবহার করেন।...

ব্যক্তিগত: আমার এভাটার চেঞ্জ হয়ে গিয়েছে! কিভাবে ঠিক করবো?

ব্যক্তিগত: আমার এভাটার চেঞ্জ হয়ে গিয়েছে! কিভাবে ঠিক করবো?

গতকাল থেকে দেখছি যে আমার এভাটার চেঞ্জ হয়ে গিয়েছে। কিভাবে হল বুঝতে পারলাম না। আমি আরো কয়েকজনের একই অবস্থা দেখছি। এখন আমার প্রশ্ন হল - কি করে আমি এভাটার চেঞ্জ করে আবার নতুন ছবি...

ಥ_ಥফুল টাইম ব্লগাররা যেভাবে শরীরের যত্ন নিবেন!ಥ_ಥ By DJ ΛЯIF

ಥ_ಥফুল টাইম ব্লগাররা যেভাবে শরীরের যত্ন নিবেন!ಥ_ಥ By DJ ΛЯIF

ফুল টাইম ব্লগাররা যেভাবে শরীরের যত্ন নিবেন! আসসালামুয়ালাইকুম, ব্লগিং আজকের বিশ্বের অনেক মানুষের পছন্দের কাজ। কেউ এটাকে বেছে নিয়েছেন আয় করার উপায় হিসেবে, কেউবা নিয়েছেন পারট টাইম জব হিসেবে আবার কেউ নিয়েছেন শখের বসে।...

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়, অতঃপর হোয়াইটওয়াশ!

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়, অতঃপর হোয়াইটওয়াশ!

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়, অতঃপর হোয়াইটওয়াশ! বাংলাদেশ ক্রিকেট খেলা শুরু করার পর থেকেই দ্রুত গতিতে উন্নতি করেছে যদিও তা বর্তমানে অন্যান্য দেশের তুলনায় কম মনে হয়, কিন্তু যে হারে বাংলাদেশ উন্নতি করছে...

ಥ_ಥ ইন্টারনেটে আপনার পাসওয়্যার্ডকে হ্যাকার আক্রমণ থেকে রক্ষা করবেন যেভাবে!ಥ_ಥ By DJ ΛЯIF

ಥ_ಥ ইন্টারনেটে আপনার পাসওয়্যার্ডকে হ্যাকার আক্রমণ থেকে রক্ষা করবেন যেভাবে!ಥ_ಥ By DJ ΛЯIF

ಥ_ಥইন্টারনেটে আপনার পাসওয়্যার্ডকে হ্যাকার আক্রমণ থেকে রক্ষা করবেন যেভাবে!ಥ_ಥ By DJ ΛЯIF আসসালামুয়ালাইকুম, আমরা বোধহয় এখন পাসওয়্যার্ড চালিত পৃথিবীতে বসবাস করছি! চলতে ফিরতে সব কিছুতেই পাসওয়্যার্ড। কম্পিউটারে পাসওয়্যার্ড, মোবাইলে পাসওয়্যার্ড সব জায়গায় শুধু পাসওয়্যার্ড...

__̴ı̴̴̡̡̡ ̡͌l̡̡̡ ̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡ ̡͌l̡̡̡̡.__যেভাবে আপনার মোবাইলের ক্যামেরা দিয়েই তুলবেন ভালো মানের ছবি__̴ı̴̴̡̡̡ ̡͌l̡̡̡ ̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡ ̡͌l̡̡̡̡.__By DJ ΛЯIF

__̴ı̴̴̡̡̡ ̡͌l̡̡̡ ̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡ ̡͌l̡̡̡̡.__যেভাবে আপনার মোবাইলের ক্যামেরা দিয়েই তুলবেন ভালো মানের ছবি__̴ı̴̴̡̡̡ ̡͌l̡̡̡ ̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡ ̡͌l̡̡̡̡.__By DJ ΛЯIF

যেভাবে আপনার মোবাইলের ক্যামেরা দিয়েই তুলবেন ভালো মানের ছবি আসসালামুয়ালাইকুম, বর্তমান সময়ে প্রায় সকলের হাতে হাতেই আছে ক্যামেরা মোবাইল। হোক তা চাইনিজ বা হোক কোয়ালিটির, ক্যামেরা মোবাইল বলে কথা। অনেকেরই ধারণা যে মোবাইলের ক্যামেরা...

মোট পাতা - 3 টি123

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1479 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই জটিল TUNE । THANKS 😀

অত্যন্ত বাস্তবভিত্তিক, সময়োপযোগী একটি কার্যকরী টিউন। আশা করি এই টিউনটি নতুনদের প্থপ্রদর্শক হিসেবে কাজ করবে। ধন্যবাদ জানানোর মত আনুষ্ঠানিকতা দেখানো শুধু বাতুলতা মাত্র। আপনাকে অভিবাদন জানাচ্ছি। এমন সুন্দর, পরিচ্ছন্ন, আপাদমস্তক মঙ্গলময় টিউন আরো প্রত্যাশা করি।

    সহমত

    আপনাকেও অনেক ধন্যবাদ পলাশ ভাই (আমার নিজেরও ডাক নাম পলাশ), নতুনরা এজাতীয় টিউন থেকে উপকৃত হলে শুধু আমি না, আরো অনেকেই আছেন যারা এ জাতীয় টিউন করার ক্ষমতা রাখেন, তারাও টিউন করতে আগ্রহী হবেন…

Level 0

ভাল লাগল । ডিজে আরিফ , আপনাকে আমি বড় ভাই বললাম। আমি তো কিছু দিন ptc মানে "bux to" তে কাজ করেছি । আমার একাউন্ট এ ৫০ ডলার জমা আছে । আমার প্রশ্ন হল কিভাবে আমি ঐ টাকা হাতে পাব ?
বাস্তবে কি টাকা পাওয়া যায়?
আপনার লেখা বেশ বাস্তব সম্পন্ন তাই আপনাকে প্রশ্ন করলাম । আশা করি উত্তর দিবেন ।

    আমি নিজে কখনোই পি.টি.সি থেকে আয় করার চেষ্টা করিনি, তাই সঠিকভাবে বলতে পারবোনা টাকা কিভাবে পাবেন, তবে নেটে একটু খোজাখুজি করে দেখলাম যে বাক্সটু একটি স্ক্যাম সাইত, মানে তারা টাকা দেয়না, তবে এর ব্যাতিক্রমও ঘটতে পারে…

বাস্তবমুখর আলোচনা। ধন্যবাদ।

Level 0

ভাল লাগল

{স্প্যামিং বন্ধ করুন – ডিজে আরিফ}

মাঝে মাঝে মনে হয় টেকটিউনস এ টিউন করা বন্ধ করে দেই কিন্তু দায়বদ্ধতার জন্য পারি না।কারণ এই টেকটিউন্স এর টিউনার মেহেদী আকরাম ভাই, রিয়া আপু ,শাকিল ভাই ছাড়াও অনেক ভাল ভাল টিউনারদের টিউন এর কল্যাণেই আজ এতদুর আশা।শুরুটা আমার হয়েছিল টেকটিউনস থেকেই।তাই ছেড়েও যেতে পারছি না।মডারেশান প্যানেল এর কার্মকান্ড আরো বৃদ্ধি করা দরকার তাড়াতাড়ি।এছাড়া যে পদক্ষেপগুলো এখনই নেয়া জরুরী যেগুলা হল,

১। নতুন রেজিস্ট্রেশান করা সদস্যদের জন্য রেফারেল লিঙ্ক দেয়া বন্ধ করা।সেটা কমেন্টে হোক আর পোস্ট আকারেই হোক।

২। যদি তা না করা যায় নতুন সদস্যদের জন্য অন্ততপক্ষে মন্তব্য বন্ধ(Comments Closed) করার নিয়ম তুলে ফেলা এবং কমেন্ট এডিট করার সিস্টেম বন্ধ করা।অনেকসময় অনেক ফেক সাইট সম্পর্কে কমেন্ট করে অভিজ্ঞরা অন্যদের জানাতে চেষ্টা করেন কিন্তু মন্তব্য অপশান বন্ধ করে রাখার কারণে মডারেটরের চোখে পড়ার আগেই অনেক ব্যবহারকারী ভুক্তভোগী হয়।

৩।আর না হয় নতুন সদস্যদের লেখা প্রথমেই প্রকাশ না করে আগে মডারেশানের আওতায় নিয়ে চেক করে প্রকাশ করা।

বাংলা ফোরাম সমূহে যারা ব্যবহারকারী তারা জানেন সেখানে খুব সুন্দরভাবে মডারেশান প্যানেল কাজ করে যাচ্ছে।আশাকরি টেকটিউনস এর মডারেশান প্যানেলও একইভাবে কাজ শুরু করবে।

    আরিফ ভাইকে ধন্যবাদ! নাইম ভাইয়ের সাথে পুরোপুরি সহমত পোষণ করছি!

    নাইম ভাইয়ের প্রতিটি কথাই ১০০% গ্রহণযোগ্য বলে আমি মনে করি, কর্তৃপক্ষকে বিষয়গুলো আমলে নেয়ার অনুরোধ রইলো…

    ধন্যবাদ নাইম ভাই এবং ব্লগার ভাই…

Level 0

আপনাকে আমি ধন্নবাদ দিয়া ছোট করতে চাইনা।আপনি আজ এমন একতা টিউন করেসেন যার জন্য শুধু মাত্র একটা ধন্নবাদ ই যথেস্ট নয়।আশা করি এই টিউন থেকে নতুন রা সঠিক দিক নিরদেশনা পাবে।আমি নিজে ও আপনার এ টিউন দেখে সতরক হইয়ে গেলাম।আমি জগান্নাথে পরি।ফ্রিলাঞ্চিং থেকে এখন আমি কোন টাকা আয় করতে পারিনি।অথচ পরালেখায় অনেক ড্রিল্ দিয়ে ফেলেসিলাম।এখন আমি বুজে শুনে কাজ করব।

    ধন্যবাদ মাসুদ রানা ভাই, আগে পার্ট টাইম হিসেবে কাজ করুন, পড়ালেখা কোন অবস্থাতেই বাদ দেয়ার চিন্তা করবেন না, টাকাই সব না, পড়ালেখারও গুরুত্ব আছে, সফল হওয়া শুরু করলে ফুল টাইম কাজ করা শুরু করে দিন…

    Level 0

    ভাইয়া,আমার কাছে aaa logo design নামে একটা সফট ওয়ার আছে।এটা দিয়ে design করে কি আমি freelancing এর কাজ করতে পারি?অথাত এই ধরনের রেডি মেড software দিয়ে তইরি করা লগো কি employer accept করে?

    সবাই না করলেও, কিছু কিছু মানুষ এক্সেপ্ট করলেও করতে পারে, তবে আমার সাজেশন হল, যেহেতু আপনি ফটোশপে লোগো ডিজাইনে এক্সপার্ট না তাই লোগো ডিজাইনের কাজ আপনার জন্য না করাই ভালো… যে কাজ আপনি নিজে পুরোপুরি পারেন সে কাজেই হাতঁ দিন…

Level 0

বেশ গুরুত্বপূর্ন পোষ্ট
কিন্তু মডু হিসেবে সোহান ভাইয়ের নাম না বললেই নয়,
আর আমরা কিছু টিঊনার তাকে সাহায্য করার চেষ্টা করছি
ধন্যবাদ ডিজে

    আরে লাকি ভাই যে, আপনার কমেন্ট পাবো ভাবিনি, তবুও পেয়েছি যখন…

    হ্যা জানি, সোহান ভাইকে আপনারা অনেকেই সাহায্য-সহযোগিতা করছেন… ধন্যবাদ লাকি ভাই…

Level 0

সুন্দর টিউন অনেক কিছু জানার আছে নতুনদের জন্য।সেই সাথে আমার একটি কথা ফ্রিল্যান্সিং এর জন্য সবদিক ছুটা ছুটি না করে আগে নিজেকে যাচাই করুন আপনি কোন কাজটা ভাল করতে পারেন এবং সেইটা নিয়ে ক্রমান্বয়ে এগিয়ে যান………>

আমি এই সাইটে নতুন। তাই শুধু ধন্যবাদ দিলাম।

হুমম ! ধন্যবাদ আরিফ ভাই 😉

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য ।