জিপিতে ফ্রী ২০/৪০ টাকা FlexiLoad নিয়ে নিন মোবিক্যাশ থেকে, যারা পান নাই তাদের জন্য। (Updated)

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই ? আশা করি টেকটিউনের সাথে ভালই আছেন। এটি একটি সাময়িক অফার মাত্র। এই অফারটি শুধু মাত্র গ্রামীনফোণ প্রি-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।

এটা হলো MobiCash এ একাউন্ট তৈরী করার মাধ্যমে বোনাস হিসেবে ২০ টাকা ফেক্সিলোড, যেটা একজন গ্রাহক সর্বোচ্চ ১ বার নিতে পারবে।

জিপি তাদের MobiCash এ একাউন্ট তৈরীর পদ্ধতী পরিবর্তন করায় বিকল্প  পদ্ধতী দেওয়া হলো।চলুন এবার দেখে নেয়া যাক কিভাবে MobiCash এ রেজিস্ট্রেশন করবেন…

জিপি তাদের একাউন্ট খোলার পদ্ধতী পিরবর্তন করার কারনে আমরা এবার USSD কোড ডায়েল করার পরিবর্তে ম্যাসেজ দিয়ে একাউন্ট খুলবো।

প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন “Tket” আর পাঠিয়ে দিন 1200 নাম্বারে।

এবার লক্ষ করুন আপনার মোবাইলে MobiCash Account Created Successfully… এ রকম একটা ম্যাসেজ এসেছে, এবং ডিফল্ট পাসওয়ার্ড ০০০০।

একাউন্ট খোলা তো হলো, এখন ২০ টাকা বোনাস কেমন করে পাবেন সেটা দেখুন…

এখন আপনার মোবাইল থেকে  *777# ডায়াল করে ৩ নম্বর থেকে My Mobicash সিলেক্ট করুন, তারপর Pin Change সিলেক্ট করতে ৪ চাপুন  এবং আপনার পাসওয়ার্ড চেঞ্জ করুন। (Old পাসওয়ার্ড ০০০০ দিন)

পাসওয়ার্ড পরিবর্তন শেষ হলে আবার *777# ডায়াল করে ৩ নম্বর থেকে My Mobicash সিলেক্ট করুন, তারপর Balance Enquiry করতে ৩ চাপুন, আর আপনার পাসওয়ার্ড দিয়ে Balance দেখুন…২০টাকা তাইনা। 😀

[বিঃদ্রঃ পাসওয়ার্ড পরিবর্তন না করলে ২০টাকা বোনাস পাবেন না]

এখন আপনার একাউন্ট থেকে ফেক্সিলোড করার পালা, ফেক্সিলোড করার নিয়ম আপনারা অনেকেই হয়তো পারেন তবুও দিচ্ছি।।

প্রথমে আপনার গ্রামীনফোন সিম দিয়ে ডায়াল করুন, *777#

ফিরতি বার্তার অপশন থেকে ফ্লেক্সিলোড অপশন বেছে নিতে 1 চাপুন।

পরবর্তী ধাপে আপনার নিজের সিম Prepaid হলে ১, Postpaid হলে ২ চাপুন।

এখন আপনার নিজের সিমে ফ্লেক্সিলোড নিতে চাইলে ১, অন্য সিমে ফ্লেক্সিলোড নিতে চাইলে ২ চাপুন।

এখানে আপনার টাকার সংখ্যা লিখুন ২০।

তারপর আপনার পিন নম্বর চাবে, পিন কোড  দিন।  (সাবধান, পিনকোড 3 বার ভূল হলে আপনাকে ব্লোক করে দিবে)

 

Level 0

আমি মোঃ মনিরুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Level 0

এক্কেবারে পারফেক্টলি হইছে ভাই অনেক অনেক ধন্যবাদ।

ধন্নবাদ ভাই

কেন ভাই? কপি-পেস্ট না করলে হয়না? হট টিউন থাকা কালেই কপি মেরে দিলেন আমার লেখাটিকে? আল্লাহ আপনাকে জ্ঞান দিন…

পরবর্তীতে আবার টাকা রির্চাজ করলে টাকা কেটে নিবে কি না।

৪০ টাকা কই ??????

http://www.mytechtunes.info/operator-offer/mahfuz/446 এখানে বিস্তারিত আছে

Level 2

ভাই sms sent hoy na kalkey paice lam,,,aj ke hocana