URL, URI এবং URN ।

আমরা প্রায় সবাই URL শব্দটির সাথে পরিচিত। এটি সাধারনত কোন ওয়েব কন্টেন্টের এড্রেস বোঝায়। গত কয়েকদিন আগে এরকম আরও দুটি শব্দ URI এবং URN আমার দৃষ্টি আকর্ষন করে। এই শব্দগুলো আমার আগে জানা ছিল না। তাই কৌতুহলবশতঃ সার্চ দিলাম। সার্চের ফলাফল থেকে যা শিখলাম তা তুলে দিচ্ছিঃ

URI
URI শব্দটির পূর্ণাঙ্গ রূপ Uniform Resource Identifier. এটি নির্দিষ্ট কোন ওয়েব কন্টেন্টকে সনাক্ত করার পদ্ধতি। বিষয়টা পরিষ্কার করার জন্য একটা উদাহরণ দিইঃ ধরুন, কোন একজন ব্যক্তি আপনাকে খুঁজে বের করতে চাইছেন। আপনার নাম এবং বাড়ির রোড নম্বর জানলেই আপনাকে খুঁজে পাওয়া সহজ। ঠিক তেমনি ইন্টারনেটে কোন কিছু খুঁজে বের করার জন্য প্রয়োজন সেই ফাইল/কন্টেন্টের নাম বা সংক্ষিপ্ত বর্ণনা এবং তার লিঙ্ক। এই বর্ণনা এবং লিঙ্কের সমন্বয়ই URI (আইডেন্টিফায়ার).

URI এর দুটি অংশ থাকেঃ URN (নাম) এবং URL (লোকেটর). সে অর্থে URN এবং URL কে URI এর উপসেট বলা যায়।

URN:
এর পূর্ণাঙ্গ রূপ Uniform Resource Name. এটি ঠিক আপনার নামের মতো । অর্থাৎ ইন্টারনেটে যে ফাইল আপনি খুজছেন সেটার নামই তার URN. যেমন urn:isbn:0-486-27557-4 এটির দ্বারা শেক্সপিয়রের “রোমিও জুলিয়েট” নাটকের একটি নির্দিষ্ট সংস্করণকে বোঝায়। কিন্তু এই নাটকটি কোথায় পাওয়া যাবে ( ডাউনলোড লিঙ্ক ) তা এর সাহায্যে বোঝা যায় না। urn:isbn:0-486-27557-4 হচ্ছে শেক্সপিয়রের সেই নাটকটির URN.

URL:
এটা সম্পর্কে সম্ভবত সবাই জানেন। Uniform Resource Locator এর পূর্ণাঙ্গ রূপ। এটি অনেকটা আপনার বাসার নাম্বারের মতো। যেমন ধ্রুন file:///home/username/RomeoAndJuliet.pdf লিঙ্কে গেলে শেক্সপিয়রের বইটির ডাউনলোড লিঙ্ক খুজে পাওয়া যাবে। এই লিঙ্কটিই ফাইলটির URL.

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanx………
শেয়ার করার জন্য।

Thank u for sharing………… 🙂