
খেলাটি অনলাইনে আপনার কম্পিউটার ল্যাপটপ অথবা মোবাইল থেকে দেখতে এখানে ক্লিক করুন
বাংলাদেশ বনাম আফগানিস্থান ম্যাচটির লাইভ স্কোর জানতে এখানে ক্লিক করুন
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার ওয়ানডে অভিষেক হয়ে যেতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতের। অন্তত টিম ম্যানেজমেন্ট সূত্রে তেমন খবরই পাওয়া গেছে।
সর্বশেষ গত শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের হয়ে ৭৬ রানের দর্শনীয় এক ইনিংস খেলেন মোসাদ্দেক। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নজর কেড়েছিলেন তিনি। প্রিমিয়ার লিগের ১৪ ইনিংসে ৭৭.৭৫ গড়ে ৬২২ রান করেছিলেন তিনি।
এর আগে, গত ২০ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে একটা টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় দলের হয়ে খেলে ১৫ রান করেছিলেন সৈকত। মোসাদ্দেকের জায়গা মোটামুটি নিশ্চিত হলেও এখনও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম এখনও একাদশে জায়গা নিশ্চিত করতে পারেননি। সেখানে তার সাথে লড়াইটা মূলত নাসির হোসেনের। তবে ম্যাচের আগেরদিন তাইজুলের প্রতি কোচিং স্টাফদের বাড়তি নজরই বলে দেয়, সুখবর পেতে যাচ্ছেন এই স্পিনার।
বাংলাদেশ খেলবে তিন পেসার নিয়ে। মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদের সাথে মুস্তাফিজুর রহমানের অভাব মেটাতে আসছেন রুবেল হোসেন। সর্বশেষ গত বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে অনুষ্ঠিত সিরিজে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।
দলের বাকি আট জন হলেন - তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম/নাসির হোসেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম/নাসির হোসেন। ১৪ সদস্যের দল থেকে বাদ পড়বেন পেসার শফিউল ইসলাম ও ওপেনার ইমরুল কায়েস।
আমি তারুন রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।