হার্ড ডিস্ক প্রব্লেম, হেল্পান :(

আমার ২ খান হার্ড ডিস্ক (হার্ড ডিস্ক) । একটা ১ টেরা, একটা ১৬০। ১৬০ টায় উইন্ডোস ৭ দেয়া ছিল, কিন্তু ডিস্ক টা প্রব্লেম শুরু করায় ১ টেরা তে উইন্ডোস ইন্সটাল করি। ১৬০ টা দেড় বছর আগে ট্রাঞ্জিস্টার পুরে গেসিল, তার পরেউ চলতেসে কিন্তু ইদানিং প্রব্লেম শুরু করসে লোড হউয়ার সময়, তাই ১ টেরা টায় উইন্ডোস ইন্সটাল করি। ১ টেরা ডিস্ক টায় ৪ টার বেশি পার্টিশন দিতে পারলাম না (জানিনা দেয়া যায় কিনা) । এর আগে ১ টেরা সাব হিসেবে ব্যাবহার করতাম। এখন এটায় উইন্ডোস ইন্সটাল করে দেখি আমার ড্রাইভ মাত্র ৩ টা, মানে আরেকটা হাওয়া। উইন্ডোস এর ডিভিডি ঢুকিয়ে দেখলাম ড্রাইভ টা শো করছে কিন্তু সেটা সিস্টেম ড্রাইভ হয়ে আছে, কিন্তু আমার উইন্ডোস ইন্সটাল দেয়া ২০০ জিবি এর একটা প্রাইমারি ড্রাইভে। ৩ টা ড্রাইভ মাই কম্পিউটার এ শো করছে কিন্তু এইটা শো করছেনা, এটা এখন কিভাবে আনবো? অনেক ছবি আছে ড্রাইভ টাতে :( এই সমস্যায় আমি নতুন পরলাম তাই বুঝতেসিনা

 

Level 0

আমি সাইলেন্ট ম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কি আর লিখবো? একজন টিউনার হিসেবে ধরে নেন


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটা ডিস্কে ৪টার বেশী প্রাইমারী পার্টিশন হয়না। আর উইনডোজের জন্য বেশীরভাগ ক্ষেত্রেই রিকোভারীর জন্য ১০০ মেগাবাইটের ছোট্ট পার্টিশন হয় সেটা হিডেনন থাকে। তাই ৩টাই দেখতে পাবেন। একাধিক পার্টিশন করতে চাইলে বলুন, নিয়ম বলি।

Level 0

তার মানে আমার যে ৩১ জিবি ড্রাইভ টা সিস্টেম ড্রাইভ দেখাচ্ছে সেটা রিকভারি ড্রাইভ। বুঝেছি, আমি যখন এটাকে সাব হিসেবে ব্যাবহার করতাম তখন ৪ টাই দেখা তো। কিন্তু ভাইয়া, বাপারটা হচ্ছে অই হিডেন ড্রাইভ টায় আমার অনেক ডাটা আছে, সেটা এখন কিভাবে ফিরিয়ে আনবো?

    @silentman: তাহলে ড্রাইভটায় রাইট ক্লিক করে Add a drive letter এ যান, তারপর D E F G H এরকম যেকোন একটা লেটার বসিয়ে নিন, দেখবেন সেটা My Computer এ এসে গেছে 🙂

      Level 0

      @মিনহাজুল হক শাওন: শাওন ভাই, ব্যাপারটা এরকম হয়ে আছে একটু দেখেন [IMG]http://i44.tinypic.com/eq9wqq.jpg[/IMG]
      পারসোনাল ফোল্ডার টা সিস্টেম হয়ে আছে। এজন্যে এটা মাই কম্পিউটার এ শো করছে না। পার এতায় ক্লিক করলে ড্রাইভ লেটার চেঞ্জ করার অপশন আসে না। অন্য গুলয় আসে। এটা থেকে আমার ফাইল্গুলা কিভাবে অন্য ড্রাইভে নিয়ে আসবো অথবা এটাকে কিভাবে মাই কম্পিউটার এ শো করাব ?

      ও বুঝতে পারসি কি সমস্যা। ৮ মেগাবাইটের পিচ্চিটার জন্য বাকিটায় ড্রাইভ লেটার আসছেনা (বলেছি ৪টার বেশী পার্টিশন হয়না)। এক কাম করেন। C টা রিসাইজ করে ৮ মেগাটুকু জয়েন করে দেন। তখন PERSONAL এ ড্রাইভ লেটার বসাতে পারবেন। ভালো কথা, রিসাইজ করতে দিলে ২০০ গিগার ড্রাইভ সময় লাগাতে পারে অনেক (প্রায় ৩ ঘন্টার মত)। সমস্যা না থাকলে C টা মুছে ফাকা করে নিন। পরে সেটআপ দিয়ে নিবেন। আর হ্যা, শেষ ৩টা ড্রাইভে হাত দিবেননা। ওগুলা ভালো আছে।

      আরো ১টা সাজেশন আছে। আপনার Soft আর Movies তো মাত্র 100 গিগার মত ডাটা আছে। সব মুভি Soft ড্রাইভে সরিয়ে নিয়ে 400GB এর মুভির ড্রাইভটা মুছুন। তাহলে ৩২ গিগার পারসোনাল ড্রাইভে লেটার বসানো যাবে। এমন করলে C মুছতে হবেনা।

আপনি কোন ড্রাইভার ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করে দেখতে পারেন কাজ করে কিনা। নিচে একটা ফ্রি সফটওয়্যারের লিঙ্ক দিলামঃ
http://www.partition-tool.com

——–
asknhelp.com