
Managed Server আর Unmanaged Server নিয়ে অনেকের মধ্য অনেক শংসয় আছে যে, কোনটা ব্যবহার করব?
একটু সহজভাবে বললে Managed Server হচ্ছে সকালের নাস্তা হোটেল থেকে আপনি যেটা খান। মানে আপনি আপনার মত করে Order করেন আর সময় মত পেয়ে যান।
আর Unmanaged Server হচ্ছে আপনি ব্যচেলর+কোন মেস বাসায় থাকেন এবং সকালের নাস্তা তৈরি করার উপকরন আপনার আছে কিন্তু নিজের সব করে নিতে হবে।
Managed Server গুলোতে কাজ করার জন্য গ্রাহককে কিছু নির্দিষ্ট Access দেয়া থাকে যার মাধ্যমে গ্রাহকের ভুল করার possibility ৯০শতাংশ হ্রাস পায়। নতুনদের কাজ করার জন্য সর্বদা Managed Server নেয়া ভালো। আর যারা সার্ভার এর বিষয়ে এক্সপার্ট না তাদের জন্যও। আসলে সার্ভারের কাজ গুলো অনেক নিখুত আর অনেক ধৈর্য্য নিয়ে করতে হয় তাই VPS বা Dedicated Server এর ক্ষেত্রে ম্যানেজড সার্ভার ব্যবহার শ্রেয়। ম্যানেজড সার্ভারে আপনি যা উল্লেখ থাকবে তার সব ফিচারই পাবেন কারন তারা এইসব ফিচার আর ম্যানেজমেন্টের জন্য আপনার নিকট হতে এক্সট্রা টাকা নেয়। যার কারনে Unmanaged সার্ভার এর দাম ম্যানেজড সার্ভার থেকে তুলনামূলক ভাবে কম।
Shared Server/Reseller গুলোর ক্ষেত্রে ম্যানেজড আর Unmanaged ভাবার কোন দরকার নেই। কারন এই সার্ভিস যিনি আপনাকে প্রোভাইড করছেন সব চিন্তা তার, তাই আপনি রিসেলার বা শেয়ার্ডের ক্ষেত্রে নিশ্চিন্তে থাকতে পারেন।
যারা নতুন সার্ভার নেবার কথা ভাবছেন তার অবশ্যই VPS/Dedicated সার্ভারের ক্ষেত্রে ম্যানেজড সার্ভার নেবার চেষ্টা করবেন। একটু টাকা বেশী প্রয়োজন হলেও এটা আপনার বিজনেসের জন্য ভালো।
হোস্টিং সম্পর্কিত এই টিউনটি প্রথম প্রকাশিত হয় টিউনারপ্রেসে (http://tunerpress.com/)
আজ এ পর্যন্তই। আবার ভালো/প্রয়োজনিয় কোন তথ্য নিয়ে আপনাদের মাঝে আসবো।
ততক্ষন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় "আল্লাহ হাফেজ"।
আমি সাইদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।