যেসব গুণাবলী মানুষকে সফল হতে সাহায্য করে।

যে সব গুণাবলী মানুষকে সফল হতে সাহায্য করে

১. আকাঙ্ক্ষা: সাফল্যের চালিকাশক্তি আসে সিদ্ধিলাভের জ্বলন্ত আকাঙ্ক্ষা থেকে। নেপোলিয়ান হিল লিখেছেন, “মানুষের মানুষের মন যা কল্পনা করে এবং বিশ্বাস করে, মানুষ তা অর্জন করতেও পারে।

২. অঙ্গীকার: কোনও কাজ নিষ্পত্তি করার দৃঢ় অঙ্গীকার নির্মাণ করতে হয় দুটি স্তঙ্ভের উপর। সেদুটি হল সততা ও বিঞ্জতা।

৩. দায়িত্ববোধ: “যে কর্তব্য আকাঙ্ক্ষায় পরিণত হয় তা শেষ পর্যন্ত আন্দের উৎস হয়”- গিউরেইজ গ্রিটার
চরিত্রবান লোকেরা দায়িত্ব গ্রহণ করেন। তারা সিদ্ধান্ত নেন এবং নিজেদের ভাগ্য নিজেরাই নিদ্ধারণ করেন।

৪. কঠোর পরিশ্রম: আকস্মিকভাবে বা দৈবক্রমে কোন সাফল্য পাওয়া যাবে না। এরজন্য প্রস্তুতি ও চরিত্রবান হওয়া দরকার। প্রত্যকেই বিজয়ী হতে চায় কিন্তু কতজন প্রস্তুতির জন্য সময় দিতে ও পরিশ্রম করতে ইচ্ছুক? এই প্রস্তুতির জন্য শৃঙ্খলাবোধ ও আত্বত্যাগের প্রয়োযন। কঠিন পরিশ্রমের কোন বিকল্প নেই।

৫ . অধ্যাবসয়ের শক্তি: অধ্যাবসয়ের বিকল্প নেই। যাদের দক্ষতা আছে তাদেরও অধ্যাবসায়ের প্রয়জন। প্রকৃতপক্ষে দক্ষতা ছিল কিন্তু সফল হতে পারেননি, এমন লোকের সংখ্যা কম নয়।

৬. কাজ সম্পন্ন করার গৌরব: কোন কাজই আপনা থেকে সম্পন্ন হয়না। তাকে অনেক কষ্ট করে সম্পন্ন করতে হয়। দক্ষতা ও পরিশ্রম দ্বারা কজটি করলেই আত্মগৌরব জন্মায়, এটি অন্তরের খাবার এবং সফল্যের সোপন। এই গৌরব কিন্তু অহংকার নয়।

৭. যা পাওয়া যায় তার চেয়ে বেশি দিতে হয়: একবার সফল হওয়া সহজ। যদি জীবনে আগে চলতে চান তাহলে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে হবে। এই অতিরিক্ত পথের জন্য কোন প্রতিযোগিতা নেই। যে কজের জন্য আপনি মাইনে পান তার থেকে অল্প বেশি কাজ করুন।

 

Level 0

আমি নাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস