ঘরে বসে সাঁটলিপি শিখুন : সহজ পাঠ [পর্ব – ২]

ভাষাকে লিখিয়া প্রকাশ করিবার জন্য কতক গুলি চিহ্ন বা সংকেত-এর প্রয়োজনসাংকেতিক এই চিহ্ন গুলিকে এক একটি Letter বা বর্ণ বলে

সাঁটলিপিতে আঁচড় বলে

 

সাঁটলিপি আঁচড় ২৪টি।

৩টি বিষয়ের উপর লক্ষ রাখতে হবে -

.      আঁচড় গুলো দেখতে কি রকম? (কার মত)

.     আঁচড় গুলো গতিমুখ জানতে হবে

.    আঁচড় গুলো পরিমাপ জানতে হবে

২৪টি আঁচড়ে ৩ ধরনের গতিমুখ -

১.      উদ্র্ধগামী

২.       নিম্নগামী

৩.     সম্মুখগামী

–পরিমাপ ৩ প্রকার -

১.      সাঁটলিপি রেখার সম্পূর্ণ অংশ

২.     সাঁটলিপি রেখার অর্ধেক অংশ

৩.     সাঁটলিপি রেখার এক চতুর্থাংশ

 

আজ এই পর্যন্ত । আগামী পর্বে সাঁটলিপি আঁচড় গুলো কিভাবে লিখতে হয় দেখাবো।

ঘরে বসে সাঁটলিপি শিখুন : সহজ পাঠ [ পর্ব-১ ]

ভাল লাগলে এই পোষ্টটিঃ ✒ লাইক✓ কমেন্ট✓ শেয়ার✓ ট্যাগ✓ করুন।

Level 0

আমি ইহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালই, কিন্তু এতটুকু এতটুকু টিউণ করলে তো আগ্রহ হারায়ে ফেলবো।

    @lemonown:
    খুব বেশী নয় ~ অল্প অল্প করে শিখি ~ বেশি বেশি অনুশিলন করি।
    ধন্যবাদ।

Level 0

@ ইহসান :
ভাই, এই বহুভাষী সাঁটলিপি শেখার জন্য ইন্টারনেটে কি কোন বই রয়েছে?
যদি থেকে থাকে তবে সেটার ডাউনলোন লিন্ক দিলে সবাই উপকৃত হবে।

আর ডাউনলোড লিন্ক দিতে না পারলে, এর PDF কপিও যদি সরাসরি ইমেইলের মাধ্যমেও আপনি আমাকে দিতে পারেন তো অনেক ভালো হতো।

আচ্ছা ভাই, নীলক্ষেত মার্কেটে কি এই বইটি পাওয়া যায়?
যদি যায়, তবে সেই সম্পর্কে কিছু বললে ভালো হতো।

আপনার পোস্টটি ভালো লেগেছে, তাই সরাসরি প্রিয়তে।

    @mahfuz08:
    বহুভাষী সাঁটলিপি লেখক: ABDUL MANNAN SARKER এই বইটি লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিন। এই বইটি কিনলে অন্য কোন বই লাগবে না।

    তবে শেখার জন্য আপনাকে অবশ্যই প্রশিক্ষণ কেন্দ্রে যেতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরে এই বিষয়ে একটা ছয় মাসের কোর্স আছে । কোর্সের নাম – মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন।

    যারা ঘরে বসে শিখতে চান তাদের জন্য হোম টিউটোরিয়াল।

Level 0

@ ইহসান :

ওহ!! আমার ইমেইল হচ্ছে–
[email protected]

    @mahfuz08:
    বহুভাষী সাঁটলিপি শেখার জন্য আপনার আমার জন্য উপযোগী ইন্টারনেটে কোন বই নেই।

বড় টিউন দিলে ভাল হয়

খুব বেশী নয় ~ অল্প অল্প করে শিখি ~ বেশি বেশি অনুশিলন করি।
ধন্যবাদ।

সাটঁলিপির আচড়গুলোর একটা পিডিএফ পাওয়া যাবে কি???