Jaf এ ফ্লাশিং সম্পর্কে সাহায্য চাই

আমার জানা মতে  Nokia 2700 c-2 হল  BB5  ব্র্যান্ডের মোবাইল ।

কিন্তূ  Jaf  সেটআপ দেওয়ার পর আমি  Nokia 2700 c-2  এর মডেল শো করছেনা এমনকি প্রোডাক্ট কোডও শো করছেনা ।

 

  • এখন আমি কি করতে পারি ???
  • নাকি আমি কন পুরান ভার্শন ব্যবহার করছি ??/

 

আমি মিনহাজুল হক শাওন ভাইয়ের এই টিউন ফলো করে করতে চেয়েছিলাম।

কিন্তূ আমি  সার্ভিসিং এর দোকানে গিয়ে ঠিক করলাম এবং তারা  Jaf  দিয়েই ফ্লাশ করছে।

 

 

প্লীজ কোন সমাধান থাকলে আমাকে জানান ???

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 869 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

2700 ক্লাসিক ২ নতুন, আপনাকে নতুন জ্যাফ ব্যবহার করতে হবে। দোকানে তো F-Bus কেবল দিয়ে ফ্লাশ দেয়। আমরা পিসিতে USB দিয়ে এমুলেট করে ফ্লাশ দেওয়ার চেষ্টা করি বলে জ্যাফ ড্রাইভার ও টুলস আপডেটেড হতে হয় 🙂 তবে আমার জানায় ভুল থাকতে পারে।

Level 0

bhai flashing kore jaf box diye, ami amar nokia 5130c ta jaf software diye flash kori tate amar system file jamon wallpaper, theme gulo corrupt hoy jae, kano ta hoychilo ta ami sothik bhabe jani na, but akhon akjon professional ke dite ota bodh hoy abar software diye thik kore diyeche ebong ota jaf box diye diyeche

ভাই আপনি চাইলে support না থাকলে ও ফ্লাস দিতে পারেন। এই জন্য phonix crack use করতে পারেন অথবা jaf crack. আর আরও বেশি জানতে আমার সাথে contact করতে পারেন। আমি আপনাকে team viwer দিয়ে কাজ টা করে দিব।