
আসসালামু আলাইকুম, সকল প্রশংসা আল্লাহ তা'লার , সালাত ও সালাম পেশ করছি শেষ নবী ও রাসুল মুহাম্মাদ (সাঃ) এর প্রতি-
সেদিন একজনকে একটা সুন্দর ইসলামী গল্পের বই উপহার দিব বলে বই এর দোকানে গেলাম। অনেক খোঁজাখুঁজি করার পরেও তেমন কোন সুন্দর বই পেলামনা। লেখা ভাল তো ছবি ভালনা, ছবি ভাল তো লেখা ভালনা। কি আর করা !! সবাই যা করে আমিও তাই করলাম । google এর শরনাপন্ন হলাম । কিন্তু তেমন কোন লাভ হলনা। কিছু গল্পের বই পেলাম ঠিকই, কিন্তু সবগুলোই ইংরেজিতে লেখা। আমাদের দেশের অধিকাংশ বাচ্চারাই ইংরেজিতে দুর্বল। তাদের পক্ষে তো আর এই সব পড়ে আনন্দ পাওয়া সম্ভব নয়। তাই কিছুটা হতাশই হলাম।
এদিকে আবার শরীরটাও একটু খারাপ। কিছুই করতে ভাল লাগছিলনা। তাই শেষমেশ ঠিক করলাম একটা pdf editor নামিয়ে নিজেই ইংরেজি গল্পের বইগুলোকে বাংলায় রুপান্তর করি। যেই ভাবা সেই কাজ। এতে কিছুটা সমস্যারও সম্মুখীন হতে হয়েছে। কারণ এইসব editing এর কাজে আমার অভিজ্ঞতা নেই বললেই চলে। তাই অনেক রকমের জোড়াতালি দিয়ে কাজটা শেষ করতে হয়েছে।
আলহামদুলিল্লাহ , আল্লাহর রহমতে "আদম (আঃ) এর কাহিনী" নামে একটি গল্পের বই এর কাজ শেষ করেছি। বইটিতে কোন প্রকার মিথ্যার আশ্রয় না নেয়ার চেষ্টা করেছি এবং কিছু ক্ষেত্রে সরাসরি কুরআনের আয়াত থেকে উদ্ধৃত করেছি। আশা করি, বাচ্চাদের ভাল লাগবে। আপনারা খুব সহজেই print করে বাচ্চাদেরকে উপহার দিতে পারেন। এতে তারা আদম (আঃ) এর সৃষ্টির কাহিনী সম্পর্কে জানতে পারবে।
আপনাদের সবার জন্য এই বইটির link নিচে দেয়া হলঃ
https://drive.google.com/file/d/0BxIiELSKYwAsczNudmhVOXVvM0U/edit?usp=sharing
বইটি পড়ে কোন খারাপ দিক চোখে পরলে অবশ্যই জানাবেন।
খুবই কষ্টের ব্যাপার !!! আমাদের মধ্যে অনেক ভাই/বোন রয়েছেন যারা photo editing, graphics designing , বাংলা অথবা ইংরেজি সাহিত্যে খুবই দক্ষ। কিন্তু তারা আমাদের সোনামণিদের জন্য তেমন কোন কাজ করছেননা। আমদের বাচ্চারা এখন বই দেখলে ভয় পায়, জানার কোন ইচ্ছাই তাদের মধ্যে আর কাজ করেনা। তাদের ভবিষ্যৎ কি আমরাই ধ্বংস করছিনা ? আমি জানি আমার share করা বইটি তেমন ভাল মানের না। কারণ এটা কোন expert এর কাজ নয়। তাই যারা এ সকল বিষয়ে expert তাদের প্রতি আমার অনুরোধ- আপনারা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু করুন।
আমি রকিবউল্লাহ সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রাসুল মুহাম্মাদ (সাঃ), এর জীবনী। ইবুক download link দিন।