টিনএজারের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার পদ্ধতি

টিনএজ বয়সটাই অভিমানের। টিনএজার সন্তান বাবা মায়ের ওপর অভিমান করে, আবার বাবা-মায়েরাও সন্তানের ওপর অভিমান করেন। এর পেছনে কারণ হলো টিনএজ বয়সের আবেগ এবং ভুল বোঝাবুঝি। আর এই বয়সেই সবচেয়ে বেশি ভুল করার প্রবণতা লক্ষ্য করা যায়। তাই বাবা-মায়ের উচিত এই সময় সন্তানকে পুরোপুরি বোঝার চেষ্টা করা এবং বন্ধুত্ব গড়ে তোলা।

জেনে নিন টিনএজ সন্তানের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার পদ্ধতি

খিটমিটে স্বভাব নয়
আপনার সন্তান যদি টিনএজার হয়ে থাকে তাহলে আপনার ধৈর্য বাড়িয়ে তুলতে হবে। কারণ সন্তানের ভুলগুলোতে চিৎকার-চেঁচামেচি করা যাবে না। সন্তানের কাছে ভালো অভিভাবক হিসেবে নিজেকে প্রমাণ করতে চাইলে তাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। বন্ধু সুলভ ব্যবহারে তাদের ভুলগুলো ধরিয়ে দিতে হবে। আপনিও যে ঐ বয়সে ভুল করেছিলেন এবং নিজেকে শুধরে নিয়েছেন সেসব গল্প বলতে হবে।

শখ পূরণ করুন
দুজন মিলে যেকোন একটি শখ বাছাই করুন যেটা একসঙ্গে করতে পারবেন। ধরুন গিটার বাজাতে পারেন আপনি। আপনার সন্তানকেও সেটা শিখিয়ে দিন। কিংবা দুজন মিলে ছবি আঁকুন। দুজনে একই শখ নিয়ে একসঙ্গে সময় কাটালে, আপনার সন্তান আপনাকে বন্ধু ভাবা শুরু করবে।

একসঙ্গে বেড়াতে যান
সন্তানের সঙ্গে মানসিক দূরত্ব কমানোর সবচাইতে ভালো পদ্ধতি হলো বেড়াতে যাওয়া। বিশেষ করে সেই ট্যুর যদি অ্যাডভেঞ্চার পূর্ণ হয় তাহলে তো কথাই নেই। হাইকিং, ক্যাম্পিং এবং আরও নানান ধরণের খেলাধুলার মাধ্যমে সন্তানের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারবেন খুব সহজেই। বিশেষ করে নেটওয়ার্কের বাইরে কোথাও যেতে পারলে আপনার এবং সন্তানের মুহূর্তগুলোকে সামাজিক মাধ্যম কেড়ে নিতে পারবে না।

সন্তানের কাছ থেকে শিখুন
টিনএজারদের একটি বৈশিষ্ট্য হলো, তারা ‘ছোট’ থাকতে চায় না। তাই সবকিছুতে তাদেরকে শিক্ষা না দিয়ে তাদের থেকেও কিছু শিক্ষা গ্রহণ করুন। ধরুন আপনি টেকনোলজিতে দুর্বল। এক্ষেত্রে সন্তানের থেকে ডিভাইসগুলো সম্পর্কে একটু শিখে নিন। কিংবা হতে পারে কোনো রেসিপি, ক্রাফট অথবা যেকোনো কিছুই শেখার ছলে সন্তানের বন্ধু হয়ে উঠতে পারবেন।

সারাক্ষণ গোয়েন্দাগিরি নয়
টিনএজারদের বাবা-মায়েরা সাধারণত সন্তানের পেছনে সারাক্ষণই গোয়েন্দাগিরি করতে থাকে। সন্তান কী করছে, কাদের সঙ্গে মিশছে এগুলো অবশ্যই জানা জরুরি। কিন্তু তাই বলে তাদেরকে একেবারেই প্রাইভেসি দিচ্ছেন না, এটা কিন্তু তাদের জন্য বেশ বিরক্তিকর। তাদের জীবনে যত বেশি জোরপূর্বক প্রবেশ করতে চাইবেন, তারা আপনাকে তত বেশি দূরে ঠেলে দিবে।

Level 0

আমি নাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস