জেনে নিন আপনার স্মাট কার্ড কবে কখন এবং কোথায় দওয়া হবে।

প্রথমে সবাই কে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পরীক্ষার কারনে অনেক দিন কোন টিউনস করতে পারিনি। আপনারা সবাই আমার  জন্য আর্শীবাদ করবেন যেন আমি পরিক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। অনেক দিন পরে আজ কম্পিউটারে বসলাম এবং নতুন একটি বিষয় জানতে পারলাম,তা হল  (এন আই ডি) স্মার্ট কার্ড সম্পর্কে- যে কি ভাবে আপনি জানতে পারবেন যে আপনার (এন আই ডি) বা স্মার্ট কবে কখন এবং কোথায় দেওয়া হবে। বিষয় টা অনেকেই হয়তো বা জনে কেননা গত মাস হতে এই প্রসেস চালু করা হয়েছে, তার পরেও আমার কছে গুরুত্বপূর্ণ বলে মনে হল আর তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো- চলুন দেখাযাক যে কি ভাবে আমরা এটা জানতে পরি বা এর জন্য কি কি আপনাদের করতে হবে?

== এটা আপনারা ওয়েব সাইটের মাধ্যমে এবং এমন কি আপনাদের মোবাইলের মাধ্যমেও জানতে পারেন।==

১. ওয়েব সাইটের মাধ্যমে জানতে যা করতে হবে?

# https://services.nidw.gov.bd/card_distribution এই লিংকে প্রবেশ করুন।

#আপনার এনআইডি নম্বর বা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা লিখুন।
# ‘কার্ড বিতরণ তথ্য দেখুন’ অপশনে ক্লিক করতে হবে।
#  এরপর যে উইন্ডো আসবে সেখানেই থাকবে কবে, কোন ক্যাম্পে আপনার স্মার্টকার্ডটি কবে দেওয়া হবে।
# যদি লেখা উঠে – “No data found for: Your card distribution date is not scheduled yet, please try later.”; তাহলে বুঝতে হবে আপনার এলাকায় কবে স্মার্ট কার্ড দেওয়া হবে তার তারিখ এখনো নির্ধারিত হয়নি। আর কিছুদিন পর আবার ট্রাই করবেন।

২. মোবাইলের মাধ্যমে জানতে যা করতে হবে।

# মোবাইলের মেসেজের মাধ্যমে

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC লিখে স্পেস দিয়ে ১৭ ডিজিটের এনআইডি নম্বর লিখতে হবে। যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তারা প্রথমে জন্ম সাল যুক্ত করে নেবেন। এরপর তা ১০৫ নম্বরে পাঠালেই ফিরতি মেসেজে জানিয়ে দেওয়ার তথ্য।
এদিকে যারা এখনো NID পাননি তারা প্রথমে SC লিখে স্পেস দেবেন। এরপর F লিখে স্পেস দিয়ে নিবন্ধন ফরম নম্বর লিখবেন। আবারও স্পেস দিয়ে D লিখে yyy-mmm-ddd ফরম্যাটে জন্মতারিখ লিখে ১০৫ নম্বরে মেসেজ সেন্ড করবেন। ফিরতি মেসেজে আপনার এনআইডি কবে কোথায় কোন ক্যাম্পে দেওয়া হবে তা জানানো হবে।

গ) মোবাইলের মাধ্যমে কল করেঃ
১০৫ নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য দিয়ে জানতে পারবেন।
উল্লেখ্য, ৩ অক্টোবর থেকে ঢাকার উত্তরা ও রমনা থানার ভোটার ও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় দাসিয়াছড়ার ভোটারদের স্মার্টকার্ড দেওয়া হবে। প্রথমে ঢাকার দুই সিটি, এরপর অন্য নয় সিটি, তারপর জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ করা হবে। সবশেষে পাবেন উপজেলা পর্যায়ের ভোটাররা।

আর একটি কথা যে টি না বললেই নয়, তা হচ্ছে আপনাদের যাদের NID নম্বার ১৩ সংখ্যার তারা তাদের জম্ম সাল প্রথমে যুক্ত করে নিবেন। আর যাদের NID নম্বার ১৭ সংখ্যার তারা ১৭ সংখ্যায় বসাবেন।

Level 1

আমি সাগর চন্দ্র শীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভোটার তথ্য কিভাবে পাব?

    ভাই ভোটার তথ্য দেখতে চাইলে https://services.nidw.gov.bd/registration/new_registration এই সাইটে যান, এর পর অন্যান্য তথ্য এই টাবে ক্লিক করে ভোটার তথ্যে ক্লিক করে যে পেজ আসবে সেখানে আপনার ফরম নম্বার অথবা NID নম্বর এবং সঠিক জম্ম তারিখ দিন ।

ভাই ভোটার তথ্য দেখতে চাইলে https://services.nidw.gov.bd/registration/new_registration এই সাইটে যান, এর পর অন্যান্য তথ্য এই টাবে ক্লিক করে ভোটার তথ্যে ক্লিক করে যে পেজ আসবে সেখানে আপনার ফরম নম্বার অথবা NID নম্বর এবং সঠিক জম্ম তারিখ দিন ।

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।