নোটবুক এর বেপারে সাহায্য চাই.

আমি সপ্ম্রতি accer এর একটি নোটবুক কিনেছি. আমার চার্জ মোটামুটি ভালই থাকে. আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে  বেটারি ভালো রাখার জন্য বা বেশি দিন টিকানোর জন্য বাসায় বেবহার করার সময় কি চার্জ এ লাগিয়ে ইউস  করব নাকি চার্জার  লাগানো ছাড়া ইউস করব? আপনারা যারা এ বিসয়ে ভালো জানেন তারা দয়া করে জানিয়ে আমাকে উপকৃত করবেন.

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মাঝে মাঝে ব্যাটারী ছাড়া চালাবেন।

Level 0

কি মডেল এর কিনলেন ভাই?

Level 0

যত পারেন চার্জার ছাড়া ব্যবহার করেন। লো চার্জ এলার্ট দিলে চার্জ দিবেন। মাঝে মাঝে নোটবুকের চার্জ সম্পূর্ণ ড্রেইন হয়ে যেতে দিন, এরপর আপনাআপনি বন্ধ হয়ে গেলে চার্জ করুন। সবসময় চার্জে লাগিয়ে ব্যবহার করবেন না। এতে ব্যাটারির স্থায়িত্ব কমে যায়।

সান্দ্রা ভাই এর সহিত সহমত

Level 2

ধন্যবাদ সান্দ্রা ভাই সহ আপনাদের সকলকে.

ভাই নতুন অবস্থায় ৪ থেকে ৫ বার আপনার ব্যাটারীর full discharge করুন। তারপর থেকে plug in করে চালান। আমি উপরের সবার সাথে একমত। তবে ব্যাটারীতে বেশি চালালে এতে pressure বেশি পরে। তাই plug in করে চালানোই ভাল। কিন্তু আপ্নাকে অবশ্যই ব্যাটারী use করতে হবে না হলে এটা বসে যাবে। ব্যাটারী ৪০% পরযন্ত ব্যবহার করুন তারপর charge দিন। ২ভাবেই সমান ভাবে চালাতে হবে। আর এখন কার ব্যাটারী গুলা lithium-ion তাই এগুলা কে মাঝে মঝে fully discharge করার দরকার নাই। আরও জানতে নিচের লিঙ্ক টা দেখতে পারেনঃ

http://mehedee.wordpress.com/2011/06/10/laptop-battery/

চার্জ এ লাগিয়ে ইউস করা ভাল।