পেন ড্রাইভ দিয়ে করুন উইন্ডোস (যাদের ডিভিডি রোম বা ড্রাইভ নস্ট বা সিডি থেকে করতে চান না তাদের জন্য )

সবাইকে অনেক অনেক সুবেচ্ছা ও ধন্যবাদ দিয়ে আজকের পোস্ট শুরু করছি। একই পোস্ট আগেও হয়ত হয়েছে।।তবে হঠাৎ করে দেখি আমার ভিডিডি ড্রাইভ  কাজ করে না এখন উইন্ডোস  কি করে দেই...শেসে পেন ড্রাইভ কে বুটেবল করে উইন্ডোস  করালাম  ।   । এই জন্য আপনাদের পেন ড্রাইভ থেকে বুটেবল উইন্ডোস সাপোর্ট করতে হবে...

এখন শুরু করা যাক... প্রথমে আপনার সি এম ডি তে ঢুকুন ।

১ >    রান থেকে (cmd) লিখে এন্টার দিন । জেটা দেখতে অনেকটা  এমন হবে।।

২ > তারপর লিখুন "diskpart" । এতে নতুন আরেকটি কমান্ড প্রোম্পোরট উইন্ডো ওপেন হবে ।যা দেখতে নিচের ইমেজ এর মত হবে ।

৩ > এখন আপনার পেন ড্রাইভ টি ইউ এস বি ড্রাইভ  এ প্রবেশ করান । পেন ড্রাইভ টি কমপক্ষে ৪ থেকে ৮ জিবি হতে হবে । এখন "DISKPART" এ যান এবং লিখুন "listdisk" এবং এন্টার ক্লিক করুন । এখন এতে করে আপনি আপনার কম্পিউটারের ভিবিন্ন স্টোরেজ ড্রাইভ সমুহ দেখতে পারবেন । এখন আপনি আপানার পেনড্রাইভ এর সাইজ দেখে তারপর সেটি ডিস্ক ০১ বা ০২ বা অন্যান্য কোন ডিস্ক এ আছে তা দেখে নিন । যা অনেকটা নিচের চিত্র এর মত হবে ।

৪ > এখন আপনাকে আপনার ডিস্ক সিলেক্ট করতে হবে যার জন্য আপনাকে আগেই বলেছি যে আপনার ডিস্ক ড্রাইভ এর নাম দেখে নিতে হবে যা হতে পারে Disk 01 বা অন্যান্য । এখন আপনার নাম অনুসারে লিখুন   "select disk 2"  তারপর এন্টার দিন এবং আবার লিখুন "detail disk" যাতে আপনি বুঝতে পারেন যে আপনি সঠিক ডিস্ক টি সিলেক্ট করেছেন ।।

৫ > এখন আপনাকে আর ও কিছু কমান্ড দিতে হবে ।। পর্যায়ক্রমে ...

 1 . "Clean"

2. create partition primary

3. select partition 1

4. active

5. format fs=fat32

যা দেখতে অনেকটা নিচের ইমেজ এর মত হবে ...

এখন বেশ কিছুক্ষণ সময় লাগবে কমপ্লিট হতে... কমপ্লিট হওয়ার পর আবার কিছু কমান্ড দিতে হবে...

প্রথমে "assign" লিখে এন্টার দিন ...তারপর "exit" .

আপনি যদি সফল হন তাহলে পুরো ইমেজ তা দেখতে অনেকটা এমন হবে...

এরপর আপনার ডিভিডি ড্রাইভ এ বা অন্য কারো কাছে গিয়ে উইন্ডোস সেভেন এর ডিভিডি ড্রাইভ এ প্রবেশ করিয়ে তারপর পুরো ডিভিডি টি কপি করে আপনার পেন ড্রাইভ  এ  কপি করে নিন । তারপর আপনার ল্যাপটপ বা ডেস্কটপ এর বুট মেনু থেকে বুট ফ্রম পেন ড্রাইভ সিলেক্ট করে দিন । এবং পেন ড্রাইভ থেকে উইন্ডোস ইন্সটল শুরু হয়ে যাবে...

আশা করি কারো না কারো কাজে লাগবে ...আমার মত হঠাৎ কাজের সময় উইন্ডোস চলে গেলে ...

ভাল থাকবেন । ধন্যবাদ ।

Level New

আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 595 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

A lot of thanks. Tune ta Amar dorkar silo.

Level 0

অনেক ধন্যবাদ।
http://www.niltips.com/

A lot of thanks. Tune ta Amar dorkar silo.

Amon vabe ki Win XP o bootable kora jabe?

শুধু কি win 7 এর জন্য ?
XP তে কি কাজ করবে ?

আমি এক্সপি এউ এস বি থেকে সেটাপ দিতে চাই। অনেক চেষ্টা করেও পারি নাই। একজন বলেছে যে এউ এস বি থেকে এক্সপি
দেয়া যায় না। আসলেই কী যায় না। গেলে দয়া করে একটু বিস্তারিত বলবেন। আমি unetbootin, Novicorp এই সফটওয়ার গুলো
দিয়ে ট্রাই করেছি। কিন্তু সফল হই নাই…

Level 0

valo tanx

ইসবি হতে বুট দেওয়া যায়। এ কথা আসমান তারা যেমন সত্য আমি ঠিক তেমনী। তবে হাজার টিপস শুনতে শুনতে আপনি কান জালা পালা করে ফেলবেন । কিন্তু কাজের
কাজ কিছু করতে না পারলে খুবই দুক্ষিত। তবে ভাই আমি অদম অপনাকে বলে যাই । আপনি পারবেন। কেননা আমি পেরেছি। স্কুলে মেটিক ৩ বার
ফেল মারা ছেলে আমি যদি পারি আপনি তো ১০০% পারবেণ । ইতি তারেক — +৮৮০১৮৩৯০০৭৭৪৪

Level 0

vai tune ta pore jinis ta onek kajer …. try kore dkhi pari ki na…