ডোমেইন এক্সটেনশন কোনটি নিবেন ? ডট কম, নেট, ওআরজি নাকি অন্য কিছু

কেমন আছেন সবাই। আশা করি ভাল। আজকের টিউনের বিষয় ডোমেইন নেম এবং এক্সটেনশন।ছোট খাট ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় কোম্পানি বা প্রতিষ্ঠান এখন অনলাইনের দিকে ঝুকে পড়ছে। নিজস্ব ব্রান্ডিং বা অনলাইন মার্কেটিং এর জন্য ওয়েবসাইটের প্রয়োজনীয়তা বেড়েই চলছে। ফ্রি-ল্যান্সাররাও নিজের পোর্টফোলিও তৈরীর জন্য ওয়েবসাইট তৈরী করেন। ডোমেইন নেমের সাথে যুক্ত ডোমেইন এক্সটেনশন। কেউ ডট কম, কেউ ডট ওআরজি, কেউ টি নেট ব্যবহার করেন। প্রায় ৩০০ এর বেশী ডোমেইন নেম এক্সটেনশন রয়েছে। আসুন জেনে নেই ডোমেইন নেমগুলোর এক্সটেনশন সম্পর্কে।

.com=commercial
এই এক্সটেনশটি সাধারণত কমার্শিয়াল প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয়।
.org= Organization
এই এক্সটেনশটি মুলত অলাভজনক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহৃত হয়
.net=network
এই এক্সটেনশনটি নেটওয়ার্কিং এর জন্য সেরা
.edu=education
শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয়।
.gov=government
সরকারী প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয়।
.ac= Academic
নাম শুনেই বুঝতে পারছেন যে কোন একাডেকি সাইটের জন্য এই এক্সটেনশনটি ব্যবহার করা হয়

ডট নেম (.name): ব্যক্তিগত ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়
ডট মি (.me) :ব্যক্তিগত ব্রান্ডিং এর জন্য ব্যবহার করা হয়
ডট প্রো (.pro): প্রফেনালদের জন্য ব্যবহার করা হয়।
ডট টিভি (.tv):টেলিভিশনের ওয়েবসাইটের জন্য ডট টিভি ব্যবহার করা যেতে পারে।

এছাড়াও যে সকল ডোমেইন এক্সটেনশন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ডট ইনফো (.info) সহ লোকাল ডোমেইন এক্সটেনশন (.com.bd)। আপনার পার্সোনাল বা সাইটের ব্রান্ডিং এর জন্য ডোমেইন এক্সটেনন সবসময়ই গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে। গুগল র‌্যাংকিং জন্য বিভিন্ন ফ্যাক্টর

এর মধ্যে অন্যতম ডোমেইন নেম এক্সেটনশন। তাই ডোমেইন নেম নির্বাচনে সতর্ক হোন। আপনার জন্য সঠিক ডোমেইন এক্সটেনশন কোনটি জানতে দেখতে পারেন ডোমেইন এক্সটেনশন নির্বাচন

টিউনটি প্রথমে আমার ফেসবুক পেইজে প্রকাশিত।

Level 0

আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Good

তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

টিউন টপিকটা সুন্দর। টিউনটা আরেকটু ইনফরমেটিভ হলে ভালো হতো। ধন্যবাদ