প্যারাডক্স কি? জানুন টাইম ট্রাভেল প্যারাডক্স সম্পর্কে !

হ্যালো টিউনারস আমাদের নতুন টিউনে  আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে প্যারাডক্স বা টাইম ট্রাভেল প্যারাডক্স ও Parallel Universes সম্পর্কে বলবো। টাইম ট্রাভেল সম্ভব কি না সেটা না হয় আলোচনা নাই করলাম। প্রযুক্তিগত বাধাগুলো বাদ দিলেও টাইম ট্রাভেলের সময় অনেক প্রতিবন্ধকতা আসতে পারে আর সেটা হচ্ছে শারীরিক বাধা। মানুষের শরীর হয়তো টাইম ট্রাভেলের ঝক্কি সামলাতে পারবে না এবং টাইম ট্রাভেল করে হয়তো নিজের জগতে ফিরে আসতে পারবে না। এসবের থেকেও সবথেকে যে বড় বাধা, সেটা হলো গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এই ভিডিও তে জানতে পারবেন প্যারাডক্স কি ? গ্র্যান্ডফাদার প্যারাডক্স কি ? প্যারালাল ইউনিভার্স কি? টাইম ট্রাভেল করা কি সম্ভব ?

 

টাইম ট্রাভেলের প্যারাডক্সের বিষয়ে ২টা প্রচলিত থিওরি আছে। ভিডিওতে এই দুইটি থিওরি বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে
১) নভিকভের আত্মরক্ষার থিওরি (Novikovs self-consistency theory)
২) প্যারালাল ইউনিভার্স থিওরি (Parallel universe theory)

 

 

প্যারালাল ইউনিভার্সের মতবাদের মাধ্যমে ফিজিক্সের কোয়ান্টাম মেকানিক্সের থিওরি এবং মেম্ব্রেনাস থিওরি (M-Theory), টাইম ট্রাভেলের প্যারাডক্সের সমাধান দেবার চেষ্টা করেছে। কোয়ান্টাম মেকানিক্সের বহু জগত (Many world interpretation)  থিওরি তে বলা হয় যে – যে ঘটনার “সম্ভাবনা শূন্য নয়” ( random quantum event with a non-zero probability), তার প্রতিটা সম্ভাবনা এক একটা আলাদা জগতে ঘটবে।ওদিকে মেম্ব্রেনের থিওরিতে বলা হচ্ছে অনেকগুলো ইউনিভার্স (Multi-verse/ Multiple Universe) ত্রিমাত্রিক গঠনে পাশাপাশি (Side by side) অবস্থান করে এক বিশাল চতুর্মাত্রিক স্থানাংক ব্যবস্থার ভেতর। এবং এই মাল্টিভার্সের ইউনিভার্স গুলোই আমাদের বিভিন্ন সম্ভাবনার ক্ষেত্র বা বলা যায় কর্মফলের ক্ষেত্র।

Level 0

আমি অতপর আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার করা টিউনটি পূর্বে https://bigganjatra.org/time_travel_paradox/ প্রকাশিত। এবং আপনার টিউন https://bigganjatra.org/time_travel_paradox/ থেকে সম্পূর্ণ কপি পেস্ট অবস্থা কিংবা আংশিক পরিবর্তন করে প্রকাশ করছেন।

টেকটিউনস নীতিমালা ১.০৮ অনুযায়ী – নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপি পেস্ট করে বা নিজের নামে টিউন করা যাবে না। প্লেইজারিজম থেকে সর্বদা বিরত থাকুন।

https://bigganjatra.org/time_travel_paradox/ লেখা যদি আপনার নিজেস্ব হয়ে থাকে শুধু মাত্র সেক্ষেত্রে প্রকৃত লেখার লেখক হিসেবে আপনি টেকটিউনসে তা প্রকাশ করতে পারবেন। আপনি যে উৎস থেকে লেখা কপি করছেন সে উৎসের প্রকৃত ও মূল লেখক যদি আপনি হোন তবে আমাদের এই টিউমেন্টের মাধ্যমে নিশ্চিত করুন।

নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে লেখা সংগ্রহ করে বা কপি পেস্ট করে নিজের নামে টিউন করা আপনার মৌলিক ও সৃজনশিলতা কে ব্যহত করে এবং টেকটিউসে তা সম্পূর্ণ নিষিদ্ধ।

টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার একটি উন্মুক্ত কমিউনিটি। তাই কমিউনিটির সদস্য হিসেবে টেকটিউনস কমিউনিটিতে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তার মৌলিক প্রয়োগ ঘটান। সৃজনশীল বিষয় ও আপনার প্রযুক্তি অভিজ্ঞার প্রকাশ ঘটান। আপনার বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন প্রয়োগ যা আপনি নিজে অভিজ্ঞতা লাভ করেছেন তা কমিউনিটির সদস্যদের সাথে নিজের ভাষায় শেয়ার করুন।

টেকটিউনস সবসময় মান সম্মত ও মৌলিক টিউন করতে টিউনারদের প্রণদোণা দেয়।

প্রিয় অতপর আমি,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।