ভোটার এলাকা স্থানান্তর করবেন “নো টেনশান” এগুতে পারেন এই পথে

জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। আর এই জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব সম্পর্কে অনেক সাধারন মানুষের ধারনাই নেই। অনেকের ধারণা এটা শুধু ভোট দেওয়ার জন্যই প্রয়োজন হয়।  আসলেই কি তাই? বর্তমানে আপনি যেকোন কাজে যাবেন প্রয়োজন ন্যাশনাল আইডি কার্ড অর্থ্যাৎ জাতীয় পরিচয়পত্রটি।

ভোটার আইডি কার্ড হচ্ছে একজন মানুষের ব্যক্তিগত পরিচয় এবং একই সঙ্গে নাগরিকত্ব প্রকাশ করে। এই জাতীয় পরিচয়পত্র প্রাতিষ্ঠানিক ভর্তি থেকে শুরু করে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট করা ইত্যাদিসহ জীবনের প্রতিটি পর্যায়ে কাজে লাগে।

এবার আসা যাক মূল কথায়ঃ

আপনার বর্তমান ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চাইলে নিচের কাজগুলো করুন।

যে এলাকার ভোটার হতে চান বা এখন যে ঠিকানাটি আইডি কার্ডে বসাতে চান সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে স্থানান্তরের ফর্ম অথ্যাৎ ১৩ নম্বর ফর্মটি সংগ্রহ করুন।

এরপর ফর্মটি বাসায় নিয়ে গিয়ে স্থানীয় সরকার প্রতিনিধির কাউকে দিয়ে শনাক্তকারীর অংশটুকু ফিলাপ করে নিন।

এবার আপনার কাজ শুরু

  • ফর্মের ১ নং ক্রমিকে আপনার নাম লিখুন।
  • ২ নং ক্রমিকে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি লিখুন।
  • ৩ নং ক্রমিকে আপনার জন্ম তারিখ লিখে দিন।
  • ৪ নং ক্রমিকে আপনার বিদ্যমান আইডি কার্ডের ঠিকানাটি লিখে দিন।
  • ৫ নং ক্রমিকে আপনি যে ঠিকানার ভোটার হতে চান বা যে ঠিকানা এখন দিতে চান তা লিখুন।
  • ৬ নং ও ৭ নং ক্রমিকে আপনার ইচ্ছেমত কিছু লিখে দিন।

আপনার ফর্ম পূরনের কাজ শেষ!

এবার ফর্মটির সাথে আপনার নাগরিক সনদপত্র, বাসার বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের কাগজ, বাড়ির খাজনা রশিদ/চৌকিদারী কর রশিদ/পৌর কর রশিদের ফটোকপি সংযুক্ত করে আপনার নিজ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিয়ে দিন।

এরপর আপনি নাকে তেল দিয়ে ঘুমান। একটা নির্দিষ্ট সময় পর আপনার ঠিকানা স্থানান্তর হয়ে যাবে।

মনে রাখবেন, ঠিকানা স্থানান্তর হবে কিন্তু আইডি কার্ড আপনাকে দিবে না। বর্তমান কর্ম অনুযায়ী আপনার ঠিকানা পরিবর্তন হবে অনলাইনে,ভোটার তালিকায় আপনার নাম চলে যাবে, আপনি যে কোন জায়গায় স্থানান্তরিত ঠিকানা ইউজ করতে পারেন, সমস্যা নাই। তবে ঘাবড়ে যাওয়ার কারন নাই।

স্থানান্তরিত ঠিকানার মূল আইডি কার্ড পেতে চান?

এজন্য আপনাকে আপনার নিজ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ২৩০ টাকার চালান জমা দিয়ে স্থানান্তরিত কার্ড প্রাপ্তির আবেদন করতে হবে।

কার্ড তো পেয়ে গেলেন, এবার কাজে লাগান আপনার জাতীয় পরিচয়পত্রটি।

কোন কিছু না বুঝলে টিউমেন্টে জানাতে পারেন, যথাসাধ্য চেষ্টা করবো পরামর্শ দেওয়ার।

Level 2

আমি মুসলিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আকাঙ্ক্ষা শুধুই নতুন কিছু করার!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস