হিসাব করুন ক্রিকেটের রান রেট(যারা পারেন তাদের জন্য না)

ক্রিকেট আধুনিক প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় খেলা।আমরা প্রতিদিন টেলিভিশন ওপেন করলেই ক্রিকেটের নানা খবরাখবর সহ স্কোর ও রানরেট দেখতে পাই।কিন্তু আমরা অনেকেই এসব রানরেটের কিছুই বুঝি না।তাই আপনাদের সহজ ভাষাতে বোঝানোর জন্যই আমার এ প্রয়াস।

মনে করি,A ও B দুটি ক্রিকেট টিম ।এদের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল।এ ম্যাচে যদি আমরা টিম A এর রান রেট বের করতে চাই তাহলে নিচের সূত্র প্রয়োগ করতে হবে।

A টিম এর নেট রান রেট=(A টিমটি ঐ ম্যাচে যত রান করেছে/A টিমটি মোট যত ওভার খেলেছে)-( B টিমটি ঐ ম্যাচে মোট যত রান করেছে/B টিমটি মোট যত ওভার খেলেছে)

বিশেষ দ্রষ্টব্যঃ

১।যদি কোন টিম অলআউট হয় তাহলে সে দলটি সব ওভার খেলেছে বলে ধরে নেয়া হয়।অর্থাৎ টিমটি যদি ওয়ানডে ম্যাচে অলআউট হয় তাহলে সে দলটি পূর্ণ ৫০ ওভার খেলেছে বলে ধরে নেয়া হয়।ঠিক একইরকমে টিমটি যদি T20 ম্যাচে অলআউট হয় তাহলে সে দলটি পূর্ণ ২০ ওভার খেলেছে বলে ধরে নেয়া হয়।

২।ওভার সবসময় দশমিক সংখ্যায় হিসাব করতে হয়।

যেমনঃ ৪৫ ওভার ১ বল = ৪৫ + (১/৬) = ৪৫.১৭

৪৫ ওভার ৩ বল = ৪৫ + (৩/৬) = ৪৫.৫

৩।যদি A টিম একটির বেশি ম্যাচ খেলে থাকে A টিম এর নেট রান রেট=(A টিমটি মোট যত রান করেছে/A টিমটি মোট যত ওভার খেলেছে)-(A এর বিপক্ষের টিমগুলি মোট যত রান করেছে/ বিপক্ষের টিমগুলি মোট যত ওভার খেলেছে)

একটা উদাহরনের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করা যাক।আমরা এখানে উদাহরন হিসেবে সাউথ আফ্রিকার ১৯৯৯ সালের বিশ্বকাপের নেট রানরেটের কথা বিবেচনা করি।

পক্ষে(For)

সাউথ আফ্রিকা ঐ টুর্নামেন্টএ যত রান করেছিল।

*ইন্ডিয়ার বিপক্ষে ৪৭.২ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করেছিল।

*শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করেছিল।

* ইংল্যান্ড এর বিপক্ষে ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করেছিল।

তিন ম্যাচ মিলিয়ে সাউথ আফ্রিকা ১৪৭ ওভার ২ বলে(দশমিকে ১৪৭.৩৩৩ ওভার) ৬৭৮ রান সংগ্রহ করেছিল।

সুতরাং পক্ষে(For)রান রেট=৬৭৮/১৪৭.৩৩৩ বা ৪.৬০২ rpo

বিপক্ষে(Against)

সাউথ আফ্রিকার বিপক্ষের টিমগুলো যত স্কোর করেছিল

* ইন্ডিয়া ৫০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করেছিল।

* শ্রীলংকা ৩৫.২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছিল।

* ইংল্যান্ড ৪১ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছিল।

শ্রীলংকা এবং ইংল্যান্ড যেহেতু ৫০ ওভার খেলার পূর্বেই অলআউট হয়ে গিয়েছে তাই এরা ৫০ ওভার খেলেছে বলেই বিবেচনা করা হবে।

সাউথ আফ্রিকার বিপক্ষের রানরেটের ক্ষেত্রে ১৫০ ওভারে ৪৬৬ রান ধরা হবে।

বিপক্ষে রান রেট(Against)=৪৬৬/১৫০ বা,৩.১০৭ rpo

এখন পক্ষের(For)রান রেট থেকে বিপক্ষের রানরেট(Against) বিয়োগ করতে হবে।

সুতরাং সাউথ আফ্রিকার ঐ বিশ্বকাপে মোট রানরেট হবে=৪.৬০২-৩.১০৭

=+১.৪৯৫

আজকে আর না।সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে টিউনটি শেষ করছি।

Level New

আমি Munna11। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল…………

You rockz

Level New

baparta onek jotil……

Batsman Er Strike Rate Ta Kemne Bair Kormu

Level New

ব্যাটসম্যান স্ট্রাইক রেট=(ব্যাটসম্যান মোট যত রান করেছে/মোট যত বল খেলেছে)*১০০

যদি ব্যাটসম্যান কম বল খেলে বেশি রান করে থাকে তাহলে তার স্ট্রাইক রেট অবসসই ১০০ এর বেশি হবে।

eto sohoj kore bolar jonno dhonnobad……onek kisu janlam aro janar thakle plz share koren.