
আপনারা অনেকেই আমাকে ফোন করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন আর এই সব প্রশ্ন নিয়ে আজ একটা টিউন দিচ্ছি আশা করি সবাই MakEarn.Com এর ব্যাপারে সব কিছু জানবেন।
এটি একটি মাল্টিপল নেটওয়ার্কিং সার্ভিস। এদের কাজ কোন ভিডিওকে প্রোমট করে দেওয়া। প্রতিটি ভিডিও ৩মিনিট করে দেখে সেটাকে লাইক, টিউমেন্ট ও শেয়ারের মাধ্যেমে এই ভিডিওকে সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে আসাই এদের কাজ।
আমি মনেকরি বাংলাদেশে অনেক কমই সাইট এসেছে যারা সত্যই অনেক ভালো মানের প্রমেন্ট করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাইট হল এই MakEarn.Com, এখান থেকে ইনকাম করার জন্য আপনাকে প্রতিদিন ২০টি করে ভিডিও দেখতে হবে সাথে লাইক, টিউমেন্ট ও শেয়ার করতে হবে। আর এই ২০টি ভিডিও দেখে আপনার ইনকাম হবে ৮০ টাকা।
হুম, ১০০বার যাবে। আপনি ফোন, পিসি, ল্যাপটপ যেকোন কিছু দিয়ে এই কাজ করতে পারবেন কোন সমস্যা নেই।
হুম আছে। আপনার একাউন্ট টি একটিভ করে নিতে হবে ২০ ডলার (১৬০০টাকা) দিয়ে। আপনার রেফারেল যে হবে তার মাধ্যমে এই আইডি একটিভ করতে পারবেন। অথবা MakEarn.Com এই একটা অপশন পাবেন Top Up নামে সেখান থেকে এইটা ফরম পূরণ করে ওখানে কিছু নাম্বার দেয়া আছে যেকোন নাম্বারে টাকা পাঠালেই ওরা একটিভ করে দিবে। আমার সাজেশন হল আপনারা রেফারেল এর মাধ্যেমে একাউন্ট একটিভ করবেন। এটা একটু সুবিধা জনক।
কাজ শুরুর আগে এই সব কথা আমিও ভেবেছি যদি টাকা মার যায়! কিন্তু আল্লাহ্র রহমতে এই সাইট থেকে খুব ভালো পরিমান আয় করছি বর্তমানে।
আপনার ব্যালেন্স এ যখন ৫০ ডলার হবে তখনি আপনি চাইলে টাকা উঠাতে পারেন। টাকা আপনি বিকাশে নিতে পারবেন সরাসরি।
এই বিষয়ে আমার কিছু ভিডিও আছে দেখে নিতে পারেন-
একাউন্ট খোলার ভিডিও- CLICK TO WATCH
কাজ করার ভিডিও - CLICK TO WATCH
ইনকাম বাড়ানোর ভিডিও- CLICK TO WATCH
ধন্যবাদ জানাই সবাই কে টিউন টি পড়ার জন্য। কোন সমস্যা হলে টিউমেন্ট করুন অথবা আমায় ফোন করতে পারেন - 01774-305978
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি Athoi Sabbir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।