এবার দেখুন জিহ্বা দিয়েও ঘুচান অন্ধত্বের অভিশাপ

এবার দেখুন জিহব্বা দিয়েও(ব্রেইন পোর্ট গুচবে অন্ধত্তের অভিশাপ)

image001আমরা বাস্তব জীবনে কত হতাশা নিয়ে থাকি।ভাবি জীবনে তো কিছুই পাওয়া হলো না। মানুষ মাত্রই হতাশ এক প্রানী। কিন্তু ভাই কখনো কি ভেবেছেন আপনার সঙ্গে কি সব সম্পদ খোদাতায়ালা দিয়েছেন?? না দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বুঝেন না। ভাবতে পারেন অনেক মানুষ আছে যারা জন্মের পর দুনিয়ার আলো দেখে নাই। মানুষের আকৃতি কি রকম সে সম্পর্কে তার কোন ধারণাই নাই। সে ভাবতেও পারে না দেখা বলে একটা ব্যাপার যে পৃথিবীতে আছে। সে হিসেবে আপনি আমি অনেকটাই সুখী। কিন্তু মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী যে বিজ্ঞান দিয়ে তার সব সীমাবদ্ধতা কাটিয়ে উঠছে। যেখানে মানুষ মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর চিন্তা করছে সেখানে কিছু মানুষ দুনিয়া না দেখেই চলে যাবে সেটা বিজ্ঞানীদের কাছে অবিচার বলে মনে হয়েছে।তাই বিজ্ঞান আজ জয় করতে চলেছে অন্ধত্বকে!! কিভাবে?? হুম প্রক্রিয়াটার নাম ব্রেইন পোর্টিং যার সাথে চোখের মোটেও কোন সম্পর্ক নেই।আমাদের আজকের গল্প মোটামুটি এ সম্পর্কেই। আচ্ছা আপনি কি কখনো স্বপ্ন দেখেছেন?? আমি জানি অবশ্যই দেখেছেন। কারণ স্বপ্ন দেখলে বুঝা যায় আপনার ব্রেইন সঠিক ভাবে বিশ্রাম ও তথ্য পুনর্বিন্যাসের কাজ চালাচ্ছে। আপনি জীবন যাপন করবেন, মাথা খাটাবেন কিন্তু স্বপ্ন দেখবেন না এটা কখনো হয় না। আচ্ছা স্বপ্নের ভেতর অপরিচিত কাউকে দেখেছেন?? না ভাই হাফ গ্যারান্টি দিতে পারি যে দেখেন নি। ফুল গ্যারান্টি দিতে পারছি না। কারণ সম্ভাব্যতার সুত্র অনূসারে আপনি একটা জ্বলজ্যান্ত মানুষ হাওয়ায় মিলিয়ে যাওয়ার সম্ভাবনাও শতকরা পঞ্চাশভাগ :p । আমরা তাই স্বপ্নে দেখি যা আমরা পুর্বে বাস্তবে দেখেছি। না দেখা কোন জিনিস আপনি কখনো স্বপ্নে দেখবেন না। আপনি কি জানেন স্বপ্নে আপনি কোন বর্ন বা গন্ধ পাবেন না?? চেষ্টা করে দেখতে পারেন। এখন একটা প্রশ্ন এসেই যায় জন্মান্ধরা কি কোন স্বপ্ন দেখেনা?? দেখে ভাই অবশ্যই দেখে। তবে তাদের স্বপ্নগুলো হয় অডিও অর্থাৎ শুধু শব্দই শুনে কোন ছবি বা ভিডিও আই মিন প্রবাহ চিত্র দেখেনা।

image002এখন একটা কথা আপনি ভাত খাচ্ছেন। তরকারিতে লবণ কম হয়েছে।কিভাবে বুঝলেন?? আপনাদের বেশির ভাগেরই উত্তর হবে "কেনো ভাই মুখে পুরলে জিহব্বা দিয়েই তো বুঝা যায়!!"। উত্তরটা ফেলে দেয়ার মতো না। কিন্তু যদি আমি বলি না ভাই এ স্বাদ আপনি পেয়েছেন আপনার জিহব্বা পিছনে লাগানো স্নায়ুতন্ত্র আপনার মস্তিষ্ক বৈদ্যুতিক সঙ্কেত পাঠানোর ফলে। প্রথমে আপনার জিহব্বায় লাগানো সেন্সর একটি জিনিসের স্পর্শে যায়, তখন সেন্সরের পিছনে লাগানো তার ইলেকট্রিক সিগনাল বহন করে (পাগল নি কুনো!!)। না ভাই পাগল না তার যেমন কারেন্ট প্রবাহ করে আপনার কম্পিউটারে ইলেকট্রনিক সার্কিটে সিগন্যাল পাঠায়, তেমনি মাথার কাছে সিগনাল পাঠায়। ভিন্ন ভিন্ন স্বাদের জন্য নার্ভ ভিন্ন ভিন্ন তরংগ দৈর্ঘ্যের কম্পাংকযুক্ত যুক্ত সিগনাল বহন করে। আর সে সিগনাল অনুযায়ী মস্তিষ্ক সাড়া প্রদান করে।

image003এবার আসেন ভাই আরো বড় আলোচনায় যাই। স্কাইপিতে ভিডিও চ্যাট করেননি এমন দ্বীনদার আল্লাহওয়ালা মানুষ কমই পাওযা যায়।(আমি শুধু যারা উনাদের বলেছি বুঝে নেবেন কিন্তু)। আপনার ওয়েবক্যামটা দেখেছেন? সবার আগে একটা ক্যামেরা কম্পিউটারে লাগানো থাকে,তারপর সে ক্যামেরার সামনে আপনি যখন আপনার খোমা মুপারক প্রদর্শন করেন তখন আপনার ওয়েবক্যামের পেছনে লাগানো লম্বা তারটা দিয়ে আপনার চলমান চিত্র কম্পিউটার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যায়। কেমনে যায়?? কেন ভাই ইলেক্ট্রিক সিগন্যালে বাইনারী কোড হিসেবে। ঠিক আপনি যে চোখে( as webcame) দেখেন সে চোখের পেছনে আছে অপটিক্যাল নার্ভ।(বিশ্বাস না হলে গুগল করে দেখেন)।এই অপ্টিক্যাল নার্ভ আপনার প্রিয় ওয়েবক্যামের পিছনের তারের মতো কাজ করে। (আর আপনার মাথা তো বিরাট একটা cpu এইটা বুঝিয়ে না দিলেও চলবে)।তো মুল কথা হচ্ছে আমরা আমাদের ডেস্কটপ সিপিউতে বিভিন্ন এনিমেশন ক্রিয়েট করতে পারি। একদম বাস্তব না হলেও গ্রাফিক্স দিয়ে ফাটাফাটি রকমের থ্রিডি মুভি ক্রিয়েট করতে পারি তাইলে মাথার ভেতরেও সে রকম কি সম্ভব?? হ্যা ভাই আল্বাত সম্ভব।

Mike Jernigan
Retired Marine Corps Cpl. Mike Jernigan of McLean, Va., who lost both eyes in an explosion in Iraq, demonstrates a device called BrainPort, a unique technology that restores "vision" through a sensor placed on his tongue at a University of Pittsburgh center for vision restoration in Pittsburgh, Thursday, June 18, 2009. (AP Photo/Gene J. Puskar)

image004

তাহলে শুনেন একটা মজার কিচ্ছা !! ইউনিভার্সিটি অভ উইস্কন্সিন মেডিসনে বসে আছেন research in sensory substitution বিষয়ের smith kettlewell।তার সামনে চেয়ারে আসীন একজন জন্মান্ধ। জন্মান্ধ ব্যাক্তির কাছের হাতের চেয়ারে একটি ক্যামেরা যার তার গিয়ে লেগেছে লোকটির জিহব্বায় বসানো সেন্সরে। এবার লোকটির সামনে পিং পং বল নিয়ে যাওয়া হলে লোকটী আশ্চর্যজনকভাবে পিনপং বলের নিখুত এক্টী ইমেজ দেখতে পান।

board_technology3
board_technology3

আমি আপনাদের আগেই বলছি কোন অংগ প্রত্যঙ্গের সাহায্য ছাড়াই মাথার ভেতরেই কোন কিছুর স্পর্শ ছবি বা গন্ধ ইত্যাদি ক্রিয়েট করা যায়।তাই লোক্টির ক্যামেরার সামনে যখন পিনপং বল নিয়ে যাওয়া হয় তার ক্যামেরার ছবি বৈদ্যুতিক সংকেত হিসেবে জিহব্বায় লাগানো স্টিমুলেটরে যায় এবং সেখানে সেটী জৈবিক সিগনালে পরিণত হয়। শেষে লোক্টির মস্তিষ্ক একটি ইমেজ সৃষ্টি করে যা বাস্তবের মতো না হলেও কম্পিউটারের এনিমেশনের চেয়ে খারাপ না।এভাবে আপনি স্টিমুলেটর দিয়ে আপনি ব্রেইনকে দিতে পারবেন স্বাদের(আমি হলে আম্মুর তিত করলাকে তেহারী বানাইতাম), গন্ধের, স্পর্শের ও যৌনানুভুতি। আর পুরো সিস্টেমটির নাম ব্রেইন পোর্ট। এবার আশা করি বুঝেছেন কেমনে জিহব্বা দিয়া দেখা যায়!! পোস্টের টাইটেল পড়া কেউ যদি চোখ বন্ধ কইরা জিহব্বা বাইর কইরা কিছু দেখতে না পান আমি দায়ী থাকব না :p
ও হাঁ আমি একটা বিজ্ঞান গ্রুপ খুলতে চাচ্ছি বিজ্ঞানমন্সকরা আমআর। whatsapp add korun 01853912845
চলুন কপিপেস্ট বর্জন করি অন্যকেও কপিপেস্ট করতে নিরূতসাহিত করি।

Level 0

আমি সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস এম ফাহিম আবরার। ভালবাসি প্রযুক্তিকে জানতে। নিজের জানা জিনিস অন্যের মাঝে ছড়িয়ে দিতে। আমার ফেসবুক আইডি http://fb.com/lazyfahim


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

What a tune……আপনার লেখার তারিফ করতে হয়।

Level 0

Thanks for share

আপনাকেও ধন্যাবাদ