
ভাষাকে লিখিয়া প্রকাশ করিবার জন্য কতক গুলি চিহ্ন বা সংকেত-এর প্রয়োজন। সাংকেতিক এই চিহ্ন গুলিকে এক একটি Letter বা বর্ণ বলে।
সাঁটলিপিতে আঁচড় বলে।
|
সাঁটলিপি আঁচড় ২৪টি। |
৩টি বিষয়ের উপর লক্ষ রাখতে হবে - ১. আঁচড় গুলো দেখতে কি রকম? (কার মত) ২. আঁচড় গুলো গতিমুখ জানতে হবে। ৩. আঁচড় গুলো পরিমাপ জানতে হবে। |
২৪টি আঁচড়ে ৩ ধরনের গতিমুখ - ১. উদ্র্ধগামী ২. নিম্নগামী ৩. সম্মুখগামী |
–পরিমাপ ৩ প্রকার - ১. সাঁটলিপি রেখার সম্পূর্ণ অংশ ২. সাঁটলিপি রেখার অর্ধেক অংশ ৩. সাঁটলিপি রেখার এক চতুর্থাংশ |
|
আজ এই পর্যন্ত । আগামী পর্বে সাঁটলিপি আঁচড় গুলো কিভাবে লিখতে হয় দেখাবো।
ঘরে বসে সাঁটলিপি শিখুন : সহজ পাঠ [ পর্ব-১ ]
ভাল লাগলে এই পোষ্টটিঃ ✒ লাইক✓ কমেন্ট✓ শেয়ার✓ ট্যাগ✓ করুন।

আমি ইহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালই, কিন্তু এতটুকু এতটুকু টিউণ করলে তো আগ্রহ হারায়ে ফেলবো।