আসুন এগিয়ে নিয়ে যাই ই-কমার্সকে

অনলাইনে কেনবেচা এখন বেশ জনপ্রিয়। ওয়েবসাইটগুলো ক্রেতাদের নানা অফার দিচ্ছে এই সেক্টরকে জাগিয়ে তুলতে। একই সাথে টেকটিউনস সহ নানান ব্লগ এবং অনলাইন মাধ্যমগুলি প্রচার এবং রিভিউ এর মাধ্যমে বেচাকেনার সাইটগুলোকে নিয়ে আসছে বিশ্বস্ততার পর্যায়ে। এই তো সেদিনও মানুষ অনলাইনে কেনাকাটার কথা ভাবতে গেলেই ফ্রডিং আর পেমেন্ট জটিলতার কথা চিন্তা করে আর এগুতো না। আর এখন অনলাইনে চাল, চানাচুর আর সবজ্বি, ফার্নিচার থেকে শুরু করে গাড়ি-বাড়ি পর্যন্ত বিক্রি হচ্ছে হরদম। পেমেন্ট এখন আর কোন জটিল বিষয় না। অধিকাংশ ই-কমার্স ওয়েবসাইটই ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ এর মাধ্যমে পেমেন্ট নিচ্ছে, আর সাথে পন্য বুঝে পাবার পর টাকা পরিশোধ (ক্যাশ অন ডেলিভারি) তো থাকছেই। আর ক্রেতা সাধারনের জন্য বলছি, আমাদের দেশীয় ই-কমার্স ওয়েবসাইটগুলোতে ব্যাংক কার্ড বা বিকাশে পেমেন্ট নিরাপদ। তবে পন্য কেনার আগে পদ্ধতিগত সুবিধার জন্য ওই কম্পানীর সার্ভিস নাম্বারে কল দিয়ে কিছু তথ্য জেনে নেয়া উত্তম। সাম্প্রতি এমন একটি ওয়েবসাইট থেকে আমি একটি পড়ার টেবিল কিনলাম। বেশ একটু ভয় ভয় করেই ওয়ার্ডার করি (ভয় ছিল, টাকা মেরে দেয় কিনা!)। মজার ব্যাপার হল, পেমেন্ট এর সাথে সাথেই একটা সার্ভিস নাম্বার থেকে কল দিয়ে আমাকে অভিনন্দন জানালো ওই সাইতের এক বিক্রয় প্রতিনিধি এবং সম্ভব্য পন্য বুঝে পাবার সময় জানিয়ে দিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি আমার পড়ার টেবিলটি পেয়ে গেলাম। সন্তুষ্টির থেকেও যেটা ভাল লাগল তা হল আন্তরিকতা, মনে হচ্ছিল সেবা দিয়েও ওদের সেবা শেষ হয় নি। এটা আসলে ইঙ্গিত করে এই ই-কমার্সের ভবিষ্যত। অর্থ হল, এই সেক্টরে যে সম্ভাবনা এবং সেবার মান গতানুগতিক কেনাবেচার থেকে আরো বেশি সেটারই ইঙ্গিত পেলাম। তবে প্রত্যাশা করছি, সেদিন বেশি দূরে না যেদিন সাধারন মানুষ বাজারে যাই না বলে বলবে, "এই অমুক.কম এ যাও তো একটা বালতি ওয়ার্ডার কর কাপড়গুলো ভেজাব"।

প্রত্যাশা করছি এমন ভাল কিছু অনলাইন উদ্যোগের।

Level 0

আমি রেক্স জাফর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

furnitouch.com/ সাইট টা আপনার না আপনার পরিচিত কারো?
আমি যদি ভুল করে না থাকি আপনি সাইটের বিজ্ঞাপন দিতে চাইছেন।

লেখাটা নেতিবাচক ভাবে দেখছেন কেন ভাই মহিদুল? আমি ইকমার্স এর সম্ভাবনা ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু লিখেছি মাত্র আর উদাহরন হিসাবে একটা সাইটকে রেফার করেছি মাত্র। এতে বিজ্ঞাপন দেয়ার মত কিছু হয়েছে কিনা আমার জানা নাই।