আসসালামু আলাইকুম। আমি আবারো আপনার আপনাদের কাছে উপস্থিত হলাম নতুন এক টিউন নিয়ে। আমার আজকের টিউনের বিষয় হচ্ছে- কিভাবে নতুন রেজিষ্টার করা ড্রপবক্সের একাউন্ট এ Public folder তৈরী করা যায়..। ড্রপবক্স নিয়ে নতুন কিছুই বলার নেই। কারণ এর কাজ বা ব্যবহার সবাই জানেন। সাম্প্রতিক ড্রপবক্সকে মিডিয়াফায়ার এর বিকল্প হিসেবে দেখা হচ্ছে। ড্রপবক্সে আগে যারা রেজিষ্ট্রেশন করেছে তাদের Public নামে একটা ফোল্ডার আছে।
কিন্তু সাম্প্রতিক সময়ে যারা রেজিষ্ট্রেশন করছে দেখা গেছে যে তাদের এই Public নামে ফোল্ডারটি নাই। আর এই Public ফোল্ডার এর কাজ হচ্ছে যে যদি কোন ফাইল আমরা আপলোড করি সেটার যদি লিংক কাউকে দিতে চাই এই পাবলিক ফোল্ডার হতে সেই ফাইল এর লিংক সরাসরি কপি করা যায়। আর যদি এই পাবলিক ফোল্ডার না থাকে তাহলে ও ফাইল এর লিংক পা্ওয়া যায় কিন্তু তখন শেয়ার এ ক্লিক করতে হয়। তাই এই ফোল্ডার কিভাবে আনা যায় তা আমার দেখবো। যাই হোক আমি আর বক বক করবো না সারাসরি কাজে চলে যাই –
১। প্রথমে আপনার dropbox.com এর একাউন্ট এ প্রবেশ করুন এবং দেখুন যে সেখানে Public নামে কোন ফোল্ডার নাই। কোন চিন্তুা নাই পরবর্তী ধাপ অনুসরুন করুন।
২। এর পর আপনার Browser এর এড্রেস বারে লিখুন: http://www.dropbox.com/enable_public_folder এবং Enter চাপুন। এক কথায় লিংক টিতে প্রবেশ করুন। নতুন একটা পেজ আসবে এই রকম :
৩। এবার Enable Public Folder নামক বাটনে ক্লিক করুন।
৪। এবার ভ্যরিফ্যাই করার জন্য আপনার ইমেইলে একটা ইমেইল পাঠাতে বলবে - এখানে Send Email এ ক্লিক করুন-
৫। Send Email বাটনে ক্লিক করার পর আরো একটি পেজ আসবে ঠিক এ রকম
৬। এখন আপনি আপনার ইমেইলে একটি Verify email পাবেন এবং উপরের পেজ টি আসলে Done বাটনে ক্লিক করবেন।
৭। এবার আপনি আপনার inbox এর ইমেইল টা খুলে নিচের ইমেজ এর মত Verify your email বাটনে ক্লিক করুন।
৮। verify your email ক্লিক করলে নিচের মত একটি কমফার্মেশন নোটিশ আসবে ---
৯। এখন শুধু মাত্র Done এ ক্লিক করলেই কেল্লা ফতে। ব্যবহার করুন আপনারDropbox এ Public Folder.
তাহলে এখন আর চিন্তা নেই খুব সহজেই আপনার ফাইল গুলো পাবলিক ফোল্ডার এর সাহায্যে সাবার সাথে শেয়ার করুন।
যদি আমার টিউনটি ভাল লেগে থাকে তা হলে অবশ্যই কমেন্ট করুন।
আর যদি হাতে সময় থাকে তাহলে আমার ব্লগ টা হতে ঘুরে আসতে পারেন ।
আমি নাজমুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রজুক্তি সম্পর্কে জানতে চাই জানাতে চাই
বাহ ! অনেক সুন্দর আর ইউনিক একটা টিউন করেছিস ! 🙂
দারুন হয়েছে ! A+