প্রতিভা পরীক্ষায় রোবট এবার প্রযুক্তিবিদ এর হাতে

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রমাণ দিতে গ্রহণযোগ্য কবিতা, গল্প বা ছবি আঁকার পরীক্ষা দিতে হবে রোবটকে। যুক্তরাষ্ট্রের এক অধ্যাপক নতুন এই উপায়ে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষা করার প্রস্তাব দিয়েছেন।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সমপর্যায়ে পৌঁছেছে কিনাতা পরীক্ষা করতে এ প্রস্তাব দিয়েছেন অধ্যাপক মার্ক রিডল।
পরীক্ষাটি প্রসঙ্গে জর্জিয়া ইন্সটিটিউট অফ টেকনলজি’র অধ্যাপক রিডল জানিয়েছেন, কৃত্রিম এজেন্ট যদি কোনো প্রকার শৈল্পিক ধরন অনুযায়ী নিজ হাতে মননশীল কিছু
সৃষ্টি করতে পারে এবং তা যদি মানবীয় বুদ্ধিমাত্রায় তৈরি সৃষ্ট কিছুর মতো হয়, তাহলেই কৃত্রিম এজেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে ধরে নেয়া হবে।
এই ধরনের পরীক্ষার ধারণাটি নেয়া হয়েছে ২০০১ সালে কৃত্রিম বুদ্ধিমাত্রার উপর প্রস্তাবিত পরীক্ষা লাভলেস ২.০ থেকে। ওই পরীক্ষার নিয়ম ছিল, রোবট তার কৃত্রিম বুদ্ধি ব্যবহার করে কিছু একটা তৈরি করবে, কিন্তু কীভাবে তা তৈরি হয়েছে সেটি ব্যাখ্যা সক্ষম হবে না। ইতোমধ্যে গল্প ও ছবি আঁকার জন্যপ্রয়োজনীয় অ্যালগরিদমও তৈরি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

অধ্যাপক রিডলের মতে, প্রতিভা মানবীয় বৃদ্ধিমত্তার ক্ষেত্রে একক না হলেও এটি মানবীয় বুদ্ধির একটি চিহ্ণ বা ছাপ। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বিশেষজ্ঞরা। ইউনিভির্সিটি অফ সারে’র কম্পিউটার বিশেষজ্ঞ অ্যালান উডওয়ারেডর মতে, এ পরীক্ষাটি মৌলিক পার্থক্য বুঝতে সাহায্যে করবে। অন্যদিকে লন্ডন ফিউচারিস্টসের চেয়ারম্যান ডেভিড উড বিষয়টির নিয়ে দ্বিমত পোষণ করেছেন। এ প্রসঙ্গে ডেভিড উড জানিয়েছেন, দেখতে স্বস্তিজনক হলেওতিনি মনে করেন বিষয়টিতে ভুল হচ্ছে। কারণ ইতোমধ্যেই এমন রোবট রয়েছে যা প্রাথমিক অনুভূতী সুস্পষ্ট বুঝতে পারে এবং এমন কম্পিউটার রয়েছে যা গান লিখতে সক্ষম। বর্তমানে কৃত্রি বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য বিজ্ঞানীরা কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টিউরিংয়ের নামে নামকরণকৃত টিউরিং টেস্ট ব্যবহার করে থাকেন।

Level 0

আমি রাকিব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস