আবারো একটি সাহায্যের প্রত্যাশায় টিউন করছি...
ইন্টারনেট ব্যাবহারেরর আমুল প্রত্যাশা নিয়ে একটি র্যাংসটেল এর ZTE Land Phone Set (Model- zte WP 836 ) কিনেছিলাম কয়েক বছর আগে। তার কদিন পরেই পুরো র্যাংসটেল কম্পানী মরে গেলো। এখন আমি আমার এই দামী সেট খানা নিয়া খালি কান্দি আর কান্দি ।
কয়েক জায়গায় গিয়েছিলাম এই সেট টার লক খুলতে যেনো সিটিসেল ব্যাবহা করতে পারি। কারন আমি আমার সিটিসেল এর স্যামসাং সেট এ র্যাংসটেল এর রীম চালাতাম। তার মানে অবশ্যই ওই সেটে কোনো না কোনো ভাবে সিটিসেলও চালানো সম্ভব। যেহেতু দুইটা ই "সি ডি এম এ"।
এ ব্যাপারে অভিজ্ঞ কিংবা যাদের কিছু জানা আছে তাঁদের আন্তরিক সহায়তা কামনা করছি।
আমি স্পর্শবিন্দু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমিও একি সমস্যায়ে আছি…