
কিভাবে পানির দিয়ে উপর হাঁটবেন? টাইটেল পড়ে অনেকে ইতিমধ্যে হয়তো হাসা শুরু করে দিয়েছেন। কেউ কেউ ভুরূ কুচকে আবারো টাইটেল টা পড়ছেন। পানির উপর দিয়ে হাটা যায় এটা কি করে সম্ভব??
পানির উপর দিয়ে যদি লঞ্চ নৌকো চলতে পারে তাহলে আপনি কেনপানির উপর দিয়ে হেটে যেতে পারবেন না, এতে এত অবাক হওয়ার কি আছে! এবার নিশ্চয়ই অনেকে ইকুয়েশন করা শুরু করেছেন। ফলাফলঃ লেখক পাগল হয়ে গিয়েছে।
আমি বলি, নড়েচড়ে বসে লেখাটা একটু মন দিয়ে পড়ুন এবং বুজার চেষ্টা করুন। স্ট্যান্ড আপ প্যাডেল দিয়ে পানিতে জাম্পিং করতে দেখেছেন নিশ্চয়ই?
পায়ে প্যাড লাগিয়ে উত্তাল ঢেউয়ের ভিতর দিয়ে কি সুন্দর ভাবে পানির উপর দিয়ে সাঁই সাঁই করে ভেসে চলে। দেখেছেন তো নিশ্চয়ই??

কেন ভেসে চলতে পারে? ডুবে যায় না কেনো??
আমি কিন্তু ভেসে চলার কথা বলছি না! পানির উপর দিয়ে হেটে চলার কথা বলছি!!
কলস, বড় বল, বড় পাতিলের উপর ভর করে অনেকে সাঁতার কেটেছেন। অনেকে সাঁতার শিখেছেন। মনে পরে?
কেনো এগুলো ব্যবহার করেছেন? কারন, এগুলো বাতাস দিয়ে ভরা বা ফাঁপা। আপনাকে পানির উপর ভেসে থাকতে সাহায্য করে। আরেকটু সহজ ভাবে বললে, একটা ক্রিকেট খেলার টেপটেনিস বল নিন পানিতে ডুবিয়ে ছেড়ে দিন। দেখবেন বলটা পানির উপরে ভেসে উঠেছে। বুঝা গেলো?
আমি গ্রামে গিয়ে ঠিক একই কাজ টা করেছি একটু ভিন্ন ভাবে। দুইটি বড় পাতিলের ওপর ভর দিয়ে পুকুরের পানির উপর দাঁড়িয়ে পরেছি। এখন শুরু করবো হাঁটা। হাটতে যেয়েই প্রব্লেম এ পরলাম। চুই করে পাতিল সহ পানিতে ডুবে গেলাম।
এটাই হবে জানতাম! টাইটেল পরে ভুরূ কুচকে এটাই তো ভেবে ছিলাম। ফালতু লেখা।
আরে ভাই রাগ করছেন কেনো। একবার যখন বলেছি পানির উপর দিয়ে হাটবো। তো, হেটেই ছাড়বো... তারপর পড়ুন,
ব্যাখ্যা টা শুনুন, কেন হাটতে গিয়ে পানিতে ডুবে গেলাম। উদাহন সরূপঃ আমার ওজন ৬০ কেজি। যখন আমি দুটি পাতিলের উপর ভর দিয়ে পানির উপর দাঁড়িয়েছিলাম। তখন আমার ভর দুই ভাগ হয়ে ৩০ কেজি করে দুই পাতিতে ভাগ হয়ে আমাকে পানির উপরে দারিয়ে থাকতে সাহায্য করছিল। কিন্তু, যখনি আমি হাটার জন্য একপা উপরে তুল্লাম। তখনি, আমর ওই পায়ের ভর অন্য পায়ে এসে যোগ হলো। আমার দাড়িয়ে থাকা পায়ে তখন ভর ছিলো ৬০ কেজি। পাতিল এই ভর নিতে না পেরে আমাকে চুই করে ডুবিয়ে দিয়েছে।
“প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে” (নিউটনের ৩য় সুত্র)
আজ এ পর্যন্তই আরেকদিন বাকিটা বলবো। আমাকে পাগল না ভেবে, লেখাটা বুজার চেষ্টা করুন। আশা করি আমি কি বুজাতে চেয়েছি তা বুজতে পারছেন।
ধন্যবাদ, এতক্ষণ সময় নিয়ে লেখাটা পরার জন্য। ভালো থাবেন। আল্লাহ হাফেজ।
আমরা একটা গ্রুপ এই জাতীয় পাগলামি বিষয় নিয়ে কাজ করছি। আপনিও করতে চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন। আমাদের সাথে এই সাইটে যোগাযোগ করতে পারেন। এখানে আরো অনেক কিছু পাবেন। দেখার জন্য হলেও সাইট টা ভিজিট করতে পারেন।
আমি কে এম আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বৈজ্ঞানিক ব্যাখ্যা । ভালো টিউন…